ETV Bharat / sports

বিসিসিআই সচিব নিয়ে চর্চায় একাধিক নাম, 'ডার্ক হর্স' প্রাক্তন সিএবি সভাপতি! - BCCI New Secretary - BCCI NEW SECRETARY

New BCCI secretary: কে হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব ৷ রোহন জেটলি, অরুণ ধুমাল, আশিস শেলারদের সঙ্গেই ভেসে উঠল প্রাক্তন সিএবি সভাপতির নাম ৷ কে তিনি? জানতে হলে পড়ুন বিস্তারিত ৷

New BCCI Secretary Contenders
রোহন জেটলি এবং রাজীব শুক্লা (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 26, 2024, 10:22 PM IST

মুম্বই, 26 অগস্ট: ভারতীয় ক্রিকেট বোর্ডের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'তে পা রাখতে চলেছেন জয় শাহ ৷ কিন্তু অমিত শাহ-পুত্রের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া সচিব কে হবেন? জল্পনা চলছেই ৷ উঠে এসেছে একাধিক নাম ৷ তালিকায় রয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি রাজীব শুক্লা, বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলার এবং সবচেয়ে চর্চা চলছে যাঁর নাম নিয়ে, তিনি হলেন রোহন জেটলি ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলি আবার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে ৷

রোহন জেটলির নাম চর্চায় থাকলেও বোর্ডের একাংশের তাঁকে আবার না-পসন্দ ৷ তালিকায় পরবর্তী বড় নাম অবশ্যই অরুণ ধুমাল ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাদা অরুণ ধুমাল অতীতে বিসিসিআই'য়ের সভাপতিত্বও করেছেন ৷ তালিকার পরবর্তী বড় নাম মুম্বই বিজেপি'র সভাপতি আশিস শেলার ৷ বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলানোর পর এবার সচিব হওয়ার অন্যতম দাবিদার তিনি ৷ দৌড়ে রয়েছেন পোড় খাওয়া রাজীব শুক্লাও ৷

তবে বোর্ডের নয়া সচিব হওয়ার দৌড়ের যে তালিকা, তাতে চমক হিসেবে রয়েছে প্রাক্তন সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার নাম ৷ সূত্রের খবর, এই দৌড়ে ডার্ক-হর্স কিংবদন্তি ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র ৷ সিএবি'র কনিষ্ঠ প্রশাসক হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে অভিষেকের ঝুলিতে ৷

আইসিসি বোর্ডের 16 জন সদস্যের মধ্যে 15 সদস্যই জয় শাহকে সমর্থন করতে চলেছেন বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ ৷ ফলত বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির নয়া চেয়ারম্য়ান হওয়া শাহের কেবল সময়ের অপেক্ষা ৷ আগামিকাল অর্থাৎ, 27 অগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ গ্রেগ বার্কলে পরবর্তী আইসিসি'র নয়া চেয়ারম্য়ান দায়িত্বভার গ্রহণ করবেন আগামী 1 ডিসেম্বর ৷ সম্প্রতি আইসিসি এক বিবৃতিতে জানায়, গ্রেগ বার্কলে আইসিসি চেয়ারম্য়ান হিসেবে তাঁর দ্বিতীয় দফা শেষ হওয়ার পরই পদত্য়াগ করবেন ৷

মুম্বই, 26 অগস্ট: ভারতীয় ক্রিকেট বোর্ডের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'তে পা রাখতে চলেছেন জয় শাহ ৷ কিন্তু অমিত শাহ-পুত্রের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া সচিব কে হবেন? জল্পনা চলছেই ৷ উঠে এসেছে একাধিক নাম ৷ তালিকায় রয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি রাজীব শুক্লা, বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলার এবং সবচেয়ে চর্চা চলছে যাঁর নাম নিয়ে, তিনি হলেন রোহন জেটলি ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলি আবার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে ৷

রোহন জেটলির নাম চর্চায় থাকলেও বোর্ডের একাংশের তাঁকে আবার না-পসন্দ ৷ তালিকায় পরবর্তী বড় নাম অবশ্যই অরুণ ধুমাল ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাদা অরুণ ধুমাল অতীতে বিসিসিআই'য়ের সভাপতিত্বও করেছেন ৷ তালিকার পরবর্তী বড় নাম মুম্বই বিজেপি'র সভাপতি আশিস শেলার ৷ বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলানোর পর এবার সচিব হওয়ার অন্যতম দাবিদার তিনি ৷ দৌড়ে রয়েছেন পোড় খাওয়া রাজীব শুক্লাও ৷

তবে বোর্ডের নয়া সচিব হওয়ার দৌড়ের যে তালিকা, তাতে চমক হিসেবে রয়েছে প্রাক্তন সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার নাম ৷ সূত্রের খবর, এই দৌড়ে ডার্ক-হর্স কিংবদন্তি ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র ৷ সিএবি'র কনিষ্ঠ প্রশাসক হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে অভিষেকের ঝুলিতে ৷

আইসিসি বোর্ডের 16 জন সদস্যের মধ্যে 15 সদস্যই জয় শাহকে সমর্থন করতে চলেছেন বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ ৷ ফলত বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির নয়া চেয়ারম্য়ান হওয়া শাহের কেবল সময়ের অপেক্ষা ৷ আগামিকাল অর্থাৎ, 27 অগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ গ্রেগ বার্কলে পরবর্তী আইসিসি'র নয়া চেয়ারম্য়ান দায়িত্বভার গ্রহণ করবেন আগামী 1 ডিসেম্বর ৷ সম্প্রতি আইসিসি এক বিবৃতিতে জানায়, গ্রেগ বার্কলে আইসিসি চেয়ারম্য়ান হিসেবে তাঁর দ্বিতীয় দফা শেষ হওয়ার পরই পদত্য়াগ করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.