নরওয়ে, 2 জুন: ভারতীয় টিনএজ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চলতি নরওয়ে দাবা প্রতিযোগিতায় আবারও নয়া কীর্তি স্থাপন করলেন ৷ ভারতীয় সময় শনিবার রাতে একটি ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে বিশ্বের দু’নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে জয়লাভ করলেন তিনি ৷ আর এই জয়ের সঙ্গে তিনি বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন এবং দ্বিতীয় ফ্যাবিয়ানো কারুয়ানাকে ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতায় প্রথমবার হারানোর রেকর্ড গড়েছেন ৷
এদিনের জয়ের সঙ্গে আর প্রজ্ঞানন্দ আন্তর্জাতিক দাবা ফেডারেশন বা ফিডের বিশ্ব ব়্যাংকিংয়ে প্রথম দশে উঠে এসেছেন ৷ নরওয়ে চেজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, "প্র্যাগ ফিরে এসেছেন ! তরুণ প্রতিভাবান প্রজ্ঞানন্দ পঞ্চম রাউন্ডে বিশ্ব দু’নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে আবার দাবার দুনিয়াকে চমকে দিয়েছেন ! তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে টপকে যাওয়ার পর, তিনি প্রথমবারের মতো ধ্রুপদী দাবাতে শীর্ষ দুই খেলোয়াড়কে পরাজিত করেছেন ৷ সেই সঙ্গে বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে উঠে এসেছেন ! ভারতীয় প্রতিভার এই টুর্নামেন্টে অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে ৷"
আঠারো বছরের আর প্রজ্ঞানন্দ নরওয়ে চেজ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিলেন সাদা ঘুঁটি নিয়ে খেলে ৷ ফিডে দাবা বিশ্বকাপে কার্লসেনের কাছে হেরে রানার-আপ হয়েছিলেন প্রজ্ঞানন্দ ৷ তবে, ক্লাসিক্যাল নরওয়ে চেজে এক অন্য প্রজ্ঞাকে দেখা যাচ্ছে ৷ চতুর্থ রাউন্ডে মার্কিন প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে তিনি কিছুটা পিছিয়ে পড়েছিলেন ৷ তবে, এই জয়ে ফের সামনের সারিতে ফিরে এসেছেন প্রজ্ঞানন্দ ৷ চলতি নরওয়ে চেজ প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে প্রথম স্থানে রয়েছেন হিকারু নাকামুরা (10 পয়েন্ট) ৷ শনিবার রাতে পঞ্চম রাউন্ডে একপেশে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি ৷
প্রজ্ঞানন্দ 8.5 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাগনাস কার্লসেন, 9 পয়েন্ট নিয়ে ৷ প্রজ্ঞানন্দের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ আলিরেজা ফিরৌজার বিরুদ্ধে ৷ অন্যদিকে, নাকামুরাকে খেলতে হবে ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে ৷ কার্লসেনের মুখোমুখি হবেন ডিং লিরেন ৷ এই রাউন্ডে জিতলে প্রজ্ঞানন্দের সামনে সুযোগ থাকবে কার্লসেনকে টপকে যাওয়ার ৷ দু’জনের মধ্যে মাত্র দশমিক পাঁচ পয়েন্টের ফারাক রয়েছে ৷ এক্ষেত্রে কার্লসেনের প্রতিপক্ষ লিরেন তুলনামূলকভাবে দুর্বল ৷ সেক্ষেত্রে টুর্নামেন্টে চতুর্থ স্থানে থাকা আলিরেজা ফিরৌজার বিরুদ্ধে অনেক বেশি পয়েন্টে জিততে হবে প্রজ্ঞানন্দকে ৷
অন্যদিকে, মেয়েদের নরওয়ে ক্লাসিক্যাল চেজে প্রজ্ঞানন্দের দিদি আর বৈশালী এক নম্বর স্থান ধরে রেখেছেন ৷ পঞ্চম রাউন্ডেও তিনি কিংবদন্তি পিয়া ক্র্যামলিংকে হারিয়ে 10 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় ৷ দ্বিতীয় স্থানে আছেন অ্যানা মুজিচুক (9 পয়েন্ট) ৷ তৃতীয় জু ওয়েনজুং 7.5 পয়েন্ট, চতুর্থ লেই টিংজিএ 6 পয়েন্ট, পঞ্চম কোনেরু হাম্পি 4 পয়েন্ট এবং পিয়া ক্র্যামলিং 3 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন ৷ ষষ্ঠ রাউন্ডে বৈশালীর প্রতিপক্ষ তৃতীয় স্থানে থাকা জু ওয়েনজুং ৷
- আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা কার্তিকের