ETV Bharat / sports

ডুরান্ডের ট্রফি সফরের সূচনা, ফুটবলের উন্নতিতে একত্রিত হওয়ার বার্তা রাষ্ট্রপতির - Durand Cup 2024

President Droupadi Murmu Flagged off Durand Cup Trophy: ভারতীয় সেনাবাহিনীর তিনবিভাগের উদ্যোগে আয়োজিত ডুরান্ড কাপের ট্রফির সফরের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ যে অনুষ্ঠানে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে সকল অংশীদারদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন রাষ্ট্রপতি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 8:27 PM IST

ETV BHARAT
ডুরান্ড কাপের ট্রফির সফরের সূচনা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ৷ (ছবি- এএনআই)

নয়াদিল্লি, 10 জুলাই: নয়াদিল্লিতে বুধবার ডুরান্ড কাপের ট্রফি ট্যুর বা সফরের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেনাবাহিনীর তিন প্রধানের উপস্থিতিতে শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের ট্রফি ট্যুরের সূচনা করেন তিনি ৷ সেই সঙ্গে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেন তিনি ৷ তাঁর বার্তা, ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সকল অংশীদারদের এর জন্য একসঙ্গে কাজ করতে হবে ৷

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ভারতীয় ফুটবলে টালমাটাল পরিস্থিতি ৷ বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরবর্তী ধাপে ভারত যেতে ব্যর্থ হওয়ার পর কোচ ইগর স্টিম্যাচকে বরখাস্ত করেছে ফেডারেশন ৷ এই পরিস্থিতিতে সবার কাছে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন, ফুটবলের উন্নতিতে যাতে সকলে একসঙ্গে কাজ করেন ৷ এবার ডুরান্ড কাপের 133 তম সংস্করণ ৷ এটি এশিয়ার সবচেয়ে পুরনো এবং বিশ্ব ফুটবলের নিরিখে পঞ্চম প্রাচীন টুর্নামেন্ট ৷ আগামী 27 জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ ৷ কলকাতা, কোকরাঝাড়, শিলং এবং জামশেদপুরে টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজিত হবে ৷

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বুধবারের অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মু বলেন, "বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল ৷ পেশাদার ফুটবলাররা মানুষকে আনন্দ দেন ৷ এই মুহূর্তে ইউরো 2024 চলছে ৷ আর পুরো বিশ্ব সেটা দেখছে ৷ এটা সব জায়গায় চর্চায় রয়েছে ৷ আমাদেরও ফুটবলের উন্নতিতে কাজ করতে হবে ৷ দেশের সকল অংশীদারদের একসঙ্গে এর জন্য কাজ করতে হবে ৷ ভারতীয় ফুটবলকে তুলে ধরার জন্য কাজ করতে হবে ৷"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে রাষ্ট্রপতি মুর্মু ডুরান্ড কাপের অবদানের কথা স্মরণ করিয়ে দেন ৷ ব্রিটিশ ভারতে 1884-1894 পর্যন্ত সময়কালে বিদেশসচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ড এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন ৷ তাঁর নামেই পরবর্তী সময়ে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ৷ যার বর্তমান আয়োজক ভারতীয় সেনা ৷

নয়াদিল্লি, 10 জুলাই: নয়াদিল্লিতে বুধবার ডুরান্ড কাপের ট্রফি ট্যুর বা সফরের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেনাবাহিনীর তিন প্রধানের উপস্থিতিতে শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের ট্রফি ট্যুরের সূচনা করেন তিনি ৷ সেই সঙ্গে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেন তিনি ৷ তাঁর বার্তা, ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সকল অংশীদারদের এর জন্য একসঙ্গে কাজ করতে হবে ৷

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ভারতীয় ফুটবলে টালমাটাল পরিস্থিতি ৷ বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরবর্তী ধাপে ভারত যেতে ব্যর্থ হওয়ার পর কোচ ইগর স্টিম্যাচকে বরখাস্ত করেছে ফেডারেশন ৷ এই পরিস্থিতিতে সবার কাছে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন, ফুটবলের উন্নতিতে যাতে সকলে একসঙ্গে কাজ করেন ৷ এবার ডুরান্ড কাপের 133 তম সংস্করণ ৷ এটি এশিয়ার সবচেয়ে পুরনো এবং বিশ্ব ফুটবলের নিরিখে পঞ্চম প্রাচীন টুর্নামেন্ট ৷ আগামী 27 জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ ৷ কলকাতা, কোকরাঝাড়, শিলং এবং জামশেদপুরে টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজিত হবে ৷

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বুধবারের অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মু বলেন, "বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল ৷ পেশাদার ফুটবলাররা মানুষকে আনন্দ দেন ৷ এই মুহূর্তে ইউরো 2024 চলছে ৷ আর পুরো বিশ্ব সেটা দেখছে ৷ এটা সব জায়গায় চর্চায় রয়েছে ৷ আমাদেরও ফুটবলের উন্নতিতে কাজ করতে হবে ৷ দেশের সকল অংশীদারদের একসঙ্গে এর জন্য কাজ করতে হবে ৷ ভারতীয় ফুটবলকে তুলে ধরার জন্য কাজ করতে হবে ৷"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে রাষ্ট্রপতি মুর্মু ডুরান্ড কাপের অবদানের কথা স্মরণ করিয়ে দেন ৷ ব্রিটিশ ভারতে 1884-1894 পর্যন্ত সময়কালে বিদেশসচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ড এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন ৷ তাঁর নামেই পরবর্তী সময়ে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ৷ যার বর্তমান আয়োজক ভারতীয় সেনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.