ETV Bharat / sports

আইসিসি'র শীর্ষপদে শাহে সমর্থন নেই পাকিস্তানের! বাবরদের দেশে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত? - JAY SHAH

PCB REPORTEDLY NOT VOTED FOR JAY SHAH: আইসিসি'র 16 সদস্যের মধ্যে 15 সদস্যের সমর্থন নিয়ে আইসিসি'র মসনদে বসছেন জয় শাহ ৷ একমাত্র পাক ক্রিকেট বোর্ড অমিত শাহ-পুত্রকে সমর্থন জানায়নি বলে প্রকাশ রিপোর্টে ৷ এমতাবস্থায় আগামী বছর ওয়াঘার ওপারে রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার অঙ্ক কি আরও জটিল হল ?

JAY SHAH AND BABAR AZAM
জয় শাহ ও বাবর আজম (AP/IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 12:44 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ ৷ কনিষ্ঠ হিসেবে আইসিসি'র শীর্ষপদে অমিত শাহ-পুত্র দায়িত্বভার গ্রহণ করবেন আগামী 1 ডিসেম্বর ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র 16 সদস্যের মধ্যে 15 জনের সমর্থন নিয়ে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হতে চলেছেন বিসিসিআই'য়ের বিদায়ী সচিব ৷ সূত্রের খবর, নয়া আইসিসি চেয়ারম্যান হিসেবে কেবল পাকিস্তানের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন শাহ ৷

নিউজ 18-এর রিপোর্ট অনুযায়ী, একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন জয় শাহ ৷ গোটা প্রক্রিয়ায় পিসিবি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মত শক্তিধর ক্রিকেট বোর্ডগুলো যখন পূর্ণ সমর্থন করেছে, তখন পাকিস্তানের সমর্থন না-পাওয়া যদিও শাহের আইসিসি'র শীর্ষপদে বসা আটকাতে পারেনি ৷ কিন্তু রিপোর্ট সত্যি হলে আগামী বছর সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে দু'দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি হবে, তা বলাই যায় ৷

এমনিতেই আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে রোহিত-বিরাটদের অংশগ্রহণ কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ৷ এমতাবস্থায় আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহকে পিসিবি'র 'অসমর্থন' ভারতের সেদেশে যাওয়া নিয়ে আরও বড় প্রশ্নচিহ্ন তুলে দিল বলা যায় ৷ যদিও এই রিপোর্টের বিপক্ষে কথা বলেছেন রশিদ লতিফ ৷

ইউটিউবে সম্প্রতি একটি পডকাস্টে প্রাক্তন পাক উইকেটরক্ষক বলেন, "পিসিবি শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ার বিরোধিতা করবে না একটিই কারণে ৷ আমার মনে হয়ে এখানে একটা বোঝাপড়া রয়েছে ৷ ভারত সরকারের অনুমতি নিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে শাহেরই উদ্যোগে ৷" প্রাক্তন পাক তারকা আরও জানান, পাকিস্তানে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার বিষয়টি অর্ধেক নিশ্চিত হয়েই রয়েছে ৷ এখন দেখার আইসিসি'র শীর্ষপদে বসে এই সমীকরণকে কোন পথে নিয়ে যান শাহ ৷

হায়দরাবাদ, 29 অগস্ট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ ৷ কনিষ্ঠ হিসেবে আইসিসি'র শীর্ষপদে অমিত শাহ-পুত্র দায়িত্বভার গ্রহণ করবেন আগামী 1 ডিসেম্বর ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র 16 সদস্যের মধ্যে 15 জনের সমর্থন নিয়ে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হতে চলেছেন বিসিসিআই'য়ের বিদায়ী সচিব ৷ সূত্রের খবর, নয়া আইসিসি চেয়ারম্যান হিসেবে কেবল পাকিস্তানের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন শাহ ৷

নিউজ 18-এর রিপোর্ট অনুযায়ী, একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন জয় শাহ ৷ গোটা প্রক্রিয়ায় পিসিবি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মত শক্তিধর ক্রিকেট বোর্ডগুলো যখন পূর্ণ সমর্থন করেছে, তখন পাকিস্তানের সমর্থন না-পাওয়া যদিও শাহের আইসিসি'র শীর্ষপদে বসা আটকাতে পারেনি ৷ কিন্তু রিপোর্ট সত্যি হলে আগামী বছর সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে দু'দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি হবে, তা বলাই যায় ৷

এমনিতেই আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে রোহিত-বিরাটদের অংশগ্রহণ কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ৷ এমতাবস্থায় আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহকে পিসিবি'র 'অসমর্থন' ভারতের সেদেশে যাওয়া নিয়ে আরও বড় প্রশ্নচিহ্ন তুলে দিল বলা যায় ৷ যদিও এই রিপোর্টের বিপক্ষে কথা বলেছেন রশিদ লতিফ ৷

ইউটিউবে সম্প্রতি একটি পডকাস্টে প্রাক্তন পাক উইকেটরক্ষক বলেন, "পিসিবি শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ার বিরোধিতা করবে না একটিই কারণে ৷ আমার মনে হয়ে এখানে একটা বোঝাপড়া রয়েছে ৷ ভারত সরকারের অনুমতি নিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে শাহেরই উদ্যোগে ৷" প্রাক্তন পাক তারকা আরও জানান, পাকিস্তানে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার বিষয়টি অর্ধেক নিশ্চিত হয়েই রয়েছে ৷ এখন দেখার আইসিসি'র শীর্ষপদে বসে এই সমীকরণকে কোন পথে নিয়ে যান শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.