ETV Bharat / sports

অলিম্পিক্সের ঢাকে কাঠি, রইল সব খুঁটিনাটি... - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024: প্রেমের শহরে শুরু হয়ে গেল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ আলোর রোশনাইয়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করেছে অলিম্পিক্স কর্তৃপক্ষ ৷ কী কী রয়েছে অলিম্পিক্সের উদ্বোধনে ?

Paris Olympics 2024
অলিম্পিক্সের ঢাকে কাঠি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 6:59 PM IST

প্যারিস, 26 জুলাই: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্রেমের শহরে শুরু হল বিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ ক্রীড়া উৎসব ৷ প্যারিসের আইকনিক স্যেন নদীতে জমাটি শো’য়ে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স 2024 ৷ অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে ৷ আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে প্যারিসকে ৷

বিভিন্ন দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে অলিম্পিক্সে ৷ ভারতের হয়ে উদ্বোধনী প্যারেড তেরঙা বইবেন দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ৷

  • অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম যা যা...
  • স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান
  • নদীর উপর একটি অনুষ্ঠান
  • পরিসংখ্যান কী বলছে ?

94টি নৌকা: অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে ৷ স্যেন নদীতে হবে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান ৷ প্যারেড বহরে থাকবে 94টি নৌকা ৷ ছয় কিলোমিটার দীর্ঘপথ জুড়ে চলবে প্যারেড । 206টি জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) প্রতিনিধিত্ব করবে ৷ থাকবেন 10,500 ক্রীড়াবিদ ।

  • উদ্বোধনী অনুষ্ঠানের সময়...

উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় সময় রাত 11:00 টায় শুরু হবে ৷ চলবে তিন ঘন্টারও বেশি সময় ধরে ।

  • কোথায় হবে ?

প্যারেডটি জার্ডিন দেস প্লান্টেসের কাছে অস্টারলিটজ ব্রিজে শুরু হবে ৷ পূর্ব থেকে পশ্চিমে স্যেন নদীর গতিপথ বরাবর যায়। নৌকায় থাকা ক্রীড়াবিদরা লা কনকর্ড আরবান পার্ক, ইনভালাইডস এবং গ্র্যান্ড প্যালাই-সহ বেশ কয়েকটি অলিম্পিক ভেন্যু দেখতে পাবেন । প্যারেডটি ইয়েনা সেতুতে শেষ হবে ৷ যা আইফেল টাওয়ারকে ট্রোকাডেরো জেলার সঙ্গে সংযুক্ত করে । অনুষ্ঠানের সমাপ্তি হবে ট্রোকাডেরোতে ৷ সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উদ্বোধনী বক্তব্য দেবেন । হিপহপ কিংবদন্তি স্নুপ ডগ অলিম্পিক মশাল বহন করবেন ৷

কঠিন চ্যালেঞ্জের সামনে লভলিনা, জারিন; কাদের বিরুদ্ধে নামবেন দেশের বক্সাররা ?

  • কতজন ক্রীড়াবিদ অংশ নেবেন ?

প্যারেড চলাকালীন প্রায় 10,500 ক্রীড়াবিদ বহনকারী প্রায় 94টি নৌকা স্যেন নদীতে ভাসবে । কুচকাওয়াজে প্রতিনিধিত্ব করা 206টি জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) মধ্যে বড় নামেদের জন্য আলাদা নৌকা থাকবে ৷ ছোট কমিটিগুলি নৌকা শেয়ার করবে ৷

  • উদ্বোধনী অনুষ্ঠান দেখার উপায়...

2024 প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে যেখানে বেশিরভাগ দর্শক বিনামূল্যে প্যারেড দেখতে পারবেন । অনুমান করা হয়েছে, এক লক্ষ চার হাজারটি পেইড টিকেট ছাড়াও দু’লক্ষ 22 হাজার টিকিট বিনামূল্যে পাওয়া যাবে । প্যারিসে যারা টিকিট পাননি, তারা শহর জুড়ে 80টি বিশাল স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন ।

ভারতে স্পোর্টস 18 টিভি চ্যানেলে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ৷ এছাড়াও মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারে জিও সিনেমায় অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং ভারতের সমস্ত খেলা দেখা যাবে ৷

অন্তর্ঘাত, পরিকল্পিত হামলা ! অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্তদ্ধ প্যারিসের হাইস্পিড রেল নেটওয়ার্ক

  • ভারতীয় ক্রীড়াবিদরা কী পরবেন ?

উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষদের জন্য কুর্তা-বান্দি সেট এবং মহিলারা শাড়ি পরবেন ৷ প্রত্যেকটি ড্রেস ডিজাইন করেছেন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি ৷ ঐতিহ্যবাহী ইক্কত প্রিন্ট এবং বেনারসি ব্রোকেডে ডিজাইন করা হয়েছে শাড়িগুলি ।

  • উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন ?

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডিয়ান গায়ক সেলিন ডিওন এবং মার্কিন পপ তারকা লেডি গাগা এডিথ পিয়াফের ক্লাসিক ‘লা ভি এন রোজ’ পরিবেশন করবেন ৷ এছাড়াও ডুয়া লিপা এবং আরিয়ানা গ্র্যান্ডে পারফর্ম করবেন ।

  • প্যারিস অলিম্পিক 2024 এর বিষয়...

প্যারিস 2024 অলিম্পিক্সের উপস্থাপনায় রয়েছে লিঙ্গ সমতা, উত্তরাধিকারের প্রতি প্রতিশ্রুতি ৷ গোটা গেমস জুড়েই এই দুই বিষয়কে হাইলাইট করা হবে । প্যারিস 2024 অলিম্পিক্সের স্লোগান ‘গেমস ওয়াইড ওপেন’ ৷

বৃষ্টির ভ্রূকুটি সত্ত্বেও বদলাচ্ছে না সেন নদীতে অলিম্পিক্স উদ্বোধনের সূচি

দু'অঙ্ক কি ছোঁবে পদকসংখ্যা? প্যারিসে ভারতের প্রত্যাশা যাঁদের ঘিরে

প্যারিস, 26 জুলাই: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্রেমের শহরে শুরু হল বিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ ক্রীড়া উৎসব ৷ প্যারিসের আইকনিক স্যেন নদীতে জমাটি শো’য়ে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স 2024 ৷ অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে ৷ আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে প্যারিসকে ৷

বিভিন্ন দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে অলিম্পিক্সে ৷ ভারতের হয়ে উদ্বোধনী প্যারেড তেরঙা বইবেন দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ৷

  • অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম যা যা...
  • স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান
  • নদীর উপর একটি অনুষ্ঠান
  • পরিসংখ্যান কী বলছে ?

94টি নৌকা: অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে ৷ স্যেন নদীতে হবে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান ৷ প্যারেড বহরে থাকবে 94টি নৌকা ৷ ছয় কিলোমিটার দীর্ঘপথ জুড়ে চলবে প্যারেড । 206টি জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) প্রতিনিধিত্ব করবে ৷ থাকবেন 10,500 ক্রীড়াবিদ ।

  • উদ্বোধনী অনুষ্ঠানের সময়...

উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় সময় রাত 11:00 টায় শুরু হবে ৷ চলবে তিন ঘন্টারও বেশি সময় ধরে ।

  • কোথায় হবে ?

প্যারেডটি জার্ডিন দেস প্লান্টেসের কাছে অস্টারলিটজ ব্রিজে শুরু হবে ৷ পূর্ব থেকে পশ্চিমে স্যেন নদীর গতিপথ বরাবর যায়। নৌকায় থাকা ক্রীড়াবিদরা লা কনকর্ড আরবান পার্ক, ইনভালাইডস এবং গ্র্যান্ড প্যালাই-সহ বেশ কয়েকটি অলিম্পিক ভেন্যু দেখতে পাবেন । প্যারেডটি ইয়েনা সেতুতে শেষ হবে ৷ যা আইফেল টাওয়ারকে ট্রোকাডেরো জেলার সঙ্গে সংযুক্ত করে । অনুষ্ঠানের সমাপ্তি হবে ট্রোকাডেরোতে ৷ সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উদ্বোধনী বক্তব্য দেবেন । হিপহপ কিংবদন্তি স্নুপ ডগ অলিম্পিক মশাল বহন করবেন ৷

কঠিন চ্যালেঞ্জের সামনে লভলিনা, জারিন; কাদের বিরুদ্ধে নামবেন দেশের বক্সাররা ?

  • কতজন ক্রীড়াবিদ অংশ নেবেন ?

প্যারেড চলাকালীন প্রায় 10,500 ক্রীড়াবিদ বহনকারী প্রায় 94টি নৌকা স্যেন নদীতে ভাসবে । কুচকাওয়াজে প্রতিনিধিত্ব করা 206টি জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) মধ্যে বড় নামেদের জন্য আলাদা নৌকা থাকবে ৷ ছোট কমিটিগুলি নৌকা শেয়ার করবে ৷

  • উদ্বোধনী অনুষ্ঠান দেখার উপায়...

2024 প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে যেখানে বেশিরভাগ দর্শক বিনামূল্যে প্যারেড দেখতে পারবেন । অনুমান করা হয়েছে, এক লক্ষ চার হাজারটি পেইড টিকেট ছাড়াও দু’লক্ষ 22 হাজার টিকিট বিনামূল্যে পাওয়া যাবে । প্যারিসে যারা টিকিট পাননি, তারা শহর জুড়ে 80টি বিশাল স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন ।

ভারতে স্পোর্টস 18 টিভি চ্যানেলে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ৷ এছাড়াও মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারে জিও সিনেমায় অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং ভারতের সমস্ত খেলা দেখা যাবে ৷

অন্তর্ঘাত, পরিকল্পিত হামলা ! অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্তদ্ধ প্যারিসের হাইস্পিড রেল নেটওয়ার্ক

  • ভারতীয় ক্রীড়াবিদরা কী পরবেন ?

উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষদের জন্য কুর্তা-বান্দি সেট এবং মহিলারা শাড়ি পরবেন ৷ প্রত্যেকটি ড্রেস ডিজাইন করেছেন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি ৷ ঐতিহ্যবাহী ইক্কত প্রিন্ট এবং বেনারসি ব্রোকেডে ডিজাইন করা হয়েছে শাড়িগুলি ।

  • উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন ?

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডিয়ান গায়ক সেলিন ডিওন এবং মার্কিন পপ তারকা লেডি গাগা এডিথ পিয়াফের ক্লাসিক ‘লা ভি এন রোজ’ পরিবেশন করবেন ৷ এছাড়াও ডুয়া লিপা এবং আরিয়ানা গ্র্যান্ডে পারফর্ম করবেন ।

  • প্যারিস অলিম্পিক 2024 এর বিষয়...

প্যারিস 2024 অলিম্পিক্সের উপস্থাপনায় রয়েছে লিঙ্গ সমতা, উত্তরাধিকারের প্রতি প্রতিশ্রুতি ৷ গোটা গেমস জুড়েই এই দুই বিষয়কে হাইলাইট করা হবে । প্যারিস 2024 অলিম্পিক্সের স্লোগান ‘গেমস ওয়াইড ওপেন’ ৷

বৃষ্টির ভ্রূকুটি সত্ত্বেও বদলাচ্ছে না সেন নদীতে অলিম্পিক্স উদ্বোধনের সূচি

দু'অঙ্ক কি ছোঁবে পদকসংখ্যা? প্যারিসে ভারতের প্রত্যাশা যাঁদের ঘিরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.