ETV Bharat / sports

পয়েন্ট খুইয়েও অবিচল 'লক্ষ্য', বেলজিয়ান প্রতিদ্বন্দ্বীকে ওড়ালেন স্ট্রেট সেটে - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

LAKSHYA REGISTERS ANOTHER VICTORY: প্রথম ম্যাচে জয়ের পরও কাটা গিয়েছে পয়েন্ট ৷ তাতেও কুছ পরোয়া নেহি ৷ লক্ষ্যে অবিচল থেকে অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে আনলেন সেন ৷ ভারতীয় শাটলার জিতলেন স্ট্রেট গেমে ৷

LAKSHYA SEN
লক্ষ্য সেন (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 9:18 PM IST

Updated : Jul 29, 2024, 9:24 PM IST

প্যারিস, 29 জুলাই: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার অনেক আগেই বয়ে এসেছিল দুঃসংবাদটা ৷ প্রথম ম্যাচে হারানো গুয়াতেমালার কেভিন কর্ডন চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায় অর্জিত পয়েন্ট কাটা যায় তাঁর নামের পাশ থেকে ৷ তবু দ্বিতীয় ম্যাচে ফোকাস বজায় রেখে সহজ জয় তুলে নিলেন লক্ষ্য সেন ৷ সোমবার বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগিকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ভারতীয় শাটলার ৷ তিনি জিতলেন 21-19, 21-14 ব্যবধানে ৷

শূন্য থেকে শুরু করে এদিন প্রথম সেটে ব়্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা জুলিয়েনের দারুণ লড়াইয়ের সামনে পড়েন লক্ষ্য ৷ একপ্রকার সমানে সমানেই এগোচ্ছিলেন দু'জনে ৷ একসময় 18-18 পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী শাটলার ৷ কিন্তু সুকৌশলে প্রথম সেট 21-19 ব্যবধান বের করে নেন আলমোরার শাটলার ৷ বিশ্বের 52 নম্বরকে হারাতে এদিন 40 মিনিটের কিছু বেশি সময় নেন 18 নম্বর লক্ষ্য ৷

তবে দ্বিতীয় সেটে জয় অনেকটা সহজেই আসে ভারতীয় শাটলারের ৷ প্রথম গেমে রুদ্ধশ্বাস জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দ্বিতীয় গেমের শুরু থেকেই কোর্টে ঝড় তোলেন লক্ষ্য ৷ ফলও মেলে হাতেনাতে ৷ দ্বিতীয় গেমের বিরতিতে 11-4 পয়েন্টে এগিয়ে যান তিনি ৷ এরপর জয়টা অনেক সহজ হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ীর জন্য ৷ শেষ পর্যন্ত মোমেন্টাম ধরে রেখে 21-14 ব্যবধানে দ্বিতীয় গেম এবং ম্যাচ নিজের নামে করে নেন লক্ষ্য ৷

শনিবার অলিম্পিক্স আত্মপ্রকাশে গুয়াতেমালার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন লক্ষ্য ৷ কিন্তু সেই ম্যাচের পরই গুয়াতেমালার প্রতিদ্বন্দ্বী কনুইয়ের চোটে নাম প্রত্যাহার করলে কপাল পোড়ে ভারতীয় শাটলারের ৷ গেমসের নিয়ম মেনে তাঁর প্রথম ম্যাচে সব রেকর্ড মুছে যায় ৷ খোয়াতে হয় পয়েন্টও ৷ পাশাপাশি বাকিদের তুলনায় একটি করে ম্যাচে বেশি খেলতে হচ্ছে লক্ষ্যকে ৷ যদিও এদিনের ম্যাচে সেই প্রভাব পড়তে দিলেন না গত এশিয়াডের রুপোজয়ী ৷

প্যারিস, 29 জুলাই: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার অনেক আগেই বয়ে এসেছিল দুঃসংবাদটা ৷ প্রথম ম্যাচে হারানো গুয়াতেমালার কেভিন কর্ডন চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায় অর্জিত পয়েন্ট কাটা যায় তাঁর নামের পাশ থেকে ৷ তবু দ্বিতীয় ম্যাচে ফোকাস বজায় রেখে সহজ জয় তুলে নিলেন লক্ষ্য সেন ৷ সোমবার বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগিকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ভারতীয় শাটলার ৷ তিনি জিতলেন 21-19, 21-14 ব্যবধানে ৷

শূন্য থেকে শুরু করে এদিন প্রথম সেটে ব়্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা জুলিয়েনের দারুণ লড়াইয়ের সামনে পড়েন লক্ষ্য ৷ একপ্রকার সমানে সমানেই এগোচ্ছিলেন দু'জনে ৷ একসময় 18-18 পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী শাটলার ৷ কিন্তু সুকৌশলে প্রথম সেট 21-19 ব্যবধান বের করে নেন আলমোরার শাটলার ৷ বিশ্বের 52 নম্বরকে হারাতে এদিন 40 মিনিটের কিছু বেশি সময় নেন 18 নম্বর লক্ষ্য ৷

তবে দ্বিতীয় সেটে জয় অনেকটা সহজেই আসে ভারতীয় শাটলারের ৷ প্রথম গেমে রুদ্ধশ্বাস জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দ্বিতীয় গেমের শুরু থেকেই কোর্টে ঝড় তোলেন লক্ষ্য ৷ ফলও মেলে হাতেনাতে ৷ দ্বিতীয় গেমের বিরতিতে 11-4 পয়েন্টে এগিয়ে যান তিনি ৷ এরপর জয়টা অনেক সহজ হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ীর জন্য ৷ শেষ পর্যন্ত মোমেন্টাম ধরে রেখে 21-14 ব্যবধানে দ্বিতীয় গেম এবং ম্যাচ নিজের নামে করে নেন লক্ষ্য ৷

শনিবার অলিম্পিক্স আত্মপ্রকাশে গুয়াতেমালার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন লক্ষ্য ৷ কিন্তু সেই ম্যাচের পরই গুয়াতেমালার প্রতিদ্বন্দ্বী কনুইয়ের চোটে নাম প্রত্যাহার করলে কপাল পোড়ে ভারতীয় শাটলারের ৷ গেমসের নিয়ম মেনে তাঁর প্রথম ম্যাচে সব রেকর্ড মুছে যায় ৷ খোয়াতে হয় পয়েন্টও ৷ পাশাপাশি বাকিদের তুলনায় একটি করে ম্যাচে বেশি খেলতে হচ্ছে লক্ষ্যকে ৷ যদিও এদিনের ম্যাচে সেই প্রভাব পড়তে দিলেন না গত এশিয়াডের রুপোজয়ী ৷

Last Updated : Jul 29, 2024, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.