নয়াদিল্লি, 10 অগস্ট: পাঁচ দশকেরও বেশি সময় পর অলিম্পিক্সে পদক ধরে রাখতে সফল ভারতীয় হকি দল ৷ স্বাভাবিকভাবেই শনিবার দেশে ফেরা হরমনপ্রীত, মনদীপদের বরণ করে নিলেন উৎসুক অনুরাগীরা ৷ ঢাক, ঢোল সহযোগে এদিন সকালে দিল্লি বিমানবন্দরে প্রস্তুত ছিল বরণের মঞ্চ ৷ হকি দল বিমানবন্দরে পৌঁছতেই দ্বিগুণ হল সেলিব্রেশনের আনন্দ ৷ ঢোলের বাদ্যিতে পা মেলালেন হকি প্লেয়াররা ৷ তবে সেলিব্রেশনের মাঝেও লক্ষ্য বেঁধে দিলেন জারমনপ্রীতরা ৷
হরমনপ্রীত বললেন দায়িত্ব বেড়ে গেল: 10 গোল করে প্রতিযোগিতায় সর্বাধিক গোলদাতা হয়েছেন হরমনপ্রীত সিং ৷ যিনি ভারতীয় দলের অধিনায়কও বটে ৷ টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ে হরমনের ভূমিকা অনস্বীকার্য ৷ দেশে ফিরে ভারত অধিনায়ক জানালেন দায়িত্ব বেড়ে গেল ৷ হরমনপ্রীত এদিন বলেন, "লক্ষ্য ছিল সোনা জয়, কিন্তু সেটা হয়নি ৷ তবে আমরা খালি হাতেও ফিরিনি ৷ টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি হয়েছে ৷" কেন্দ্রীয় সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশংসাও করেন ভারত অধিনায়ক ৷ একইসঙ্গে বলেন, "যে ভালোবাসা হকিকে অনুরাগীরা দিচ্ছেন তাতে দায়িত্ব বেড়ে গেল ৷"
#WATCH | Captain of the Indian Hockey team, Harmanpreet Singh says, " medal is a medal and to win it for the country is a big thing. we tried to get to the final and win gold, but unfortunately, our dream wasn't fulfilled. but, we aren't returned empty-handed, winning medals… https://t.co/DRVSYhYLww pic.twitter.com/J6ctNLwLVv
— ANI (@ANI) August 10, 2024
কোচের প্রশংসা জারমনপ্রীতের: ভারতের পদকজয়ের পিছনে কোচ ক্রেগ ফুলটনকে কৃতিত্ব দিলেন ডিফেন্ডার জারমনপ্রীত সিং ৷ দেড় বছরেরও কম সময় দায়িত্ব নিয়ে অলিম্পিক্সে পদক দেওয়া মুখের কথা নয় ৷ জারমনপ্রীত তাই বলেন, "ক্রেগের চিন্তাভাবনা অনেকটা আলাদা ৷ ও আসার পর অনেক বদল এসেছে দলে ৷ আমরা এখন অনেকরকম পরিকল্পনা করে খেলি ৷ প্রতিপক্ষকে নিয়ে বিস্তারিত কাটাছেঁড়া করে রণকৌশল সাজানোর ব্য়াপারে অনেক সুবিধা হচ্ছে ৷" একইসঙ্গে আগামী অলিম্পিক্সে সোনাজয়ের লক্ষ্য বেঁধে দেন তিনি ৷
#WATCH | Delhi: Indian hockey player Jarmanpreet Singh says, " ...the new indian hockey coach has played a big role in the success of our team...we will ensure that we win the gold medal in the olympics 2028" pic.twitter.com/Veauwzd71Z
— ANI (@ANI) August 10, 2024
52 বছর বাদে হকিতে ইতিহাস: এর আগে 1968 সালে মেক্সিকো এবং 1972 সালে মিউনিখে শেষবার টানা পদক জিতেছিল ভারত ৷ 52 বছর পর ফিরেছে সেই ইতিহাস ৷ টোকিয়োয় ব্রোঞ্জের পর প্যারিসেও পোডিয়াম ফিনিশ করল ভারতীয় হকি দল ৷
স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ: বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের পথে স্পেনকে হারায় ভারত ৷ পিছিয়ে পড়েও বাজিমাত করে 'মেন ইন ব্লু' ৷ পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করে দেশকে ব্রোঞ্জ এনে দেন হরমনপ্রীত সিং ৷