ETV Bharat / sports

প্য়ারিসে পদক জিতেও খুশি নন, ইটিভি ভারতকে জানালেন সরবজোৎ - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Bronze Medalist Sarabjot Singh Interview: কঠোর পরিশ্রমেই লুকিয়ে সাফল্যের চাবিকাঠি ৷ আগামী প্রজন্মের শুটারদের জন্য মন্ত্র দিলেন সরবজোৎ সিং ৷ দেশে ফিরে এদিন সরবজোৎ মুখোমুখি হয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধির ৷

SARABJOT SINGH AND MANU BHAKER
মনু ভাকেরের সঙ্গে সরবজোৎ পদকজয়ের পর (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 8:10 PM IST

দেরাদুন, 3 অগস্ট: ষষ্ঠ ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্স থেকে দেশকে পদক দিয়েছেন তিনি ৷ অভিষেক অলিম্পিক্সে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জয়ের পর দেশে ফিরেছেন সরবজোৎ সিং ৷ দেশে ফিরে গ্র্য়ান্ড ওয়েলকামও পেয়েছেন হরিয়ানা শুটার ৷ কিন্তু প্য়ারিসে তাঁর পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট ৷ দেরাদুনে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে সব কথা জানালেন শুটিংয়ের নয়া তারা ৷

আট বছরের পরিশ্রমের ফল: সরবজোৎ জানালেন টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেও প্য়ারিসে নিজের পারফরম্যান্সে খুশি নন তিনি ৷ আট বছর ধরে অলিম্পিক্সে পদকজয়ের প্রস্ততি নিয়েছেন বলে ইটিভি ভারতকে জানান তিনি ৷ তিনি এও জানালেন, বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন তাঁর বরাবর ছিল ৷ তবে অলিম্পিক্স শুটিং রেঞ্জে গিয়ে পদকের কথা ভুলে নিজের গেমে ফোকাস করেছিলেন ৷ সরবজোৎ এও জানান, শুটিংয়ের জন্য তাঁকে বহু বাধার সম্মুুখীন হতে হয়েছে, কিন্তু কঠোর পরিশ্রমেই সব বাধা পেরিয়েছেন তিনি ৷

ফুটবল প্রিয় সরবজোৎ: স্কুলজীবনে প্রথমে ফুটবলের সঙ্গে অন্তরঙ্গতা ছিল হরিয়ানা শুটারের ৷ কিন্তু তাঁকে হঠাৎ শুটিংয়ে ডাকা হয় একদিন এবং তিনি শুটিং শুরু থেকেই উপভোগ করতে শুরু করেন ৷ অনুশীলনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ শুরু করেন বলেও ইটিভিকে জানান সরবজোৎ ৷ আপাতত পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে ন্য়াশনাল গেমসের প্রস্তুতি শুরু করবেন বলেও জানান ব্রোঞ্জজয়ী ৷

সাফল্যের সঙ্গে ব্যর্থতাও লেখা হয়ে থাকে ডায়েরিতে: সরবজোতের কথায়, পদক জয়ের পর সকলে আমায় দেখেছে এবং চিনেছে ৷ কিন্তু এর পিছনে প্রচুর পরিশ্রম রয়েছে ৷ তিনি জানান, আমি টানা 8 বছর এই পদকের জন্য খেটেছি ৷ এই দিনটা দেখার জন্য আমি দিনরাত পরিশ্রম করে গিয়েছি শেষ কয়েকটা বছর ৷ কোনওদিন অনুশীলনে কিছু মিস হয়ে গেলে পরবর্তী দিন সেই ঘাটতি পুষিয়ে নিতেন বলে জানান সরবজোৎ ৷

নয়া প্রজন্মের জন্য বার্তা: সরবজোৎ জানান, অনেক অ্যাথলিট রোজকার একঘেঁয়ে রুটিনে হাঁপিয়ে ওঠেন ৷ মনে করেন একই রুটিনে নতুন কিছু নেই ৷ কিন্তু তিনি রোজকার রুটিন থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করেন ৷ প্য়ারিসে পদক তারই ফসল ৷ একইসঙ্গে ফলাফল যাইহোক, পিছনে তাকাতে নিষেধ করেছেন সরবজোৎ ৷ একইসঙ্গে তিনি জানান, কঠোর পরিশ্রমেই লুকিয়ে সাফল্যের চাবিকাঠি ৷

দেরাদুন, 3 অগস্ট: ষষ্ঠ ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্স থেকে দেশকে পদক দিয়েছেন তিনি ৷ অভিষেক অলিম্পিক্সে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জয়ের পর দেশে ফিরেছেন সরবজোৎ সিং ৷ দেশে ফিরে গ্র্য়ান্ড ওয়েলকামও পেয়েছেন হরিয়ানা শুটার ৷ কিন্তু প্য়ারিসে তাঁর পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট ৷ দেরাদুনে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে সব কথা জানালেন শুটিংয়ের নয়া তারা ৷

আট বছরের পরিশ্রমের ফল: সরবজোৎ জানালেন টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেও প্য়ারিসে নিজের পারফরম্যান্সে খুশি নন তিনি ৷ আট বছর ধরে অলিম্পিক্সে পদকজয়ের প্রস্ততি নিয়েছেন বলে ইটিভি ভারতকে জানান তিনি ৷ তিনি এও জানালেন, বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন তাঁর বরাবর ছিল ৷ তবে অলিম্পিক্স শুটিং রেঞ্জে গিয়ে পদকের কথা ভুলে নিজের গেমে ফোকাস করেছিলেন ৷ সরবজোৎ এও জানান, শুটিংয়ের জন্য তাঁকে বহু বাধার সম্মুুখীন হতে হয়েছে, কিন্তু কঠোর পরিশ্রমেই সব বাধা পেরিয়েছেন তিনি ৷

ফুটবল প্রিয় সরবজোৎ: স্কুলজীবনে প্রথমে ফুটবলের সঙ্গে অন্তরঙ্গতা ছিল হরিয়ানা শুটারের ৷ কিন্তু তাঁকে হঠাৎ শুটিংয়ে ডাকা হয় একদিন এবং তিনি শুটিং শুরু থেকেই উপভোগ করতে শুরু করেন ৷ অনুশীলনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ শুরু করেন বলেও ইটিভিকে জানান সরবজোৎ ৷ আপাতত পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে ন্য়াশনাল গেমসের প্রস্তুতি শুরু করবেন বলেও জানান ব্রোঞ্জজয়ী ৷

সাফল্যের সঙ্গে ব্যর্থতাও লেখা হয়ে থাকে ডায়েরিতে: সরবজোতের কথায়, পদক জয়ের পর সকলে আমায় দেখেছে এবং চিনেছে ৷ কিন্তু এর পিছনে প্রচুর পরিশ্রম রয়েছে ৷ তিনি জানান, আমি টানা 8 বছর এই পদকের জন্য খেটেছি ৷ এই দিনটা দেখার জন্য আমি দিনরাত পরিশ্রম করে গিয়েছি শেষ কয়েকটা বছর ৷ কোনওদিন অনুশীলনে কিছু মিস হয়ে গেলে পরবর্তী দিন সেই ঘাটতি পুষিয়ে নিতেন বলে জানান সরবজোৎ ৷

নয়া প্রজন্মের জন্য বার্তা: সরবজোৎ জানান, অনেক অ্যাথলিট রোজকার একঘেঁয়ে রুটিনে হাঁপিয়ে ওঠেন ৷ মনে করেন একই রুটিনে নতুন কিছু নেই ৷ কিন্তু তিনি রোজকার রুটিন থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করেন ৷ প্য়ারিসে পদক তারই ফসল ৷ একইসঙ্গে ফলাফল যাইহোক, পিছনে তাকাতে নিষেধ করেছেন সরবজোৎ ৷ একইসঙ্গে তিনি জানান, কঠোর পরিশ্রমেই লুকিয়ে সাফল্যের চাবিকাঠি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.