ETV Bharat / sports

জমকালো উদ্বোধনে হিন্দি ভাষাকে বিশেষ সম্মান প্যারিস অলিম্পিক্স কমিটির - PARIS OLYMPICS 2024

HINDI GET RARE HONOR DURING OLYMPICS OPENING CEREMONY: শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মহিলাদের সমর্থনে 'সিস্টারহুড' নামে একটি বিশেষ পর্ব দেখানো হয় ৷ যেখানে নারীদের অধিকার রক্ষায় ফ্রান্স কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরা হয় ৷ সে সময়ই ইনফোগ্রাফিক্সে আরও 5টি ভাষার সঙ্গে ফুটে ওঠে হিন্দি ভাষায় লেখা ৷

PARIS OLYMPICS OPENING CEREMONY
উদ্বোধনে হিন্দি ভাষাকে বিশেষ সম্মান (এএফপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 5:19 PM IST

প্যারিস, 27 জুলাই: উদ্বোধনে হিন্দি ভাষাকে বিশেষ সম্মান জানাল প্যারিস অলিম্পিক্স কমিটি ৷ প্রথা বদলে স্টেডিয়ামের বদলে শুক্রবার স্যেন নদীবক্ষে অলিম্পিক্সের জমকালো উদ্বোধন দেখেছে প্য়ারিস-সহ সমগ্র বিশ্ব ৷ আর সেই জমকালো অনুষ্ঠানের মাঝেই বিশেষ জায়গা করে নিল হিন্দি ৷

ফ্রান্সের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদিন প্যারিস উদ্বোধনের পরতে পরতে ফুটে ওঠে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মহিলাদের সমর্থনে 'সিস্টারহুড' নামে একটি বিশেষ পর্বও দেখানো হয় ৷ যেখানে নারীদের অধিকার রক্ষায় ফ্রান্স কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরা হয় ৷ সে সময়ই ইনফোগ্রাফিক্সে ফুটে ওঠে হিন্দি লেখা ৷ যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

  • বোধনে হতাশা শুটিংয়ে, অল্পের জন্য ফাইনাল হাতছাড়া রমিতা-অর্জুন ও সরবজোতের

ইনফোগ্রাফিক্সে স্থান করে নেয় 6টি ভাষা, তার মধ্যে হিন্দি একটি ৷ অনেকে বিষয়টিকে ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় অবস্থান হিসেবে দেখলেও ভারতীয় হিসেবে যে ঘটনাটি নিঃসন্দেহে গর্বের, তা বলার অপেক্ষা রাখে না ৷ উল্লেখ্য, অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হল কোনও নদীবক্ষে ৷ 85টি নৌকায় দু'শোরও বেশি দেশের প্রায় 6,800 অ্যাথলিটকে প্যারাডে অংশগ্রহণ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করে প্যারিস অলিম্পিক্স কমিটি ৷

পূর্বাভাস মত এদিন সন্ধ্যায় প্যারিসে বৃষ্টি নামে ৷ তবে বৃষ্টিস্নাত হয়েই অভিনব কায়দায় উদ্বোধনী অনুষ্ঠান তারিয়ে তারিয়ে উপভোগ করেন প্রায় 3 লক্ষ 20 হাজার দর্শক ৷ ভারতের হয়ে 117 জন অ্যাথলিট এবার অলিম্পিক্সে অংশ নিলেও শুক্রবার উদ্বোধনে অংশগ্রহণ করেন 78 জন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা ছিল দু'বারের পদকজয়ী শাটলার পিভি সিন্ধু এবং অভিজ্ঞ প্যাডলার শরথ কমলের হাতে ৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তেরঙা পাঞ্জাবী এবং শাড়িতে সেজেছিলেন অ্যাথলিট এবং অফিসিয়ালরা ৷

প্যারিস, 27 জুলাই: উদ্বোধনে হিন্দি ভাষাকে বিশেষ সম্মান জানাল প্যারিস অলিম্পিক্স কমিটি ৷ প্রথা বদলে স্টেডিয়ামের বদলে শুক্রবার স্যেন নদীবক্ষে অলিম্পিক্সের জমকালো উদ্বোধন দেখেছে প্য়ারিস-সহ সমগ্র বিশ্ব ৷ আর সেই জমকালো অনুষ্ঠানের মাঝেই বিশেষ জায়গা করে নিল হিন্দি ৷

ফ্রান্সের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদিন প্যারিস উদ্বোধনের পরতে পরতে ফুটে ওঠে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মহিলাদের সমর্থনে 'সিস্টারহুড' নামে একটি বিশেষ পর্বও দেখানো হয় ৷ যেখানে নারীদের অধিকার রক্ষায় ফ্রান্স কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরা হয় ৷ সে সময়ই ইনফোগ্রাফিক্সে ফুটে ওঠে হিন্দি লেখা ৷ যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

  • বোধনে হতাশা শুটিংয়ে, অল্পের জন্য ফাইনাল হাতছাড়া রমিতা-অর্জুন ও সরবজোতের

ইনফোগ্রাফিক্সে স্থান করে নেয় 6টি ভাষা, তার মধ্যে হিন্দি একটি ৷ অনেকে বিষয়টিকে ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় অবস্থান হিসেবে দেখলেও ভারতীয় হিসেবে যে ঘটনাটি নিঃসন্দেহে গর্বের, তা বলার অপেক্ষা রাখে না ৷ উল্লেখ্য, অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হল কোনও নদীবক্ষে ৷ 85টি নৌকায় দু'শোরও বেশি দেশের প্রায় 6,800 অ্যাথলিটকে প্যারাডে অংশগ্রহণ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করে প্যারিস অলিম্পিক্স কমিটি ৷

পূর্বাভাস মত এদিন সন্ধ্যায় প্যারিসে বৃষ্টি নামে ৷ তবে বৃষ্টিস্নাত হয়েই অভিনব কায়দায় উদ্বোধনী অনুষ্ঠান তারিয়ে তারিয়ে উপভোগ করেন প্রায় 3 লক্ষ 20 হাজার দর্শক ৷ ভারতের হয়ে 117 জন অ্যাথলিট এবার অলিম্পিক্সে অংশ নিলেও শুক্রবার উদ্বোধনে অংশগ্রহণ করেন 78 জন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা ছিল দু'বারের পদকজয়ী শাটলার পিভি সিন্ধু এবং অভিজ্ঞ প্যাডলার শরথ কমলের হাতে ৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তেরঙা পাঞ্জাবী এবং শাড়িতে সেজেছিলেন অ্যাথলিট এবং অফিসিয়ালরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.