হুলুনবুইর (চিন), 17 সেপ্টেম্বর: নিজেরা ফাইনালে পৌঁছতে পারেননি ৷ তাই খেতাব জয়ের ম্য়াচে ভারতের বিরুদ্ধে গিয়ে চিনের পতাকা ওড়ালেন পাকিস্তানের হকি প্লেয়াররা ৷ মঙ্গলবার চিনের মাটিতে ছিল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৷ যে ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আয়োজক দেশের ৷ সেই ম্যাচে দেখতে স্ট্যান্ডে হাজির ছিলেন পাকিস্তানের প্লেয়াররা ৷ প্লেয়ারদের কয়েকজনকে চিনের ফ্ল্যাগ হাতে সমর্থন করতে দেখা যায় ৷ যে ঘটনায় বেজায় ট্রল হতে হল পাকিস্তানকে ৷
গ্রুপ পর্বের শেষ ম্য়াচে গত 14 সেপ্টেম্বর পাকিস্তানকে হারায় ভারত ৷ দু'দলের জটিল কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি হারের হতাশা থেকেই সম্ভবত ফাইনালে চিনের সমর্থনে সেদেশের পতাকা নাড়তে দেখা গিয়েছে পাকিস্তান প্লেয়ারদের ৷ কিন্তু বিষয় হল, সেমিফাইনালে চিনের কাছে হেরেই ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় দু'বারের চ্যাম্পিয়নদের ৷ স্বাভাবিকভাবে চিনের পতাকা হাতে পাকিস্তান প্লেয়ারদের দেখে তাঁদের ট্রল করতে ছাড়েনি নেটিজেনরা ৷
The Pakistani team was here to support China in the Finals, But they had to witness the India lifting trophy for a record 5th 🇮🇳🏆
— The Khel India (@TheKhelIndia) September 17, 2024
THE PERFECT MOMENT EXIST 🙃#AsianChampionsTrophy2024 pic.twitter.com/uoJrOEhoay
পাকিস্তানের মুখ আরও পুড়েছে ফাইনালে চিনকে হারিয়ে ভারত খেতাব জিত নেওয়ায় ৷ যুগরাজ সিংয়ের গোলে চিনকে হারিয়ে এদিন পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত ৷ তারপরই সোশাল মিডিয়ায় পাক প্লেয়ারদের কীর্তি ট্রলের মুখে পড়ে ৷ কেউ লেখেন, "এরকম সমর্থনের পরেও চিন ভারতের কাছে হেরে যাওয়ায় আগামিকাল পাকিস্তানজুড়ে শোক পালন হবে ৷" তো কেউ লেখেন, "পাকিস্তানের যে সকল প্লেয়ার আজ চিনকে সমর্থন করেছিল তাঁদের জন্য কষ্ট হচ্ছে ৷ সে যাইহোক ভারত টানা দ্বিতীয়বারের জন্য প্রতিযোগিতায় চ্য়াম্পিয়ন ৷"
India thrashed China in China to win Hockey Asian Champions Trophy for a record 5th time.
— Johns (@JohnyBravo183) September 17, 2024
Pakistan in state of mourning. pic.twitter.com/l9fjwlwjH0
চিনের কাছে হেরে ফাইনালে পৌঁছতে না-পারলেও পাকিস্তান মঙ্গলবার তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচে কোরিয়াকে হারিয়েছে ৷ একপেশে ম্যাচে 5-2 গোলে জিতে ব্রোঞ্জ নিশ্চিত করেছে তারা ৷ রাউন্ড-রবিন পর্বে ভারতের কাছে 1-3 গোলে হেরেছিল তাঁরা ৷