মুম্বই, 3 নভেম্বর: নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেল টিম ইন্ডিয়া ৷ তৃতীয়দিন সকালে নিজেদের পছন্দসই ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্য়াটিং ৷ আজাজ প্য়াটেল ও গ্লেন ফিলিপসের স্পিনের ভেলকিতে ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে ৷ 147 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 121 রানে গুটিয়ে গেল ভারতের তারকাখচিত ব্য়াটিং লাইন-আপ ৷ ভারত হারল 25 রানে ৷
সেইসঙ্গে 92 বছরে প্রথমবার ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে চুনকাম হতে হল ভারতকে ৷ এদিন দিনের তৃতীয় ওভারে নিউজিল্য়ান্ডের অবশিষ্ট একটি উইকেটের পতন হয় ৷ আজাজ প্য়াটেলকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংস পাঁচ এবং সেইসঙ্গে ম্য়াচে 10 উইকেট ঝুলিতে পুরে নেন রবীন্দ্র জাদেজা ৷ ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 147 ৷ আপাতভাবে সহজ মনে হলেও ওয়াংখেড়ে স্লো-টার্নিং পিচে এই রান ভারতের সামনে ছিল পাহাড়প্রমাণ ৷ তাছাড়া চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে এর আগে ওয়াংখেড়েতে জয়ের নজিরও ছিল না ভারতের ঝুলিতে ৷
New Zealand wrap up a remarkable Test series with a 3-0 whitewash over India following a thrilling win in Mumbai 👏 #WTC25 | 📝 #INDvNZ: https://t.co/XMfjP9Wm9s pic.twitter.com/vV9OwFnObv
— ICC (@ICC) November 3, 2024
রান তাড়া করতে নেমে জন্মসূত্রে মুম্বইকর আজাজ প্যাটেলের সামনে প্রকট হয় ভারতীয় ব্য়াটিংয়ের কঙ্কালসার চেহারা ৷ যিনি আবার প্রথমে অবশ্য রোহিত শর্মাকে (11) ফেরান ম্য়াট হেনরি ৷ এরপর ওয়াংখেড়েতে শুরু প্যাটেল রাজ ৷ একে একে শুভমন গিল (1), বিরাট কোহলি (1), সরফরাজ খান (1), রবীন্দ্র জাদেজার (6) উইকেট তুলে নিয়ে ভারতকে লজ্জার দিকে ঠেলে দেন বাঁ-হাতি স্পিনার ৷ যশস্বীকে পাঁচ রানে ফেরান ফিলিপস ৷ মধ্যাহ্নভোজের আগেই বিপক্ষের ছয় উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তা সাফ করে রেখেছিল কিউয়িরা ৷
#TeamIndia came close to the target but it's New Zealand who win the Third Test by 25 runs.
— BCCI (@BCCI) November 3, 2024
Scorecard - https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/4BoVWm5HQP
অর্ধশতরান করে একা কুম্ভে লড়াই চালাচ্ছিলেন ঋষভ পন্ত ৷ কিন্তু বিরতির পর আজাজ প্য়াটেলের স্পিনে তাঁর প্রতিরোধও ব্যর্থ হয় ৷ 64 রানে পন্ত ফিরে যেতে ভারতের হোয়াইটওয়াশ নিশ্চিত হয়ে যায় ৷ ভারতীয় স্টাম্পার-ব্য়াটারের আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত থাকলেও তাতে কিউয়িদের কীর্তি এতটুকু খাটো হবার নয় ৷ রবি অশ্বিন (8) ও আকাশদীপকে (0) ফিরিয়ে আজাজকে সঙ্গ দেন ফিলিপস ৷ এরপর ওয়াশিংটন সুন্দরকে 12 রানে ফিরিয়ে মধুর পরিসমাপ্তি ঘটান সেই আজাজ ৷ ম্য়াচে 11 উইকেট নিয়ে সেরা কিউয়ি স্পিনারই ৷ হারের ফলে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে নেমে গেল টিম ইন্ডিয়া ৷