ETV Bharat / sports

বুমরা চ্য়ালেঞ্জ সামলাতে ভিডিয়ো দেখে প্রস্তুতি নয়া অজি ওপেনারের - BORDER GAVASKAR TROPHY

বর্ডার-গাভাসকর ট্রফিতে অজি দলে নয়া ওপেনিং কম্বিনেশন ৷ উসমান খোয়াজার সঙ্গে জুটি বাঁধতে কেমন প্রস্তুতি নিচ্ছেন নয়া অজি ওপেনার?

JASPRIT BUMRAH
জসপ্রীত বুমরা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 12, 2024, 5:18 PM IST

পারথ, 12 নভেম্বর: ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডেভিড ওয়ার্নারের জুতোয় পা গলাতে চলেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা গগনচুম্বী ৷ আর সেই প্রত্যাশার মুখোমুখি হয়ে ন্য়াথন ম্য়াকসুইনে আসন্ন সিরিজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন জসপ্রীত বুমরাহকে ৷ গুজরাত পেসার-সহ অন্যান্যদের বোলিং অ্যাকশনের ভিডিয়ো দেখেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করছেন কুইন্সল্য়ান্ড ক্রিকেটার ৷

ডেভিড ওয়ার্নারের অবসরের পর পাকাপাকিভাবে একজন ওপেনারে খোঁজে ছিল অস্ট্রেলিয়া ৷ স্টিভ স্মিথ স্টপগ্য়াপ হিসেবে কাজ চালালেও বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে ওপেনে উসমান খোয়াজার সঙ্গী হিসেবে ম্য়াকসুইনেকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ শেফিল্ড শিল্ডে নজরকাড়া পারফরম্য়ান্সের পাশাপাশি সম্প্রতি ভারতীয়-এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে অস্ট্রেলিয়া-এ'র হয়ে নজর কেড়েছেন তিনি ৷ তারই ফলশ্রুতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর অন্তর্ভুক্তি ৷ সিরিজ শুরুর আগে সেই ম্য়াকসুইনে প্রতিপক্ষ বোলার হিসেবে বুমরাকেই সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ বলছেন ৷

NATHAN MCSWEENEY
ন্য়াথন ম্য়াকসুইনে (AP Photo)

25 বছরের অজি ব্য়াটার সিরিজ শুরুর আগে সেদেশের এক রেডিয়ো স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ওর (বুমরার) অ্যাকশন নকল করা খুবই কঠিন ৷ তবে নিঃসন্দেহে সেটা সকলের চেয়ে আলাদা ৷ ও বিশ্বের অন্যতম সেরা বোলার ৷" তবে বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজের সামনাসামনি হতেও মুখিয়ে ভারতীয়-এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া-এ দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার ৷ আর প্রস্তুতির অংশ হিসেবে তিনি ভারতীয় বোলারদের বোলিং ভিডিয়ো দেখছেন বলেও জানান ম্যাকসুইনে ৷

তিনি বলেন, "ভারতের বোলিং আক্রমণ বুঝতে আমাকে বেশ কিছু ভিডিয়ো দেখতে হয়েছে ৷ আমি মনে মনে কল্পনা করছি কীভাবে তা সামলাব ৷ নতুন বোলারের সামনাসামনি হওয়া এবং তাঁদের বোলিং অ্য়াকশনে সড়গড় হওয়া বেশ চ্য়ালেঞ্জিং ৷" গত রবিবারই বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ যেখানে ম্য়াকসুইনে ছাড়াও স্কোয়াডে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন স্টাম্পার-ব্যাটার জস ইংলিস ৷

পারথ, 12 নভেম্বর: ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডেভিড ওয়ার্নারের জুতোয় পা গলাতে চলেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা গগনচুম্বী ৷ আর সেই প্রত্যাশার মুখোমুখি হয়ে ন্য়াথন ম্য়াকসুইনে আসন্ন সিরিজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন জসপ্রীত বুমরাহকে ৷ গুজরাত পেসার-সহ অন্যান্যদের বোলিং অ্যাকশনের ভিডিয়ো দেখেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করছেন কুইন্সল্য়ান্ড ক্রিকেটার ৷

ডেভিড ওয়ার্নারের অবসরের পর পাকাপাকিভাবে একজন ওপেনারে খোঁজে ছিল অস্ট্রেলিয়া ৷ স্টিভ স্মিথ স্টপগ্য়াপ হিসেবে কাজ চালালেও বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে ওপেনে উসমান খোয়াজার সঙ্গী হিসেবে ম্য়াকসুইনেকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ শেফিল্ড শিল্ডে নজরকাড়া পারফরম্য়ান্সের পাশাপাশি সম্প্রতি ভারতীয়-এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে অস্ট্রেলিয়া-এ'র হয়ে নজর কেড়েছেন তিনি ৷ তারই ফলশ্রুতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর অন্তর্ভুক্তি ৷ সিরিজ শুরুর আগে সেই ম্য়াকসুইনে প্রতিপক্ষ বোলার হিসেবে বুমরাকেই সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ বলছেন ৷

NATHAN MCSWEENEY
ন্য়াথন ম্য়াকসুইনে (AP Photo)

25 বছরের অজি ব্য়াটার সিরিজ শুরুর আগে সেদেশের এক রেডিয়ো স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ওর (বুমরার) অ্যাকশন নকল করা খুবই কঠিন ৷ তবে নিঃসন্দেহে সেটা সকলের চেয়ে আলাদা ৷ ও বিশ্বের অন্যতম সেরা বোলার ৷" তবে বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজের সামনাসামনি হতেও মুখিয়ে ভারতীয়-এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া-এ দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার ৷ আর প্রস্তুতির অংশ হিসেবে তিনি ভারতীয় বোলারদের বোলিং ভিডিয়ো দেখছেন বলেও জানান ম্যাকসুইনে ৷

তিনি বলেন, "ভারতের বোলিং আক্রমণ বুঝতে আমাকে বেশ কিছু ভিডিয়ো দেখতে হয়েছে ৷ আমি মনে মনে কল্পনা করছি কীভাবে তা সামলাব ৷ নতুন বোলারের সামনাসামনি হওয়া এবং তাঁদের বোলিং অ্য়াকশনে সড়গড় হওয়া বেশ চ্য়ালেঞ্জিং ৷" গত রবিবারই বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ যেখানে ম্য়াকসুইনে ছাড়াও স্কোয়াডে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন স্টাম্পার-ব্যাটার জস ইংলিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.