ETV Bharat / sports

পরের অলিম্পিক্সে খেলবেন প্রকাশ পাড়ুকোন ! মোদির রসিকতায় হাসির রোল অলিম্পিয়ানদের মধ্যে - Paris Olympics 2024

author img

By PTI

Published : Aug 16, 2024, 8:04 PM IST

Narendra Modi Meets Paris Olympics 2024 Contingent: লক্ষ্য সেন, হরমনপ্রীত সিং’দের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর রসিকতায় হাসিতে ফেটে পড়লেন অলিম্পিয়ানরা ৷

Narendra Modi Meets Paris Olympics 2024 Contingent
পরের অলিম্পিক্সে খেলবেন প্রকাশ পাড়ুকোন ! (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 16 অগস্ট: লালকেল্লার স্বাধীনতা দিবস অনুষ্ঠানের পর প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় দলের সঙ্গে দেখা করেন মোদি ৷ সেখানে লক্ষ্য সেনের সঙ্গে কথোপকথন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই উত্তরাখণ্ডের শাটলার জানান, তাঁর কোচ প্রকাশ পাড়ুকোন খুব কড়া ধাঁচের ৷ এমনকী অলিম্পিক্স চলাকালীন তাঁর ফোনও নিয়ে নিয়েছিলেন প্রকাশ স্যর ৷

মোদির রসিকতায় হাসির রোল অলিম্পিয়ানদের মধ্যে (এএনআই)

প্রেমের শহরে অল্পের জন্য পোডিয়াম ফিনিশ করতে পারেননি আলমোরার তরুণ শাটলার ৷ চারের গেরোয় আটকে মেডেল হাতছাড়া হয়েছে ৷ যদিও লক্ষ্যের পারফর্ম্যান্সকে কুর্নিশ জানাচ্ছে দেশে ৷ মোদি তাঁকে বলেন, ‘‘আমি যখন প্রথম লক্ষ্যের সঙ্গে দেখা করি তখন ও খুব ছোট ছিল ৷ তুমি কি জান, সেলিব্রেটি হয়ে গিয়েছ ?’’ উত্তরে লক্ষ্য তাঁর অভিজ্ঞতার কথা জানান ৷

লক্ষ্য বলেন, ‘‘অনেক কিছু শিখেছি ৷ এটি একটি অভিজ্ঞতা ৷ যদিও তা সামান্য হলেও হৃদয় বিদারক ছিল কারণ আমি মেডেলের খুব কাছে চলে এসেছিলাম ।’’ তারপরেই শাটলার জানান যে তাঁর কোচ, বিখ্যাত শাটলার প্রকাশ পাড়ুকোন খুব কড়া ধাঁচের ৷ তাঁর ফোনও নিয়ে নিয়েছিলেন প্রকাশ ৷ তখনই মোদি বলেন, প্রকাশ স্যর এত শৃঙ্খলাপরায়ণ হলে তাঁকেই পরবর্তী অলিম্পিক্সে পাঠানো হবে ৷ যা শুনে হাসির রোল ওঠে খেলোয়াড়দের মধ্যে ৷

অন্যদিকে, পরিবেশবান্ধব অলিম্পিক্স হওয়ায় প্যারিসে গেমস ভিলেজে এসি ছিল না ৷ যার ফলে গরমে সমস্যায় পড়েছিলেন খেলোয়াড়েরা ৷ পরে 40টি এসি বসানোর ব্যবস্থা করে সরকার ৷ যা নিয়ে মোদি হালকা ছলে জানতে চান, এসি না-থাকায় আমাকে অভিশাপ দিয়েছিলে ৷ কে প্রথম অভিযোগ জানিয়েছিলে ? যদিও প্রধানমন্ত্রীর প্রশ্নের কোনও উত্তর আসেনি ৷

নয়াদিল্লি, 16 অগস্ট: লালকেল্লার স্বাধীনতা দিবস অনুষ্ঠানের পর প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় দলের সঙ্গে দেখা করেন মোদি ৷ সেখানে লক্ষ্য সেনের সঙ্গে কথোপকথন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই উত্তরাখণ্ডের শাটলার জানান, তাঁর কোচ প্রকাশ পাড়ুকোন খুব কড়া ধাঁচের ৷ এমনকী অলিম্পিক্স চলাকালীন তাঁর ফোনও নিয়ে নিয়েছিলেন প্রকাশ স্যর ৷

মোদির রসিকতায় হাসির রোল অলিম্পিয়ানদের মধ্যে (এএনআই)

প্রেমের শহরে অল্পের জন্য পোডিয়াম ফিনিশ করতে পারেননি আলমোরার তরুণ শাটলার ৷ চারের গেরোয় আটকে মেডেল হাতছাড়া হয়েছে ৷ যদিও লক্ষ্যের পারফর্ম্যান্সকে কুর্নিশ জানাচ্ছে দেশে ৷ মোদি তাঁকে বলেন, ‘‘আমি যখন প্রথম লক্ষ্যের সঙ্গে দেখা করি তখন ও খুব ছোট ছিল ৷ তুমি কি জান, সেলিব্রেটি হয়ে গিয়েছ ?’’ উত্তরে লক্ষ্য তাঁর অভিজ্ঞতার কথা জানান ৷

লক্ষ্য বলেন, ‘‘অনেক কিছু শিখেছি ৷ এটি একটি অভিজ্ঞতা ৷ যদিও তা সামান্য হলেও হৃদয় বিদারক ছিল কারণ আমি মেডেলের খুব কাছে চলে এসেছিলাম ।’’ তারপরেই শাটলার জানান যে তাঁর কোচ, বিখ্যাত শাটলার প্রকাশ পাড়ুকোন খুব কড়া ধাঁচের ৷ তাঁর ফোনও নিয়ে নিয়েছিলেন প্রকাশ ৷ তখনই মোদি বলেন, প্রকাশ স্যর এত শৃঙ্খলাপরায়ণ হলে তাঁকেই পরবর্তী অলিম্পিক্সে পাঠানো হবে ৷ যা শুনে হাসির রোল ওঠে খেলোয়াড়দের মধ্যে ৷

অন্যদিকে, পরিবেশবান্ধব অলিম্পিক্স হওয়ায় প্যারিসে গেমস ভিলেজে এসি ছিল না ৷ যার ফলে গরমে সমস্যায় পড়েছিলেন খেলোয়াড়েরা ৷ পরে 40টি এসি বসানোর ব্যবস্থা করে সরকার ৷ যা নিয়ে মোদি হালকা ছলে জানতে চান, এসি না-থাকায় আমাকে অভিশাপ দিয়েছিলে ৷ কে প্রথম অভিযোগ জানিয়েছিলে ? যদিও প্রধানমন্ত্রীর প্রশ্নের কোনও উত্তর আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.