ETV Bharat / sports

'জানি না দাদা নাকি সতীর্থ', কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মাহি - DHONI AND KOHLI RELATION

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 1, 2024, 9:43 PM IST

MS DHONI RELATIONSHIP WITH VIRAT KOHLI: বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? নিজেই সেকথা জানালেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ ব্যাপারে ধোনির একটি মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷ যেখানে বিরাটকে 'অন্যতম সেরা ক্রিকেটার' আখ্যা দিয়েছেন মাহি ৷

VIRAT KOHLI AND MS DHONI
কোহলি ও ধোনি (IANS Photo)

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: একসঙ্গে খেলেছেন বছর দশেকেরও বেশি সময় ৷ বহু সাফল্যে ভারতীয় দলকে যেমন নেতৃত্ব দিয়েছেন দু'জনে, তেমনই আবার দুঃসময়ে আগলেও রেখেছেন ৷ কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর একদা ডেপুটি বিরাট কোহলির মধ্যে সম্পর্ক কেমন, কখনও জানতে চেয়েছেন অনুরাগীরা? বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মাহি স্বয়ং ৷

কিন্তু মজার বিষয় হচ্ছে বিরাটের কাছে তিনি বড় দাদার মত নাকি নিছকই সতীর্থ, সে ব্যাপারে সন্দিহান খোদ মহেন্দ্র সিং ধোনি ৷ কোনও এক ইভেন্টে ধোনির সাক্ষাৎকারের ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে জোড়া বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলছেন, "আমরা দু'জনে 2008-09 থেকে একসঙ্গে খেলেছি ৷ আমাদের মধ্যে বয়সের ফারাক সত্ত্বেও আমার জানা নেই আমি ওর (বিরাট কোহলি) কাছে দাদার মত নাকি কেবলই সতীর্থ, যাঁরা ভারতীয় দলে দীর্ঘদিন খেলেছি ৷ তবে অবশ্যই ও বিশ্বক্রিকেটে সেরাদের মধ্যে অন্যতম ৷"

বয়সের ফারাক যাইহোক না কেন, বাইশ গজে ধোনি এবং কোহলির একে অপরের প্রতি স্নেহ এবং সম্মান বরাবরের মত ৷ দু'জনে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, পরস্পরের প্রতি সম্মান ফিকে হয়নি এতটুকু ৷ ধোনি পরবর্তী সময় সকল ফরম্য়াটে ভারতীয় দলের নেতৃত্বের দায়ভার ছিল বিরাট কোহলির কাঁধেই ৷ মাহিকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে দেশের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে নিজেকে জাহিরও করেছেন বিরাট ৷ পরবর্তীতে যদি বিরাটও একে একে সরে এসেছেন অধিনায়কত্ব থেকে ৷

শুধুই কি তাই? টেস্ট অধিনায়কত্ব থেকে সরে আসার পর, কিংবা কেরিয়ারে দুঃসময় কোহলি যখন ফর্ম হাতড়ে বেরাচ্ছিলেন; তখন তাঁর সাহারা হয়েছিলেন কেবল এমএসডি ৷ পুরনো এক সাক্ষাৎকারে বিরাট নিজেই জানিয়েছিলেন সেকথা ৷ সবমিলিয়ে দু'জনের চরিত্রে বৈসাদৃশ্য থাকলেও ভারতীয় ক্রিকেটে ধোনি-কোহলি যেন একে অপরের পরিপূরক ৷

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: একসঙ্গে খেলেছেন বছর দশেকেরও বেশি সময় ৷ বহু সাফল্যে ভারতীয় দলকে যেমন নেতৃত্ব দিয়েছেন দু'জনে, তেমনই আবার দুঃসময়ে আগলেও রেখেছেন ৷ কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর একদা ডেপুটি বিরাট কোহলির মধ্যে সম্পর্ক কেমন, কখনও জানতে চেয়েছেন অনুরাগীরা? বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মাহি স্বয়ং ৷

কিন্তু মজার বিষয় হচ্ছে বিরাটের কাছে তিনি বড় দাদার মত নাকি নিছকই সতীর্থ, সে ব্যাপারে সন্দিহান খোদ মহেন্দ্র সিং ধোনি ৷ কোনও এক ইভেন্টে ধোনির সাক্ষাৎকারের ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে জোড়া বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলছেন, "আমরা দু'জনে 2008-09 থেকে একসঙ্গে খেলেছি ৷ আমাদের মধ্যে বয়সের ফারাক সত্ত্বেও আমার জানা নেই আমি ওর (বিরাট কোহলি) কাছে দাদার মত নাকি কেবলই সতীর্থ, যাঁরা ভারতীয় দলে দীর্ঘদিন খেলেছি ৷ তবে অবশ্যই ও বিশ্বক্রিকেটে সেরাদের মধ্যে অন্যতম ৷"

বয়সের ফারাক যাইহোক না কেন, বাইশ গজে ধোনি এবং কোহলির একে অপরের প্রতি স্নেহ এবং সম্মান বরাবরের মত ৷ দু'জনে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, পরস্পরের প্রতি সম্মান ফিকে হয়নি এতটুকু ৷ ধোনি পরবর্তী সময় সকল ফরম্য়াটে ভারতীয় দলের নেতৃত্বের দায়ভার ছিল বিরাট কোহলির কাঁধেই ৷ মাহিকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে দেশের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে নিজেকে জাহিরও করেছেন বিরাট ৷ পরবর্তীতে যদি বিরাটও একে একে সরে এসেছেন অধিনায়কত্ব থেকে ৷

শুধুই কি তাই? টেস্ট অধিনায়কত্ব থেকে সরে আসার পর, কিংবা কেরিয়ারে দুঃসময় কোহলি যখন ফর্ম হাতড়ে বেরাচ্ছিলেন; তখন তাঁর সাহারা হয়েছিলেন কেবল এমএসডি ৷ পুরনো এক সাক্ষাৎকারে বিরাট নিজেই জানিয়েছিলেন সেকথা ৷ সবমিলিয়ে দু'জনের চরিত্রে বৈসাদৃশ্য থাকলেও ভারতীয় ক্রিকেটে ধোনি-কোহলি যেন একে অপরের পরিপূরক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.