ETV Bharat / sports

2 গোলে এগিয়ে থেকেও ড্র ! কোন পথে ম্যাচ হাতছাড়া মোহনবাগানের ? - Indian Super League

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 13, 2024, 10:54 PM IST

Mohun Bagan vs Mumbai City FC: জয়ের কাছে এসেও জয় অধরা বাগানের ৷ আইএসএল 2024-25 এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে আটকে গেল লিগ শিল্ড জয়ীরা ৷ 2-2 গোলে শেষ হল আইএসএলের অন্যতম সেরা দুই দলের লড়াই ৷

Mohun Bagan vs Mumbai City FC
কোন পথে ম্যাচ হাতছাড়া মোহনবাগানের ? (ইটিভি ভারত)

কলকাতা, 13 সেপ্টেম্বর: আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে তুবড়ে দেওয়া নয়, অঙ্ক কষে মোহনবাগান সুপার জায়ান্টের নিশ্চিত জয়ে কাঁটা ছড়ালো মুম্বই সিটি এফসি । যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 2-2 গোলে ড্র সবুজ-মেরুনের ।

কোন পথে ম্যাচ হারাল বাগান ?

তিরির আত্মঘাতী গোলে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে 9 মিনিটেই এগিয়ে যায় । দ্বিতীয় গোল রদ্রিগেজের । মুম্বইয়ের হয়ে গোল করেন তিরি, থায়ের ক্রৌমা ।

ভারতীয় ফুটবলে বর্তমান সময়ে মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । দ্বৈরথে দু’পক্ষই তাদের সেরাটা নিংড়ে দেন । কোচেরা তাঁদের ফুটবল বুদ্ধিতে বাড়তি শান দেন । ফলে ফুটবল নৈপুণ্য এবং বুদ্ধির প্রকাশ দেখা যায় এই ম্যাচে । যা উপভোগ করেন ফুটবল ভক্তরা।

Mohun Bagan
সমর্থকদের জয় উপহার দেওয়া হল না বাগানের (ইটিভি ভারত)

এদিন খেলার রাশ মুম্বইয়ের পায়ে থাকলেও দু’গোলে এগিয়ে গিয়েছিল বাগান ৷ যদিও জয়ের আলো দিনের শেষে সবুজ-মেরুনে থাকল না । কারণ ফুটবলারদের প্রয়োগের ব্যর্থতা । 9 মিনিটে খেলার গতির বিপরীতে মোহনবাগান তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় । 28 মিনিটে ফের এগিয়ে যায় হোসে মোলিনার ছেলেরা । আশিস রাইয়ের সেন্টার গ্রেগ স্টুয়ার্ট হেডে নামিয়ে দিলে গোল করেন রদ্রিগেজ ।

দু’গোলে এগিয়ে যাওয়ার পরে হোসে মোলিনা কার্যত রক্ষণের দরজা বন্ধ করে প্রতিপক্ষের কাজটা কঠিন করতে চেয়েছিলেন । কিন্তু যাদের ভরসায় এই কৌশল, সেই সবুজ-মেরুন ফুটবলাররা ডোবালেন ।

মুম্বই সিটি এফসি অন্যতম সেরা দল । একাধিক নতুন ফুটবলার দলে । তবুও দলের ভারসাম্য নষ্ট হয়নি । বিপিন সিং, ছাঙতের দু’প্রান্ত ধরে দৌড় এবং মাঝমাঠে জয়েশ রানে, ভ্যান নিফের ভালো ফুটবল পিছিয়ে পড়া অবস্থাতেও মুম্বইকে নিয়ন্ত্রণ হারাতে দেয়নি । বাড়তি সংযোজন পরিবর্ত হিসেবে নওপালের যোগদান । আধঘণ্টা মাঠে ছিলেন ৷ দু’টো গোলের রাস্তা তৈরি করে প্রতিপক্ষের গ্রাস কাড়লেন । ফলসরূপ 70 মিনিটে তিরির গোলে ব্যবধান কমায় মুম্বই । শেষলগ্নের গোলে সমতায় ফেরান থায়ের ক্রৌমা ।

Mohun Bagan
গ্যালারি সেজেছিল টিফোতে (ইটিভি ভারত)

দু’গোলে এগিয়ে থাকা অবস্থা থেকে ড্র করে প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট । মাঝমাঠ, রক্ষণ এবং আক্রমণভাগ. তিনটি বিভাগেই হোসে মোলিনার দল দাগ কাটতে ব্যর্থ । প্রতিপক্ষের এই খামতি কাজে লাগিয়ে হারা ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরল মুম্বই সিটি এফসি ।

আরও পড়ুন:

কলকাতা, 13 সেপ্টেম্বর: আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে তুবড়ে দেওয়া নয়, অঙ্ক কষে মোহনবাগান সুপার জায়ান্টের নিশ্চিত জয়ে কাঁটা ছড়ালো মুম্বই সিটি এফসি । যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 2-2 গোলে ড্র সবুজ-মেরুনের ।

কোন পথে ম্যাচ হারাল বাগান ?

তিরির আত্মঘাতী গোলে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে 9 মিনিটেই এগিয়ে যায় । দ্বিতীয় গোল রদ্রিগেজের । মুম্বইয়ের হয়ে গোল করেন তিরি, থায়ের ক্রৌমা ।

ভারতীয় ফুটবলে বর্তমান সময়ে মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । দ্বৈরথে দু’পক্ষই তাদের সেরাটা নিংড়ে দেন । কোচেরা তাঁদের ফুটবল বুদ্ধিতে বাড়তি শান দেন । ফলে ফুটবল নৈপুণ্য এবং বুদ্ধির প্রকাশ দেখা যায় এই ম্যাচে । যা উপভোগ করেন ফুটবল ভক্তরা।

Mohun Bagan
সমর্থকদের জয় উপহার দেওয়া হল না বাগানের (ইটিভি ভারত)

এদিন খেলার রাশ মুম্বইয়ের পায়ে থাকলেও দু’গোলে এগিয়ে গিয়েছিল বাগান ৷ যদিও জয়ের আলো দিনের শেষে সবুজ-মেরুনে থাকল না । কারণ ফুটবলারদের প্রয়োগের ব্যর্থতা । 9 মিনিটে খেলার গতির বিপরীতে মোহনবাগান তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় । 28 মিনিটে ফের এগিয়ে যায় হোসে মোলিনার ছেলেরা । আশিস রাইয়ের সেন্টার গ্রেগ স্টুয়ার্ট হেডে নামিয়ে দিলে গোল করেন রদ্রিগেজ ।

দু’গোলে এগিয়ে যাওয়ার পরে হোসে মোলিনা কার্যত রক্ষণের দরজা বন্ধ করে প্রতিপক্ষের কাজটা কঠিন করতে চেয়েছিলেন । কিন্তু যাদের ভরসায় এই কৌশল, সেই সবুজ-মেরুন ফুটবলাররা ডোবালেন ।

মুম্বই সিটি এফসি অন্যতম সেরা দল । একাধিক নতুন ফুটবলার দলে । তবুও দলের ভারসাম্য নষ্ট হয়নি । বিপিন সিং, ছাঙতের দু’প্রান্ত ধরে দৌড় এবং মাঝমাঠে জয়েশ রানে, ভ্যান নিফের ভালো ফুটবল পিছিয়ে পড়া অবস্থাতেও মুম্বইকে নিয়ন্ত্রণ হারাতে দেয়নি । বাড়তি সংযোজন পরিবর্ত হিসেবে নওপালের যোগদান । আধঘণ্টা মাঠে ছিলেন ৷ দু’টো গোলের রাস্তা তৈরি করে প্রতিপক্ষের গ্রাস কাড়লেন । ফলসরূপ 70 মিনিটে তিরির গোলে ব্যবধান কমায় মুম্বই । শেষলগ্নের গোলে সমতায় ফেরান থায়ের ক্রৌমা ।

Mohun Bagan
গ্যালারি সেজেছিল টিফোতে (ইটিভি ভারত)

দু’গোলে এগিয়ে থাকা অবস্থা থেকে ড্র করে প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট । মাঝমাঠ, রক্ষণ এবং আক্রমণভাগ. তিনটি বিভাগেই হোসে মোলিনার দল দাগ কাটতে ব্যর্থ । প্রতিপক্ষের এই খামতি কাজে লাগিয়ে হারা ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরল মুম্বই সিটি এফসি ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.