ETV Bharat / sports

কাঁধে তুলেছিলেন ইস্টবেঙ্গল সমর্থককে, হুমকি ফোন পেলেন মোহনবাগানী শিলাদিত্য - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 7:12 PM IST

Updated : Aug 19, 2024, 7:50 PM IST

Mohun Bagan Supporter Gets Threat Call: ফুটবল মাঠের বৈরিতা শতাব্দীপ্রাচীন । আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদের সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীই ‘বেস্ট ফ্রেন্ড’ ৷ এবার ফোনে হুমকি পেলেন সেই প্রতিবাদের মুখ হয়ে ওঠা মোহনবাগান সমর্থক, শিলাদিত্য ৷

Mohun Bagan
হুমকি ফোন মোহনবাগানী শিলাদিত্যকে (ইটিভি ভারত)

কলকাতা, 19 অগস্ট: মোহনবাগানের কাঁধে ইস্টবেঙ্গল ৷ আরও খোলসা করে বললে এক মোহনবাগান সমর্থকের কাঁধে চেপে ন্যায়বিচার চাইছেন এক ইস্টবেঙ্গল সমর্থক ৷ রবিবাসরীয় যে ছবি এখন আরজি কর প্রতিবাদের প্রতিচ্ছবি ৷ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ‘যুদ্ধ’ ভুলে এভাবে ন্যায়ের যুদ্ধে নামবে, তা আগে দেখা যায়নি ৷

হুমকি ফোন পেলেন মোহনবাগানী শিলাদিত্য (ইটিভি ভারত)

মোহনবাগানের ওই সমর্থকের নাম শিলাদিত্য ৷ খেলা দেখতে বেঙ্গালুরু, ওড়িশা এমনকী বাংলাদেশেও ছুটে গিয়েছেন । ডার্বি কিংবা অন্য ম্যাচ, কিছুই বাদ দেন না ৷ হালতুতে একটি ছোট খাওয়ার দোকান চালান ৷ টেবিলের ওপর খাবার রেখে বিক্রি করেন । রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বাড়ি ফেরার পরে শিলাদিত্যকে দোকান খুলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ অজানা ফোন থেকে হুমকি পেয়েছেন ৷ তাঁকে দোকান না-বসানোর হুমকি দেওয়া হয় ৷ কিন্তু আজ স্থানীয় পৌরপিতা তাঁকে দোকান চালিয়ে যাওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন । সব মিলিয়ে ডার্বি বাতিল এবং তার পরবর্তী প্রতিবাদী জমায়েতে সুর আরও চড়া । যার অভিঘাত শিলাদিত্যদের জোরালো কণ্ঠস্বরে ৷

ডার্বি বাতিল প্রতিবাদের আইকনিক ছবিতে পরিণত হয়েছে শিলাদিত্যর ছবি ৷ তিনি বলছেন, “ওই সময় আমার মাথায় অন্য কোনও ভাবনা কাজ করেনি । ইস্টবেঙ্গল সমর্থককে কেন কাঁধে ওঠাব এটাও ভাবিনি । শুধু চিন্তা করেছিলাম, ওর স্লোগান যাতে আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে । তাই কাঁধে তুলে নিয়েছিলাম । আমাদের ফুটবল মাঠের বৈরিতা শতাব্দীপ্রাচীন । কিন্তু ফুটবলের গায়ে আঁচ লাগলে আমরা একজোট ।” প্রায় একই সঙ্গে যোগ করলেন, “আমি মাথা নিচু করে কাঁদছিলাম । আমার বোনের ওপর নির্যাতনের দুঃখে কাঁদছিলাম । সেদিন ওর চোখ দিয়ে জল বেরোয়নি, বেরিয়েছিল রক্ত । আমাকে কোনও পুলিশ মারেনি । আমি পুলিশকে বলেছিলাম, আপনাদের ঘরেও মা-বোনেরা রয়েছেন । যা কিছু করবেন, তাদের কথাও চিন্তা করবেন । এই ঘটনা কারও ওপর কাম্য নয় ।”

বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷

কলকাতা, 19 অগস্ট: মোহনবাগানের কাঁধে ইস্টবেঙ্গল ৷ আরও খোলসা করে বললে এক মোহনবাগান সমর্থকের কাঁধে চেপে ন্যায়বিচার চাইছেন এক ইস্টবেঙ্গল সমর্থক ৷ রবিবাসরীয় যে ছবি এখন আরজি কর প্রতিবাদের প্রতিচ্ছবি ৷ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ‘যুদ্ধ’ ভুলে এভাবে ন্যায়ের যুদ্ধে নামবে, তা আগে দেখা যায়নি ৷

হুমকি ফোন পেলেন মোহনবাগানী শিলাদিত্য (ইটিভি ভারত)

মোহনবাগানের ওই সমর্থকের নাম শিলাদিত্য ৷ খেলা দেখতে বেঙ্গালুরু, ওড়িশা এমনকী বাংলাদেশেও ছুটে গিয়েছেন । ডার্বি কিংবা অন্য ম্যাচ, কিছুই বাদ দেন না ৷ হালতুতে একটি ছোট খাওয়ার দোকান চালান ৷ টেবিলের ওপর খাবার রেখে বিক্রি করেন । রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বাড়ি ফেরার পরে শিলাদিত্যকে দোকান খুলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ অজানা ফোন থেকে হুমকি পেয়েছেন ৷ তাঁকে দোকান না-বসানোর হুমকি দেওয়া হয় ৷ কিন্তু আজ স্থানীয় পৌরপিতা তাঁকে দোকান চালিয়ে যাওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন । সব মিলিয়ে ডার্বি বাতিল এবং তার পরবর্তী প্রতিবাদী জমায়েতে সুর আরও চড়া । যার অভিঘাত শিলাদিত্যদের জোরালো কণ্ঠস্বরে ৷

ডার্বি বাতিল প্রতিবাদের আইকনিক ছবিতে পরিণত হয়েছে শিলাদিত্যর ছবি ৷ তিনি বলছেন, “ওই সময় আমার মাথায় অন্য কোনও ভাবনা কাজ করেনি । ইস্টবেঙ্গল সমর্থককে কেন কাঁধে ওঠাব এটাও ভাবিনি । শুধু চিন্তা করেছিলাম, ওর স্লোগান যাতে আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে । তাই কাঁধে তুলে নিয়েছিলাম । আমাদের ফুটবল মাঠের বৈরিতা শতাব্দীপ্রাচীন । কিন্তু ফুটবলের গায়ে আঁচ লাগলে আমরা একজোট ।” প্রায় একই সঙ্গে যোগ করলেন, “আমি মাথা নিচু করে কাঁদছিলাম । আমার বোনের ওপর নির্যাতনের দুঃখে কাঁদছিলাম । সেদিন ওর চোখ দিয়ে জল বেরোয়নি, বেরিয়েছিল রক্ত । আমাকে কোনও পুলিশ মারেনি । আমি পুলিশকে বলেছিলাম, আপনাদের ঘরেও মা-বোনেরা রয়েছেন । যা কিছু করবেন, তাদের কথাও চিন্তা করবেন । এই ঘটনা কারও ওপর কাম্য নয় ।”

বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে ৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল ৷

Last Updated : Aug 19, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.