ETV Bharat / sports

প্র্যাকটিসে নেই অলড্রেড, চোট আলবার্তোর; রক্ষণ সামলাতে দলে ন্যুনো রেইস ? - Mohun Bagan - MOHUN BAGAN

Mohun Bagan Super Giant in ISL 2024-25: আইএসএলে শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ মহমেডান ম্যাচ থেকেই ট্র্যাকে ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট ৷ একাধিক প্রতিকূলতার মধ্যে সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর হোসে মোলিনা ৷

Mohun Bagan Super Giant in ISL 2024-25
মোহনবাগান সুপার জায়ান্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 6:12 AM IST

Updated : Oct 3, 2024, 6:36 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: অনুলীলনে চোট পেলেন মনবীর । শট নিতে গিয়ে বলের বদলে মাটিতে মারেন । ফলে গোড়ালিতে চোট লাগে । প্র্যাকটিসের বাকি সময় বরফে পা ডুবিয়ে বসে থাকলেন । তবে ফেরার সময় তাঁর হাঁটায় কোনও অস্বস্তি চোখে পড়েনি । টম অলড্রেড বুধবারের মূল প্র্যাকটিসে যোগ দিলেন না । ওয়ার্ম আপ করে উঠে যান । মাথার চোটের কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট । এদিকে আলবার্তোর চোট সারেনি । ফলে রক্ষণের ফুটিফাটা অবস্থা সারাতে ন্যুনো রেইসকে সম্ভবত আইএসএলে অভিষেক করাতে চলেছে সবুজ-মেরুন ।

বুধবার প্র্যাকটিসে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা গিয়েছে । এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য নেওয়া হলেও তা আপাতত হচ্ছে না ৷ কারণ ইরানের যুদ্ধ পরিস্থিতি । ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবেই ট্র্যাক্টর এফসির সঙ্গে ইরানে না-খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 35 জন ফুটবলার ইরানে খেলতে যাওয়ার ব্যাপারে অনিচ্ছার কথা জানিয়ে চিঠি দেওয়ায় সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের সুবিধা হয়েছে । তাছাড়া সত্যি পরিস্থিতি কঠিন । এক্ষেত্রে এএফসিকে আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞা জারির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবতে হবে । বিষয়টি খতিয়ে দেখতে হবে ।

Mohun Bagan Super Giant
প্র্যাকটিসে নেই অলড্রেট, চোট আলবার্তোর (ইটিভি ভারত)

ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিয়ে এএফসি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকানোর বদলে মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন আইএসএল মিনি ডার্বি নিয়ে চিন্তিত । সাহাল আব্দুল সামাদ মাঠে এলেও প্র্যাকটিসে নামেননি । বুধবার নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ওপর জোর দিলেন কোচ হোসে মোলিনা । সিচ্যুয়েশন প্র্যাকটিসে একটি দলে ছিলেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট । অন্য দলে পেত্রাতোস ও জেমি ম্যাকলারেন ।

Mohun Bagan Super Giant
সিচ্যুয়েশন প্র্যাকটিসে একটি দলে ছিলেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট (ইটিভি ভারত)

শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ । সাদা কালো শিবির তাদের প্রথম তিনটি ম্যাচে হার, ড্র এবং জয় দিয়ে আইএসএল দৌড় শুরু করেছে । মোহনবাগান সুপার জায়ান্ট সেখানে ড্র, জয় এবং হার দিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে । সাদা কালো শিবিরের খেলায় যখন চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা, তখন সবুজ-মেরুনের পারফরম্যান্সে ধারাবাহিকতার ওঠানামা । এবার মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই হোসে মোলিনা সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছে । সব মিলিয়ে আগামী দু’দিনে কলকাতার তিন প্রধান ভিন্ন শহরে নিজেদের খুঁজে পাওয়ার লড়াইয়ে নামবে ।

আরও পড়ুন:

কলকাতা, 3 সেপ্টেম্বর: অনুলীলনে চোট পেলেন মনবীর । শট নিতে গিয়ে বলের বদলে মাটিতে মারেন । ফলে গোড়ালিতে চোট লাগে । প্র্যাকটিসের বাকি সময় বরফে পা ডুবিয়ে বসে থাকলেন । তবে ফেরার সময় তাঁর হাঁটায় কোনও অস্বস্তি চোখে পড়েনি । টম অলড্রেড বুধবারের মূল প্র্যাকটিসে যোগ দিলেন না । ওয়ার্ম আপ করে উঠে যান । মাথার চোটের কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট । এদিকে আলবার্তোর চোট সারেনি । ফলে রক্ষণের ফুটিফাটা অবস্থা সারাতে ন্যুনো রেইসকে সম্ভবত আইএসএলে অভিষেক করাতে চলেছে সবুজ-মেরুন ।

বুধবার প্র্যাকটিসে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা গিয়েছে । এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য নেওয়া হলেও তা আপাতত হচ্ছে না ৷ কারণ ইরানের যুদ্ধ পরিস্থিতি । ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবেই ট্র্যাক্টর এফসির সঙ্গে ইরানে না-খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 35 জন ফুটবলার ইরানে খেলতে যাওয়ার ব্যাপারে অনিচ্ছার কথা জানিয়ে চিঠি দেওয়ায় সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের সুবিধা হয়েছে । তাছাড়া সত্যি পরিস্থিতি কঠিন । এক্ষেত্রে এএফসিকে আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞা জারির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবতে হবে । বিষয়টি খতিয়ে দেখতে হবে ।

Mohun Bagan Super Giant
প্র্যাকটিসে নেই অলড্রেট, চোট আলবার্তোর (ইটিভি ভারত)

ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিয়ে এএফসি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকানোর বদলে মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন আইএসএল মিনি ডার্বি নিয়ে চিন্তিত । সাহাল আব্দুল সামাদ মাঠে এলেও প্র্যাকটিসে নামেননি । বুধবার নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ওপর জোর দিলেন কোচ হোসে মোলিনা । সিচ্যুয়েশন প্র্যাকটিসে একটি দলে ছিলেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট । অন্য দলে পেত্রাতোস ও জেমি ম্যাকলারেন ।

Mohun Bagan Super Giant
সিচ্যুয়েশন প্র্যাকটিসে একটি দলে ছিলেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট (ইটিভি ভারত)

শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ । সাদা কালো শিবির তাদের প্রথম তিনটি ম্যাচে হার, ড্র এবং জয় দিয়ে আইএসএল দৌড় শুরু করেছে । মোহনবাগান সুপার জায়ান্ট সেখানে ড্র, জয় এবং হার দিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে । সাদা কালো শিবিরের খেলায় যখন চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা, তখন সবুজ-মেরুনের পারফরম্যান্সে ধারাবাহিকতার ওঠানামা । এবার মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই হোসে মোলিনা সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছে । সব মিলিয়ে আগামী দু’দিনে কলকাতার তিন প্রধান ভিন্ন শহরে নিজেদের খুঁজে পাওয়ার লড়াইয়ে নামবে ।

আরও পড়ুন:

Last Updated : Oct 3, 2024, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.