ETV Bharat / sports

বদলার মানসিকতা ঝেড়ে লক্ষ্য তিন পয়েন্ট, প্রথম জয়ের খোঁজে মোলিনা - ISL 2024 25

MOHUN BAGAN TO FACE NORTH-EAST UNITED CHALLANGE: ডুরান্ড কাপের বদলা নয়, বরং আর পাঁচটা ম্য়াচের মতই নর্থ-ইস্ট ম্য়াচকে দেখছেন হোসে মোলিনা ৷ হাইল্যান্ডার্সের বিরুদ্ধে নামার আগে কী বললেন তিনি?

JOSE MOLINA
প্রথম জয়ের লক্ষ্য়ে মোলিনা (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 22, 2024, 7:58 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: "কালকের ম্য়াচ জিতলে ওরা নিশ্চয় আমাদের ডুরান্ড কাপটা হাতে তুলে দেবে না ৷" নর্থ-ইস্টের বিরুদ্ধে আইএসএল ম্য়াচে নামার আগে এই ভাষাতেই ডুরান্ড ফাইনালে 'বদলার প্রশ্ন'কে মাঠের বাইরে পাঠালেন মোহনবাগান কোচ হোসে মোলিনা ৷ জানালেন, ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে আইএসএলের কোনও মিল নেই।

মোলিনার বক্তব্য (ETV Bharat)

প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বাগান কোচ হোসে মোলিনা বলেন, "ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে আইএসএলের এই ম্যাচের কোনও মিল নেই ৷ ওটা একটা ভিন্ন টুর্নামেন্ট। আইএসএল একটা ভিন্ন টুর্নামেন্ট। কোনওভাবেই ম্যাচটা প্রতিশোধের নয়। আমাদের অন্য ম্যাচে যে ধরনের মানসিকতা থাকে সোমবারও সেই একই মানসিকতা থাকবে। এই ম্যাচটা জিতলে নর্থ-ইস্ট ইউনাইটেড নিশ্চয়ই আমাদের ডুরান্ড কাপটা তুলে দেবে না। আমাদের প্রত্যেক ম্যাচেই লক্ষ্য থাকে প্রতিপক্ষের থেকে বেশি গোল করা এবং কম গোল হজম করা। তাই প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধের ভুল সংশোধন নয়। পুরো নব্বই মিনিট একই লক্ষ্যে খেলে যাওয়াই আমাদের কাছে প্রাধান্য পায় ৷"

সোমবার ঘরের মাঠে আইএসএলের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। চলতি মরশুমে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে হারিয়েই খেতাব জিতেছে জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। নর্থ-ইস্ট ইউনাইটেড কোচ ইতিমধ্যেই জানিয়েছেন সোমবার মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। হোসে মোলিনা অবশ্য প্রতিপক্ষ শিবিরের ডাগ-আউটে বসা হেড স্যরের কথায় পাত্তা দিতে নারাজ। বরং নিজের ফুটবল দর্শনে আইএসএলে জয়ের খাতা সোমবারই খুলতে চান।

চলতি আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে এখনও অভিষেক হয়নি জেমি ম্যাকলারেনের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার চোট সারিয়ে মাঠে নামার জন্য যে তৈরি, তা তিনি নিজেই জানিয়েছেন। তবে তাঁকে সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দেখা যাবে কি না,সেই প্রশ্নে জল্পনা জারি রাখলেন মোলিনা। স্প্যানিশ কোচ বলেন, "আমি কখনও প্রথম একাদশ নিয়ে কথা বলি না। ম্যাকলারেন পুরো প্র্যাকটিস করেছে। আবারও দেখব। ওর প্র্যাকটিসে আমি খুশি। আমি দলের সকলের প্র্যাকটিসেই খুশি।" সরাসরি স্বীকার না-করলেও এটা বুঝতে অসুবিধা নেই, ম্যাকলারেনের অভিষেক হচ্ছে। তবে চোটের জন্য আলবার্তো যে নেই তা জানিয়ে দিলেন হোসে মোলিনা।

কলকাতা, 22 সেপ্টেম্বর: "কালকের ম্য়াচ জিতলে ওরা নিশ্চয় আমাদের ডুরান্ড কাপটা হাতে তুলে দেবে না ৷" নর্থ-ইস্টের বিরুদ্ধে আইএসএল ম্য়াচে নামার আগে এই ভাষাতেই ডুরান্ড ফাইনালে 'বদলার প্রশ্ন'কে মাঠের বাইরে পাঠালেন মোহনবাগান কোচ হোসে মোলিনা ৷ জানালেন, ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে আইএসএলের কোনও মিল নেই।

মোলিনার বক্তব্য (ETV Bharat)

প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বাগান কোচ হোসে মোলিনা বলেন, "ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে আইএসএলের এই ম্যাচের কোনও মিল নেই ৷ ওটা একটা ভিন্ন টুর্নামেন্ট। আইএসএল একটা ভিন্ন টুর্নামেন্ট। কোনওভাবেই ম্যাচটা প্রতিশোধের নয়। আমাদের অন্য ম্যাচে যে ধরনের মানসিকতা থাকে সোমবারও সেই একই মানসিকতা থাকবে। এই ম্যাচটা জিতলে নর্থ-ইস্ট ইউনাইটেড নিশ্চয়ই আমাদের ডুরান্ড কাপটা তুলে দেবে না। আমাদের প্রত্যেক ম্যাচেই লক্ষ্য থাকে প্রতিপক্ষের থেকে বেশি গোল করা এবং কম গোল হজম করা। তাই প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধের ভুল সংশোধন নয়। পুরো নব্বই মিনিট একই লক্ষ্যে খেলে যাওয়াই আমাদের কাছে প্রাধান্য পায় ৷"

সোমবার ঘরের মাঠে আইএসএলের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। চলতি মরশুমে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে হারিয়েই খেতাব জিতেছে জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। নর্থ-ইস্ট ইউনাইটেড কোচ ইতিমধ্যেই জানিয়েছেন সোমবার মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। হোসে মোলিনা অবশ্য প্রতিপক্ষ শিবিরের ডাগ-আউটে বসা হেড স্যরের কথায় পাত্তা দিতে নারাজ। বরং নিজের ফুটবল দর্শনে আইএসএলে জয়ের খাতা সোমবারই খুলতে চান।

চলতি আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে এখনও অভিষেক হয়নি জেমি ম্যাকলারেনের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার চোট সারিয়ে মাঠে নামার জন্য যে তৈরি, তা তিনি নিজেই জানিয়েছেন। তবে তাঁকে সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দেখা যাবে কি না,সেই প্রশ্নে জল্পনা জারি রাখলেন মোলিনা। স্প্যানিশ কোচ বলেন, "আমি কখনও প্রথম একাদশ নিয়ে কথা বলি না। ম্যাকলারেন পুরো প্র্যাকটিস করেছে। আবারও দেখব। ওর প্র্যাকটিসে আমি খুশি। আমি দলের সকলের প্র্যাকটিসেই খুশি।" সরাসরি স্বীকার না-করলেও এটা বুঝতে অসুবিধা নেই, ম্যাকলারেনের অভিষেক হচ্ছে। তবে চোটের জন্য আলবার্তো যে নেই তা জানিয়ে দিলেন হোসে মোলিনা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.