কলকাতা, 10 ডিসেম্বর: আইএসএলের মঞ্চেই শুধু নয়, আই লিগেও মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল শত যোজন পিছনে ছিল । এভাবেই ফের লাল-হলুদকে কটাক্ষ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । ‘‘ইস্টবেঙ্গল কোনওদিন আই লিগ জিততে পারেনি । যে দল আই লিগ জিততে পারেনি, তারা মোহনবাগানের সমকক্ষ কোনও দিনই নয় । তাই আই লিগের পরে আইএসএলেও মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল শত যোজন দূরেই রয়েছে ।’’ বাগান সচিবের এই কটাক্ষ স্বাভাবিকভাবেই ফের দু’দলের সমর্থকদের মধ্যে আলোড়ন ফেলবে ।
নর্থইস্ট ইউনাইটেডকে 2-0 গোলে উড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ তালিকায় সবার ওপরে । দলের পারফরম্যান্স জয় তৃপ্তি দিয়েছে, খুশি করেছে । তবে দেবাশিস দত্ত বলছেন, বড় কোনও লক্ষ্যের কথা চিন্তা না-করে ধাপে ধাপে এগোনই দরকার । আর দরকার যেকোনও মূল্যে প্রতিটি ম্যাচ থেকে তিন পয়েন্ট ।
দেবাশিস দত্ত বলেন, “ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরেছিলাম । তারপর আইএসএলে ঘরে-বাইরে দু’বার হারালাম । অনেকেই বলেন, জয় পেলেও ব্যবধান বড় হয়নি । আমি বলি তিন পয়েন্টই আসল । সেটা এসেছে তাই অবশ্যই খুশি । ছোট ছোট ধাপ পেরিয়ে লক্ষ্যে পৌঁছনই শেষ কথা ৷”
নিয়মিত গোল পাচ্ছেন না জেমি ম্যাকলারেন । অস্ট্রেলিয়ান বিশ্বকাপার ডিফেন্ডারদের ঘেরাটোপে আটকে যাচ্ছেন । ফলে সমর্থকদের মধ্যে তাঁকে ঘিরে সন্দেহ দানা বাঁধছে । ম্যাকলারেনকে নিয়ে যাবতীয় সংশয় কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বাগান সচিব ৷ তিনি বলেন, “সংবাদমাধ্যম কামিংসকে নিয়ে আগে অনেক কথা বলেছিল । এখন তারাই কামিংসের গোল করার দক্ষতার প্রশংসা করছে । ম্যাকলারেন বড় ফুটবলার । ওকে নিয়েও দরাজ প্রশংসা করতে হবে ।”
চলতি মরশুমে দলবদলে সবচেয়ে চর্চায় রয়েছে আনোয়ার আলির ইস্টবেঙ্গলে যোগদান । বিষয়টি নিয়ে টানাপোড়েন অব্যাহত, তবে খানিক নিচু তারে বাঁধা । তাহলে কি আনোয়ার ইস্যুতে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান ব্যাকফুটে ? দেবাশিস দত্ত এবারও মারকুটে মেজাজে । বাগান সচিব বলছেন, “ইস্টবেঙ্গল ডার্বিতে হেরেছে । ওই ম্যাচে আনোয়ার ছিল, সে হেরেছে । মাঠেই জবাব পাওয়া গিয়েছে । তাই ব্যাকফুট না অন্য কোনও ফুট তা সবাই দেখছে ।”