ETV Bharat / sports

ফের একমঞ্চে তিন প্রধান, আরজি কর কাণ্ডের প্রতিবাদে যৌথ সাংবাদিক সম্মেলন - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Joint PC of Mohun Bagan, East Bengal and Mohammedan SC: আরজি কর কাণ্ডে ক্রমশ বাড়ছে প্রতিবাদের আঁচ ৷ ডার্বি বাতিলের পরেই তিন প্রধানের সমর্থকরা একত্রে রাস্তায় নেমেছিলেন ৷ এবার একসঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান কর্তারা ৷

Joint PC of Mohun Bagan, East Bengal and Mohammedan SC
ফের একমঞ্চে তিন প্রধান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 20, 2024, 2:35 PM IST

Updated : Aug 20, 2024, 3:41 PM IST

কলকাতা, 19 অগস্ট: ফের এক ছাতার তলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিং ৷ ময়দানের তিন প্রধানকে একমঞ্চে নিয়ে এসেছে আরজি কর কাণ্ড । হাসপাতালের মধ্যে ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব সমাজের সর্বস্তরের মানুষ ৷ ইতিমধ্যেই বাতিল ডার্বির মঞ্চে একজোট হয়ে প্রতিবাদ করেছে তিন প্রধানের সমর্থকরা ।

তাঁদের সেই প্রতিবাদের প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মধ্যেও ৷ ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাস, মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা, অনুর্ধ্ব-20 সাফ ফুটবলের মঞ্চে মণিরুল মোল্লা ৷ তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে ৷

সমর্থকরা জোটবদ্ধ হয়ে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাখীবন্ধন উৎসব করেছেন ৷ কিন্তু এই সম্মিলিত প্রতিবাদের কণ্ঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের প্রশাসনিক কর্তাদের কোনও বিবৃতি পাওয়া যাচ্ছিল না । তিন প্রধানের সমর্থকদের এই সামাজিক আন্দোলনে অবস্থান কী, সেটাও সামনে আসেনি । অবশেষে সম্ভবত নড়েচড়ে বসতে চলেছে তিন প্রধান ৷

Joint PC of Mohun Bagan, East Bengal and Mohammedan SC
আরজি কর কাণ্ডের প্রতিবাদে যৌথ সাংবাদিক সম্মেলন (মোহনবাগান ক্লাব)

মঙ্গলবার সন্ধ্যায় ক্রীড়া সাংবাদিক ক্লাবে ইস্টবেঙ্গল সচিব রুপক সাহা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও মহমেডান সচিব ইস্তেয়াক আহমেদ (রাজু) একজোট হয়ে সাংবাদিক সম্মেলন করবেন ৷ সেখানেই তাঁরা তাঁদের এই ইস্যুতে অবস্থান জানাবেন ।

মহমেডান স্পোর্টিং ক্লাবেj সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, “কোনও রাজনৈতিক রঙ নয় ৷ তিন প্রধানের জোটবদ্ধ ছবি আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমরা তুলে ধরব ৷ যে ঘটনা ঘটেছে তার নিন্দার ভাষা নেই ৷ সমাজের সর্বস্তরের মানুষের মতো আমরাও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ সেই লক্ষ্যেই আমরা একসঙ্গে চলব বলে সিদ্ধান্ত নিয়েছি ৷”

কলকাতা, 19 অগস্ট: ফের এক ছাতার তলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিং ৷ ময়দানের তিন প্রধানকে একমঞ্চে নিয়ে এসেছে আরজি কর কাণ্ড । হাসপাতালের মধ্যে ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব সমাজের সর্বস্তরের মানুষ ৷ ইতিমধ্যেই বাতিল ডার্বির মঞ্চে একজোট হয়ে প্রতিবাদ করেছে তিন প্রধানের সমর্থকরা ।

তাঁদের সেই প্রতিবাদের প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মধ্যেও ৷ ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাস, মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা, অনুর্ধ্ব-20 সাফ ফুটবলের মঞ্চে মণিরুল মোল্লা ৷ তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে ৷

সমর্থকরা জোটবদ্ধ হয়ে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাখীবন্ধন উৎসব করেছেন ৷ কিন্তু এই সম্মিলিত প্রতিবাদের কণ্ঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের প্রশাসনিক কর্তাদের কোনও বিবৃতি পাওয়া যাচ্ছিল না । তিন প্রধানের সমর্থকদের এই সামাজিক আন্দোলনে অবস্থান কী, সেটাও সামনে আসেনি । অবশেষে সম্ভবত নড়েচড়ে বসতে চলেছে তিন প্রধান ৷

Joint PC of Mohun Bagan, East Bengal and Mohammedan SC
আরজি কর কাণ্ডের প্রতিবাদে যৌথ সাংবাদিক সম্মেলন (মোহনবাগান ক্লাব)

মঙ্গলবার সন্ধ্যায় ক্রীড়া সাংবাদিক ক্লাবে ইস্টবেঙ্গল সচিব রুপক সাহা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও মহমেডান সচিব ইস্তেয়াক আহমেদ (রাজু) একজোট হয়ে সাংবাদিক সম্মেলন করবেন ৷ সেখানেই তাঁরা তাঁদের এই ইস্যুতে অবস্থান জানাবেন ।

মহমেডান স্পোর্টিং ক্লাবেj সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, “কোনও রাজনৈতিক রঙ নয় ৷ তিন প্রধানের জোটবদ্ধ ছবি আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমরা তুলে ধরব ৷ যে ঘটনা ঘটেছে তার নিন্দার ভাষা নেই ৷ সমাজের সর্বস্তরের মানুষের মতো আমরাও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ সেই লক্ষ্যেই আমরা একসঙ্গে চলব বলে সিদ্ধান্ত নিয়েছি ৷”

Last Updated : Aug 20, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.