কলকাতা, 19 অগস্ট: ফের এক ছাতার তলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিং ৷ ময়দানের তিন প্রধানকে একমঞ্চে নিয়ে এসেছে আরজি কর কাণ্ড । হাসপাতালের মধ্যে ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব সমাজের সর্বস্তরের মানুষ ৷ ইতিমধ্যেই বাতিল ডার্বির মঞ্চে একজোট হয়ে প্রতিবাদ করেছে তিন প্রধানের সমর্থকরা ।
তাঁদের সেই প্রতিবাদের প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মধ্যেও ৷ ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী, মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু, কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটাল, প্রবীর দাস, মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা, অনুর্ধ্ব-20 সাফ ফুটবলের মঞ্চে মণিরুল মোল্লা ৷ তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে ৷
সমর্থকরা জোটবদ্ধ হয়ে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাখীবন্ধন উৎসব করেছেন ৷ কিন্তু এই সম্মিলিত প্রতিবাদের কণ্ঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের প্রশাসনিক কর্তাদের কোনও বিবৃতি পাওয়া যাচ্ছিল না । তিন প্রধানের সমর্থকদের এই সামাজিক আন্দোলনে অবস্থান কী, সেটাও সামনে আসেনি । অবশেষে সম্ভবত নড়েচড়ে বসতে চলেছে তিন প্রধান ৷
মঙ্গলবার সন্ধ্যায় ক্রীড়া সাংবাদিক ক্লাবে ইস্টবেঙ্গল সচিব রুপক সাহা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও মহমেডান সচিব ইস্তেয়াক আহমেদ (রাজু) একজোট হয়ে সাংবাদিক সম্মেলন করবেন ৷ সেখানেই তাঁরা তাঁদের এই ইস্যুতে অবস্থান জানাবেন ।
মহমেডান স্পোর্টিং ক্লাবেj সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, “কোনও রাজনৈতিক রঙ নয় ৷ তিন প্রধানের জোটবদ্ধ ছবি আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমরা তুলে ধরব ৷ যে ঘটনা ঘটেছে তার নিন্দার ভাষা নেই ৷ সমাজের সর্বস্তরের মানুষের মতো আমরাও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ সেই লক্ষ্যেই আমরা একসঙ্গে চলব বলে সিদ্ধান্ত নিয়েছি ৷”