ETV Bharat / sports

গুরুতর নয় থাপার চোট, ওড়িশাকে রুখে বাগানে আটদিনের ছুটি - ISL 2024 25

মাঝে সামান্য বিরতি ৷ আইএসএলের পরবর্তী ম্য়াচে নামার আগে তাই বাগানে কয়েকদিনের ছুটি ৷ ওড়িশার বিরুদ্ধে পারফরম্য়ান্সে কতটা সন্তুষ্ট মোলিনা?

MOHUN BAGAN PRACTICE
বাগানের অনুশীলন (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 8:07 PM IST

কলকাতা, 11 নভেম্বর: আইএসএলে আপাতত বেশ কিছুটা বিরতি ৷ ওড়িশা এফসি ম্য়াচের পর তাই ফুটবলারদের আটদিনের ছুটি দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। আগামী 19 নভেম্বর থেকে ফের অনুশীলন শুরু হবে বাগানে। ছুটি পেয়েই কোচ এবং ফুটবলাররা যে যাঁর বাড়ির পথে। 18 নভেম্বর পুনরায় তাঁরা কলকাতায় মিলিত হবেন। ওড়িশা এফসি'র বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র করেছে মোহনবাগান। একাধিক গোলের সুযোগ তৈরি করে সার্জিও লোবেরার ওড়িশাকে রবিবার ব্যাকফুটে ঠেলে রেখেছিল সবুজ-মেরুন। জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়লেও এক পয়েন্টে খুশি কোচ।

ম্যারাথন লিগে এই গুরুত্বপূর্ণ এক পয়েন্টগুলোই কাজে আসবে বলে মনে করছেন মোলিনা। তবে চিন্তার কারণ অনিরুদ্ধ থাপার চোট। আহমেদ জাহুর কড়া ট্যাকেলে রবিবার চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মিডফিল্ডার। মাঠ ছাড়তে হয়েছিল খোঁড়াতে খোঁড়াতে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট জানাচ্ছে, থাপার চোট গুরুতর নয়। সাতদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, 23 নভেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে তাঁর নামতে অসুবিধা হওয়ার কথা নয়। চোট গুরুতর নয় গ্রেগ স্টুয়ার্টেরও। ওড়িশায় না-পেলেও কোচ হোসে মোলিনা পরের ম্য়াচে স্কটিশ তারকাকে পাওয়ার ব্য়াপারে আশাবাদী।

ওড়িশার বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি সবুজ-মেরুন হেডস্যর। মোলিনা বলছেন, "প্রতিপক্ষকে চাপে রাখা, আক্রমণ, ভাল পাসিং, সবই আমরা করেছি। কিন্তু ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বাড়তি কিছুর প্রয়োজন ছিল। তবে স্বীকার করতেই হবে আমাদের অনেক ভুলও হয়েছে আজ। সেগুলো শুধরে নিতে হবে।" গ্রেগ স্টুয়ার্টের চোটের কারণে প্রথম একাদশে ফিরেছিলেন দিমিত্রি পেত্রাতোস। আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রক্ষার পাশাপাশি মনবীর সিংয়ের সমতাসূচক গোলের কর্নার এসেছে অজির পা থেকেই। স্বাভাবিকভাবেই প্রাক্তন বিশ্বকাপারের প্রশংসা মোলিনার গলায়।

তিনি বলছেন, "যথেষ্ট ভাল খেলেছে দিমি। আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, মাঝমাঠেও যথেষ্ট তৎপর ছিল। মনবীর-লিস্টনদের সঙ্গে ভালো বোঝাপড়াও গড়ে তুলেছিল ও। সবমিলিয়ে প্রত্যাশিত পারফরম্যান্সই দিয়েছে ৷" সাত ম্য়াচে 14 পয়েন্ট নিয়ে টেবিলে দু'য়ে মোহনবাগান ৷ খালিদ জামিলের দলে বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিক এবং শারীরিকভাবে তরতাজা হওয়াই লক্ষ্য মোলিনা অ্যান্ড কোম্পানির ৷

কলকাতা, 11 নভেম্বর: আইএসএলে আপাতত বেশ কিছুটা বিরতি ৷ ওড়িশা এফসি ম্য়াচের পর তাই ফুটবলারদের আটদিনের ছুটি দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। আগামী 19 নভেম্বর থেকে ফের অনুশীলন শুরু হবে বাগানে। ছুটি পেয়েই কোচ এবং ফুটবলাররা যে যাঁর বাড়ির পথে। 18 নভেম্বর পুনরায় তাঁরা কলকাতায় মিলিত হবেন। ওড়িশা এফসি'র বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র করেছে মোহনবাগান। একাধিক গোলের সুযোগ তৈরি করে সার্জিও লোবেরার ওড়িশাকে রবিবার ব্যাকফুটে ঠেলে রেখেছিল সবুজ-মেরুন। জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়লেও এক পয়েন্টে খুশি কোচ।

ম্যারাথন লিগে এই গুরুত্বপূর্ণ এক পয়েন্টগুলোই কাজে আসবে বলে মনে করছেন মোলিনা। তবে চিন্তার কারণ অনিরুদ্ধ থাপার চোট। আহমেদ জাহুর কড়া ট্যাকেলে রবিবার চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মিডফিল্ডার। মাঠ ছাড়তে হয়েছিল খোঁড়াতে খোঁড়াতে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট জানাচ্ছে, থাপার চোট গুরুতর নয়। সাতদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, 23 নভেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে তাঁর নামতে অসুবিধা হওয়ার কথা নয়। চোট গুরুতর নয় গ্রেগ স্টুয়ার্টেরও। ওড়িশায় না-পেলেও কোচ হোসে মোলিনা পরের ম্য়াচে স্কটিশ তারকাকে পাওয়ার ব্য়াপারে আশাবাদী।

ওড়িশার বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি সবুজ-মেরুন হেডস্যর। মোলিনা বলছেন, "প্রতিপক্ষকে চাপে রাখা, আক্রমণ, ভাল পাসিং, সবই আমরা করেছি। কিন্তু ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বাড়তি কিছুর প্রয়োজন ছিল। তবে স্বীকার করতেই হবে আমাদের অনেক ভুলও হয়েছে আজ। সেগুলো শুধরে নিতে হবে।" গ্রেগ স্টুয়ার্টের চোটের কারণে প্রথম একাদশে ফিরেছিলেন দিমিত্রি পেত্রাতোস। আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রক্ষার পাশাপাশি মনবীর সিংয়ের সমতাসূচক গোলের কর্নার এসেছে অজির পা থেকেই। স্বাভাবিকভাবেই প্রাক্তন বিশ্বকাপারের প্রশংসা মোলিনার গলায়।

তিনি বলছেন, "যথেষ্ট ভাল খেলেছে দিমি। আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, মাঝমাঠেও যথেষ্ট তৎপর ছিল। মনবীর-লিস্টনদের সঙ্গে ভালো বোঝাপড়াও গড়ে তুলেছিল ও। সবমিলিয়ে প্রত্যাশিত পারফরম্যান্সই দিয়েছে ৷" সাত ম্য়াচে 14 পয়েন্ট নিয়ে টেবিলে দু'য়ে মোহনবাগান ৷ খালিদ জামিলের দলে বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিক এবং শারীরিকভাবে তরতাজা হওয়াই লক্ষ্য মোলিনা অ্যান্ড কোম্পানির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.