কলকাতা, 29 অগস্ট: গত বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং বনাম সুরুচি সংঘের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি সম্পন্ন হল ঠিক এক সপ্তাহ পর ৷ 1-2 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় খেলা শুরু করে 2-2 শেষ করল সাদা-কালো শিবির ৷ সেইসঙ্গে সুপার সিক্সের আশা বেঁচে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷
এদিন সুরুচির রক্ষণকে ব্যাকফুটে ঠেলে রেখেছিলেন কিমা, মহিতোষ, সজলরা। ফলত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সাদা-কালো ফুটবলারদেরই পায়ে। একসময় খেলাটি হচ্ছিল শুধুই সুরুচির পেনাল্টি বক্সে। ফলশ্রুতিতে ম্যাচের 68 মিনিটে দলকে সমতায় ফেরান কিমা। পরবর্তী সময়ে গোলের সুযোগ তৈরি করলেও মহামেডান কাজের কাজ করতে পারেনি। এই ড্রয়ের ফলে সুপার সিক্সের দৌড়ে তারা অক্সিজেন পেল বলা যায়।
22 অগস্ট বৃষ্টির কারণে কলকাতা লিগের মহামেডান বনাম সুরুচির ম্যাচ পণ্ড হয়েছিল। প্রথমার্ধ পর্যন্ত স্কোর ছিল সুরুচির পক্ষে 2-1। সেই অসম্পূর্ণ ম্যাচ সম্পূর্ণ হল এদিন ৷ বৃহস্পতিবার খেলার শেষে দু'দলই পারস্পরিক অভিযোগে সরব। এমনকী কাঠগড়ায় আইএফএ। বৃহস্পতিবার সাতদিন আগের পণ্ড ম্যাচের অবশিষ্ট খেলতে নেমে জেমস সিং এবং সুজিত সিংকে পায়নি মহামেডান। পরিবর্তে সাদা-কালো দীনেশ মিতেইকে প্রথম একাদশে নিয়ে আসে অধিনায়ক জেমস সিংয়ের জায়গায়।
Spoils shared after an entertaining second half. 🤝
— Mohammedan SC (@MohammedanSC) August 29, 2024
#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteArmy 🤍🖤 #IndianFootball ⚽ #CFL2024 pic.twitter.com/V4RrTr2QOm
অন্যদিকে খিদিরপুর ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে নামতে পারেননি সুরুচি সংঘের এক ফুটবলার। নিয়মের গেরোয় তাঁদের ফুটবলার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে অবশিষ্ট ম্যাচে মাঠে না নামতে পারায় সরব সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি খারাপ রেফারিং নিয়েও সরব। সুপার সিক্সে পৌঁছতে হলে আপাতত গ্রুপ 'এ'-র দ্বিতীয়স্থানে থাকা সুরুচি সংঘকে পরের ম্যাচে পয়েন্ট নষ্ট করলে চলবে না। এই মুহূর্তে সুরুচির পকেটে 11 ম্যাচে 21 পয়েন্ট ৷ অন্যদিকে মহামেডান স্পোর্টিং কোচ জানিয়েছেন, ছেলেদের লড়াইয়ে তিনি খুশি এবং মেসার্সের বিরুদ্ধে জিতে সুপার সিক্সে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। দিনের অন্যান্য খেলায় জয় পেয়েছে ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর এসসি এবং সাদার্ন সমিতি ৷