ETV Bharat / sports

বাইশ গজে ফিরতে প্রস্তুত শামি, বাংলার হয়ে নামবেন রঞ্জির পরবর্তী ম্য়াচে!

সবুজ সংকেত পেলেই মাঠে নামতে প্রস্তুত ৷ জানিয়ে দিলেন মহম্মদ শামি ৷ কেরলের বিরুদ্ধে পরবর্তী রঞ্জি ম্যাচ খেলতে চান বলেও জানালেন তিনি ৷

MOHAMMED SHAMI
মহম্মদ শামি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : 8 hours ago

গুরুগ্রাম, 21 অক্টোবর: রবিবার ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট শেষ হওয়ার পর চিন্নাস্বামীতে পুরোদমে বোলিং অনুশীলন করেছেন তিনি ৷ আর পরদিনই বড়সড় দাবি করলেন মহম্মদ শামি ৷ 2023 বিশ্বকাপের পর থেকে বাইশ গজে না-নামা ক্রিকেটার জানালেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সবুজ সংকেত দিলেই বাংলার হয়ে রঞ্জি খেলতে প্রস্তুত তিনি ৷ গুরুগ্রামে সংবাদসংস্থা আইএএনএস'কে এমনটাই জানালেন জাতীয় দলের পেসার ৷

বোলিং কোচ মর্নে মর্কেলের তত্ত্বাবধানে রবিবার ম্য়াচ শেষের পর চিন্নাস্বামীতে একঘণ্টারও বেশি সময় পুরোদমে বোলিং অনুশীলন করেন শামি ৷ হাজির ছিলেন সহকারি কোচ অভিষেক নায়ারও ৷ হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা থাকলেও অনুশীলনে বা অনুশীলন শেষে কোনওরকম অস্বস্তি অনুভব করেননি 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷ এরপর সোমবার সংবাদসংস্থা আইএএনএস'কে তিনি বলেন, "গতকালের আগে অর্ধেক রান-আপে বোলিং করছিলাম আমি ৷ কিন্তু কাল সাহস করে পুরো রান-আপেই অনুশীলন করেছি ৷ তাতে কোনও অসুবিধা হয়নি ৷ আমার শরীর ভালোভাবেই সায় দিয়েছে ৷ আমি সুস্থ হচ্ছি ক্রমশ ৷"

এই প্রসঙ্গেই উঠে আসে বাইশ গজে ফেরা অর্থাৎ আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার প্রশ্ন ৷ শামি উত্তরে বলেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিই মূল লক্ষ্য ৷ কিন্তু আমি কোনও তাড়াহুড়ো করতে চাই না ৷ পুরো ফিট হয়ে আমি বাংলার হয়ে প্রথমে রঞ্জি খেলতে চাই ৷" তাহলে কি আগামী 26 অক্টোবর থেকে ইডেনে শুরু হতে চলা কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে হাত ঘোরাতে দেখা যাবে শামিকে ? উত্তরে বঙ্গ পেসার বলেন, "সবকি'ছু নির্ভর করছে কত দ্রুত আমি উন্নতি করছি তার উপর ৷ হাঁটুতে কোনও সমস্য়া আর নেই ৷ তবু এনসিএ মেডিক্যাল টিমের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি ৷ সেটা পেয়ে গেলে কেরলের বিরুদ্ধে বাংলার হয়ে খেলতে প্রস্তুত আমি ৷"

কেরল ও কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জিতে মাঠে নামলে তা বর্ডার-গাভাসকর ট্রফির আগে শামির জন্য যে সবচেয়ে ভালো ড্রেস রিহার্সাল হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ বাংলার পাশাপাশি টিম ইন্ডিয়াও ডানহাতি জোরে বোলারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ৷ সম্প্রতি ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, শামির হাঁটুতে পুনরায় একটা সমস্যা হয়েছিল ৷ তাই কোনও ঝুঁকি নিয়ে বঙ্গ পেসারকে অস্ট্রেলিয়া সফরে চান না তিনি ৷ যদিও সোমবার শামি যা জানালেন, তাতে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা ৷

গুরুগ্রাম, 21 অক্টোবর: রবিবার ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট শেষ হওয়ার পর চিন্নাস্বামীতে পুরোদমে বোলিং অনুশীলন করেছেন তিনি ৷ আর পরদিনই বড়সড় দাবি করলেন মহম্মদ শামি ৷ 2023 বিশ্বকাপের পর থেকে বাইশ গজে না-নামা ক্রিকেটার জানালেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সবুজ সংকেত দিলেই বাংলার হয়ে রঞ্জি খেলতে প্রস্তুত তিনি ৷ গুরুগ্রামে সংবাদসংস্থা আইএএনএস'কে এমনটাই জানালেন জাতীয় দলের পেসার ৷

বোলিং কোচ মর্নে মর্কেলের তত্ত্বাবধানে রবিবার ম্য়াচ শেষের পর চিন্নাস্বামীতে একঘণ্টারও বেশি সময় পুরোদমে বোলিং অনুশীলন করেন শামি ৷ হাজির ছিলেন সহকারি কোচ অভিষেক নায়ারও ৷ হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা থাকলেও অনুশীলনে বা অনুশীলন শেষে কোনওরকম অস্বস্তি অনুভব করেননি 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷ এরপর সোমবার সংবাদসংস্থা আইএএনএস'কে তিনি বলেন, "গতকালের আগে অর্ধেক রান-আপে বোলিং করছিলাম আমি ৷ কিন্তু কাল সাহস করে পুরো রান-আপেই অনুশীলন করেছি ৷ তাতে কোনও অসুবিধা হয়নি ৷ আমার শরীর ভালোভাবেই সায় দিয়েছে ৷ আমি সুস্থ হচ্ছি ক্রমশ ৷"

এই প্রসঙ্গেই উঠে আসে বাইশ গজে ফেরা অর্থাৎ আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার প্রশ্ন ৷ শামি উত্তরে বলেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিই মূল লক্ষ্য ৷ কিন্তু আমি কোনও তাড়াহুড়ো করতে চাই না ৷ পুরো ফিট হয়ে আমি বাংলার হয়ে প্রথমে রঞ্জি খেলতে চাই ৷" তাহলে কি আগামী 26 অক্টোবর থেকে ইডেনে শুরু হতে চলা কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে হাত ঘোরাতে দেখা যাবে শামিকে ? উত্তরে বঙ্গ পেসার বলেন, "সবকি'ছু নির্ভর করছে কত দ্রুত আমি উন্নতি করছি তার উপর ৷ হাঁটুতে কোনও সমস্য়া আর নেই ৷ তবু এনসিএ মেডিক্যাল টিমের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি ৷ সেটা পেয়ে গেলে কেরলের বিরুদ্ধে বাংলার হয়ে খেলতে প্রস্তুত আমি ৷"

কেরল ও কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জিতে মাঠে নামলে তা বর্ডার-গাভাসকর ট্রফির আগে শামির জন্য যে সবচেয়ে ভালো ড্রেস রিহার্সাল হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ বাংলার পাশাপাশি টিম ইন্ডিয়াও ডানহাতি জোরে বোলারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ৷ সম্প্রতি ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, শামির হাঁটুতে পুনরায় একটা সমস্যা হয়েছিল ৷ তাই কোনও ঝুঁকি নিয়ে বঙ্গ পেসারকে অস্ট্রেলিয়া সফরে চান না তিনি ৷ যদিও সোমবার শামি যা জানালেন, তাতে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.