ETV Bharat / sports

রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে বিতর্কে ইতি গোয়েঙ্কার ! - IPL 2024 - IPL 2024

Sanjiv Goenka Invites KL Rahul: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জঘন্য হারের পর মাঠের মধ্যেই অধিনায়ক কেএল রাহুলকে তিরস্কার করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ যা নিয়ে গোয়েঙ্কার আচরণের সমালোচনায় সরব হয়েছিল বিভিন্ন মহল ৷ সেই বিতর্কেই এবার ইতি টানার চেষ্টা লখনউ মালিকের ৷

ETV BHARAT
কেএল রাহুলকে নৈশ্যভোজের আমন্ত্রণ সঞ্জীব গোয়েঙ্কার ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 9:20 PM IST

নয়াদিল্লি, 14 মে: সোমবার রাতে দিল্লির বাড়িতে কেএল রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের একদিন আগে শুধুমাত্র কেএল-এর জন্যই এই বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন এলএসজি মালিক ৷ বাসভবনে রাহুলের আলিঙ্গনবদ্ধ হন গোয়েঙ্কা ৷ দু’জনে ছবিও তোলেন ৷ সেই ছবিই মঙ্গলবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

ভাইরাল হওয়া ওই ছবিতে কেএল রাহুলকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে ৷ দু’জনকেই স্বাভাবিক দেখিয়েছে সোমবার রাতের এই বিশেষ নৈশভোজে ৷ সমালোচকদের একাংশ মনে করছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষে যে ব্যবহার গোয়েঙ্কা রাহুলের সঙ্গে করেছিলেন, সোমবারে নৈশভোজ সেই বিতর্কে জল ঢালার চেষ্টা ৷ উল্লেখ্য, সানরাইজার্সের বিরুদ্ধে মাত্র 68 বল বাকি তাকতে 10 উইকেটে ম্যাচ হেরেছিল লখনউ সুপার জায়ান্টস ৷ ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার মাত্র 58 বলে 167 রানের বিধ্বংসী পার্টনারশিপের জেরে পর্যুদস্ত হয়েছিল লখনউ ৷

ম্যাচে এই বিশ্রী হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বাউন্ডারি লাইনে সঞ্জীব গোয়েঙ্কার বিরাগভাজন হন রাহুল ৷ মাঠের ধারে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্র্যাঞ্চাইজি মালিককে ৷ গোয়েঙ্কার আচরণেই বোঝা যায় জঘন্য ফলাফলের কারণে তিনি অধিনায়ককে দুষছেন ৷ গোয়েঙ্কার প্রকাশ্যে ওই আচরণ মোটেই ভালোভাবে নেয়নি ক্রিকেট বিশ্ব ৷ এমনকী ক্রিকেট অনুরাগীরাও গোয়েঙ্কার সমালোচনা করেন ৷

বীরেন্দ্র সেহওয়াগ গোয়েঙ্কার আচরণের নিন্দা করেছিলেন ৷ তিনি সরাসরি বলেন, "সঞ্জীব গোয়েঙ্কা দলের মালিক হতে পারেন ৷ কিন্তু তাঁর অধিকার নেই এভাবে একজন ক্রিকেটারকে তিরস্কার করার ৷ উনি শিল্পপতি, শুধু ব্যবসাটা বোঝেন ৷ দল কিনেছেন, লাভ করতে এসেছেন ৷ দল হারছে বলে যে, ওনার ক্ষতি হচ্ছে তা নয় ৷ উনি শুধু দলটা কিনে রেখেছেন ৷ ওনাকে ফ্র্যাঞ্চাইজি থেকে লভ্যাংশ দেওয়ার জন্য প্রচুর লোক কাজ করে চলেছেন ৷ দল না-জিতলেও উনি লাভ করছেন, তাহলে উনি কেন একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করবেন ?"

মঙ্গলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে সিজনের ত্রয়োদশ ম্যাচ খেলছে লখনউ সুপার জায়ান্টস ৷ সেই ম্যাচ জিতলে লখনউ ভালোভাবেই প্লে-অফের দৌড়ে থাকবে ৷ অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস এই মরশুমে লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ৷ প্লে-অফের দৌড়ে ঋষভ পন্তরা টিকে থাকলেও সেখানে রয়েছে জটিল পরিসংখ্যান ৷ আজকের ম্যাচ বড় ব্যবধানে জিতে নেট রানরেট ইতিবাচক করতে হবে তাঁদের ৷ এরপরেও অনেক জটিল অংক তাদের জন্য ৷

আরও পড়ুন:

  1. সামনেই টি-20 বিশ্বকাপ, ‘মেন ইন ব্লু’র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই
  2. বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর-গুজরাত ম্যাচ, তৃতীয় দল হিসাবে ছিটকে গেলেন শুভমনরা
  3. অধিনায়কের হাত ধরে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সির আত্মপ্রকাশ

নয়াদিল্লি, 14 মে: সোমবার রাতে দিল্লির বাড়িতে কেএল রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের একদিন আগে শুধুমাত্র কেএল-এর জন্যই এই বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন এলএসজি মালিক ৷ বাসভবনে রাহুলের আলিঙ্গনবদ্ধ হন গোয়েঙ্কা ৷ দু’জনে ছবিও তোলেন ৷ সেই ছবিই মঙ্গলবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

ভাইরাল হওয়া ওই ছবিতে কেএল রাহুলকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে ৷ দু’জনকেই স্বাভাবিক দেখিয়েছে সোমবার রাতের এই বিশেষ নৈশভোজে ৷ সমালোচকদের একাংশ মনে করছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষে যে ব্যবহার গোয়েঙ্কা রাহুলের সঙ্গে করেছিলেন, সোমবারে নৈশভোজ সেই বিতর্কে জল ঢালার চেষ্টা ৷ উল্লেখ্য, সানরাইজার্সের বিরুদ্ধে মাত্র 68 বল বাকি তাকতে 10 উইকেটে ম্যাচ হেরেছিল লখনউ সুপার জায়ান্টস ৷ ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার মাত্র 58 বলে 167 রানের বিধ্বংসী পার্টনারশিপের জেরে পর্যুদস্ত হয়েছিল লখনউ ৷

ম্যাচে এই বিশ্রী হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বাউন্ডারি লাইনে সঞ্জীব গোয়েঙ্কার বিরাগভাজন হন রাহুল ৷ মাঠের ধারে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্র্যাঞ্চাইজি মালিককে ৷ গোয়েঙ্কার আচরণেই বোঝা যায় জঘন্য ফলাফলের কারণে তিনি অধিনায়ককে দুষছেন ৷ গোয়েঙ্কার প্রকাশ্যে ওই আচরণ মোটেই ভালোভাবে নেয়নি ক্রিকেট বিশ্ব ৷ এমনকী ক্রিকেট অনুরাগীরাও গোয়েঙ্কার সমালোচনা করেন ৷

বীরেন্দ্র সেহওয়াগ গোয়েঙ্কার আচরণের নিন্দা করেছিলেন ৷ তিনি সরাসরি বলেন, "সঞ্জীব গোয়েঙ্কা দলের মালিক হতে পারেন ৷ কিন্তু তাঁর অধিকার নেই এভাবে একজন ক্রিকেটারকে তিরস্কার করার ৷ উনি শিল্পপতি, শুধু ব্যবসাটা বোঝেন ৷ দল কিনেছেন, লাভ করতে এসেছেন ৷ দল হারছে বলে যে, ওনার ক্ষতি হচ্ছে তা নয় ৷ উনি শুধু দলটা কিনে রেখেছেন ৷ ওনাকে ফ্র্যাঞ্চাইজি থেকে লভ্যাংশ দেওয়ার জন্য প্রচুর লোক কাজ করে চলেছেন ৷ দল না-জিতলেও উনি লাভ করছেন, তাহলে উনি কেন একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করবেন ?"

মঙ্গলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে সিজনের ত্রয়োদশ ম্যাচ খেলছে লখনউ সুপার জায়ান্টস ৷ সেই ম্যাচ জিতলে লখনউ ভালোভাবেই প্লে-অফের দৌড়ে থাকবে ৷ অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস এই মরশুমে লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ৷ প্লে-অফের দৌড়ে ঋষভ পন্তরা টিকে থাকলেও সেখানে রয়েছে জটিল পরিসংখ্যান ৷ আজকের ম্যাচ বড় ব্যবধানে জিতে নেট রানরেট ইতিবাচক করতে হবে তাঁদের ৷ এরপরেও অনেক জটিল অংক তাদের জন্য ৷

আরও পড়ুন:

  1. সামনেই টি-20 বিশ্বকাপ, ‘মেন ইন ব্লু’র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই
  2. বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর-গুজরাত ম্যাচ, তৃতীয় দল হিসাবে ছিটকে গেলেন শুভমনরা
  3. অধিনায়কের হাত ধরে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সির আত্মপ্রকাশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.