কলকাতা, 14 এপ্রিল: আহা! কী ম্যাচ ৷ নববর্ষের দিন ঘরের মাঠে জয়ের সঙ্গে পাওনা ইডেনে পাঠানের চিয়ার-আপ ৷ এই জয়ে কেকেআরের সমর্থকদের মনের মণিকোঠায় গাঁথা রইল ৷ বিদেশি ব্যাটার ফিল সল্টের দাপটে ফের একবার হারের মুখ দেখল কেএল রাহুলের লখনউ ৷ অপরাজিত থেকে 89 রানের অনবদ্য ইনিংসে নববর্ষের দিন জয়ের মুখ দেখল নাইট শিবির ৷ তাতে ইতিহাসের পাতায় নাম তুলল শ্রেয়সের কেকেআর বাহিনী ৷ এর আগে কখনউ লখনউকে হারাতে পারেনি নাইট শিবির ৷ তবে আজ আর মাথা নত নয় ৷ আট উইকেটে লখনউকে 'বধ' করে পালটা গর্জন করল সল্ট বাহিনী ৷
ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্টই যে ম্যাচের নায়ক, তা আর আলাদা করে বলতে হবে না ৷ এপর্যন্ত চলতি আইপিএলে পাঁচ ম্যাচে চারটেতে জয় পেল কেকেআর ৷ গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল শ্রেয়সদের ৷ তবে আজকের জয়ে সেই হারের কষ্ট মুছে গেল ৷ এদিন প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল 161 রান ৷ আর তা চেজ করতে এদিন এতটুকু অসুবিধে হয়নি কলকাতার ব্যাটারদের ৷ বোলিংয়ে সুনীল নারিন ও স্টার্কের দাপট পরে ব্যাটিংয়ে জয়জয়কার সল্টের ৷
প্রথম 4 ওভারে 44 রান তুলে নেন ফিল সল্টেরা। ওপেনার নারাইন এবং তিন নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশীর উইকেট হারিয়েও রানের গতি কমেনি কলকাতার। কলকাতার ব্যাটারদের মধ্যে নারাইন (6) এবং অঙ্গকৃশ (7) রান পাননি। তাঁদের উইকেট হারিয়েও সহজে রান তুলল কলকাতা। সল্ট চার মেরে ম্যাচ জেতান। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শ্রেয়স। কিন্তু 38 বলে 38 রান করেন তিনি। 26 বল বাকি থাকতে ম্যাচ জেতে কলকাতা। হাতে 8 উইকেটও ছিল। রানরেট বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে এই ম্যাচ।
আরও পড়ুন: