গুয়াহাটি, 19 মে: আইপিএলের প্রথম কোয়ালিফায়ার 'কাটে কি টক্কর' ৷ আগামী 21 মে অর্থাৎ মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ৷ পরদিন অর্থাৎ 22 মে এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার, কলকাতা বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হায়দরাবাদ লিগ টেবিলে শেষ করল দুইয়ে ৷ অন্যদিকে, কেকেআর যেহেতু পয়লা নম্বরে তাই অরেঞ্জ ব্রিগেডের সঙ্গে পার্পল ব্রিগেড সামনাসামনি হবে প্রথম কোয়ালিফায়ারে ৷
রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে এদিন পঞ্জাবের বড় রান তাড়া করে জেতে হায়দরাবাদ ৷ কিন্তু বৃষ্টির কারণে বরসাপাড়ায় এদিন দ্বিতীয় ম্যাচে একটি বলও গড়ায়নি। রাত 10টা 56 মিনিট পর্যন্ত অপেক্ষা করেও কলকাতা বনাম রাজস্থান ম্যাচ শুরু করা যায়নি। নাইটদের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিয়ে রয়্যালস পয়েন্টের নিরিখে সানরাইজার্সের সঙ্গে সমমেরুতে শেষ করলেও নেট রানরেটে এগিয়ে থেকে দু'য়ে থামল প্যাট কামিন্সের দল ৷
ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় সন্ধে সাড়ে সাতটার বদলে গুয়াহাটিতে এদিন টস-ই হয় রাত সাড়ে দশটায় ৷ বরসাপাড়ায় এদিন টস জেতেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ ভেজা মাঠে প্রতিপক্ষ রয়্যালসকে অল্প রানে বাঁধতে সঞ্জুদের ব্যাট করানোর সিদ্ধান্ত নেন পার্পল ব্রিগেডের অধিনায়ক ৷ কিন্তু বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই ওভার সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালরা ৷ ক্রিকেটারেরা জার্সি পরে যখন মাঠে নামার জন্য তৈরি, তখন ফের বৃষ্টি নামে। পিচ এবং আশেপাশের অংশ ঢেকে ফেলা হয় কভারে। এরপর আর ম্যাচ শুরু করা যায়নি ৷ অনতিপরেই বৃষ্টির কারণে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন অফিসিয়ালরা ৷
আরও পড়ুন: