ETV Bharat / sports

আইসিসি’র মসনদে জয় শাহ, চেয়ারম্যানের দায়িত্ব নিলেন অমিত-তনয়

আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ ৷ আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা’র দায়িত্ব নিলেন অমিত-তনয় ৷

JAY SHAH ICC CHAIRMAN
আইসিসি’র মসনদে জয় শাহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

মুম্বই, 1 ডিসেম্বর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে এবার সরকারিভাবে ‘প্রাক্তন’ হলেন জয় শাহ ৷ আইসিসি’র চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন তিনি ৷ 27 অগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (International Cricket Council) চেয়ারম্যান হয়েছিলেন তিনি ৷ আজ সরকারিভাবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা’র দায়িত্ব নিলেন জয় শাহ ৷

আইসিসি’র চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই কড়া চ্যালেঞ্জের মুখে জুনিয়র শাহ ৷ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাবে না বলে আগেই জানিয়েছিল ভারত ৷ সেসময় বিসিসিআই সচিব ছিলেন শাহ ৷ আইসিসি’র কাছে গিয়েছে পাকিস্তান ৷ দু’দিনের মিটিংয়ের নির্যাস বলছে, সম্ভবত হাইব্রিড মোডেই হবে টুর্নামেন্ট ৷ এবার বিসিসিআই সচিব জয় শাহ ও পাকিস্তানের জোড়া আর্জিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব ৷

বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ ৷ 2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় ৷ 2022 সালের সেপ্টেম্বরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ফের ওই পদে বসেন তিনি ৷ তাঁর সময়কালেই 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ এবার আরও বাড়ল অমিত-পুত্রের কাজের পরিধি ৷ দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন তিনি ৷ 2028 অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং মহিলাদের ক্রিকেটের উন্নয়নের কথা উঠে এসেছে তাঁর প্রথম ভাষণে ৷

দ্য এজের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ব্রডকাস্টিং সংস্থা স্টারের সঙ্গে আইসিসি’র গভর্নিং বডির সমস্যা শুরু হয় ৷ 4.46 বিলিয়ন ডলারের ওই দুর্নীতির অভিযোগের পরেই পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন শেষ চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ 2022 সালে দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যানের পদে বসেন বার্কলে ৷

ভারত থেকে এর আগে মাত্র চার’জন আইসিসি’র সর্বোচ্চ পদে বসেছেন ৷ জগমোহন ডালমিয়া (1997-2000) এবং শরদ পাওয়ার (2010-2012) আইসিসি প্রেসিডেন্ট ছিলেন ৷ 2014 সালে ওই পদ বদলে হয় আইসিসি চেয়ারম্যান ৷ 2014-2015 আইসিসি চেয়ারম্যান ছিলেন এন শ্রীনিবাসন ৷ 2015-2020 ওই পদে ছিলেন শশাঙ্ক মনোহর ৷ জয় শাহ ভারত থেকে তৃতীয় পদাধিকারী (চেয়ারম্যান) হলেন ৷

আরও পড়ুন

মুম্বই, 1 ডিসেম্বর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে এবার সরকারিভাবে ‘প্রাক্তন’ হলেন জয় শাহ ৷ আইসিসি’র চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন তিনি ৷ 27 অগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (International Cricket Council) চেয়ারম্যান হয়েছিলেন তিনি ৷ আজ সরকারিভাবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা’র দায়িত্ব নিলেন জয় শাহ ৷

আইসিসি’র চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই কড়া চ্যালেঞ্জের মুখে জুনিয়র শাহ ৷ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাবে না বলে আগেই জানিয়েছিল ভারত ৷ সেসময় বিসিসিআই সচিব ছিলেন শাহ ৷ আইসিসি’র কাছে গিয়েছে পাকিস্তান ৷ দু’দিনের মিটিংয়ের নির্যাস বলছে, সম্ভবত হাইব্রিড মোডেই হবে টুর্নামেন্ট ৷ এবার বিসিসিআই সচিব জয় শাহ ও পাকিস্তানের জোড়া আর্জিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব ৷

বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ ৷ 2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় ৷ 2022 সালের সেপ্টেম্বরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ফের ওই পদে বসেন তিনি ৷ তাঁর সময়কালেই 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ এবার আরও বাড়ল অমিত-পুত্রের কাজের পরিধি ৷ দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন তিনি ৷ 2028 অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং মহিলাদের ক্রিকেটের উন্নয়নের কথা উঠে এসেছে তাঁর প্রথম ভাষণে ৷

দ্য এজের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ব্রডকাস্টিং সংস্থা স্টারের সঙ্গে আইসিসি’র গভর্নিং বডির সমস্যা শুরু হয় ৷ 4.46 বিলিয়ন ডলারের ওই দুর্নীতির অভিযোগের পরেই পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন শেষ চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ 2022 সালে দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যানের পদে বসেন বার্কলে ৷

ভারত থেকে এর আগে মাত্র চার’জন আইসিসি’র সর্বোচ্চ পদে বসেছেন ৷ জগমোহন ডালমিয়া (1997-2000) এবং শরদ পাওয়ার (2010-2012) আইসিসি প্রেসিডেন্ট ছিলেন ৷ 2014 সালে ওই পদ বদলে হয় আইসিসি চেয়ারম্যান ৷ 2014-2015 আইসিসি চেয়ারম্যান ছিলেন এন শ্রীনিবাসন ৷ 2015-2020 ওই পদে ছিলেন শশাঙ্ক মনোহর ৷ জয় শাহ ভারত থেকে তৃতীয় পদাধিকারী (চেয়ারম্যান) হলেন ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.