ETV Bharat / sports

শততম টেস্টে উজ্জ্বল অশ্বিন, কুলদীপের ঘূর্ণিতে বেকাবু ইংল্যান্ড

IND vs ENG 5th Test: ধরমশালায় রবিচন্দ্রন অশ্বিনের শততম টেস্টে ইংল্যান্ডের ব্যাটারদের উপর ছড়ি ঘোরাচ্ছেন ভারতীয় স্পিনাররা ৷ কূলদীপ ও অশ্বিনের ঘূর্ণিতে চা-বিরতির আগেই 8 উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 9:18 AM IST

Updated : Mar 7, 2024, 2:25 PM IST

ধরমশালা, 7 মার্চ: শুরুটা দারুণ করলেও ভারতীয় স্পিনের ঘূর্ণিতে বেসামাল ইংল্য়ান্ড ৷ লাঞ্চের আগে মাত্র 2টি উইকেট হারালেও তারপর কূলদীপ যাদব ও ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজ ইনিংস ৷ কূলদীপের 5 ও অশ্বিনের জোড়া উইকেটে স্কোরবোর্ডে দু'শো রান তোলার আগে 8 উইকেট হারিয়ে ধুঁকছে স্টোকস অ্যান্ড কোং ৷ চা-বিরতিতে 8 উইকেটে 194 রান তুলেছে ইংল্যান্ড ৷

সিরিজ জেতা হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ তবু ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা ধরমশালায় সিরিজের শেষ টেস্টকে মোটেই হালকাভাবে নেয়নি রোহিত শ অ্যান্ড কোং ৷ সিরিজ 4-1 করার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷

আগেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন ৷ ধরমশালায় পাহাড় ঘেরা ছবির মতো সুন্দর শহরে শততম টেস্ট খেলতে নামেন তামিল অফ-স্পিনার ৷ যদিও ধরমশালায় টসভাগ্য সঙ্গ দিল না রোহিতকে ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ে সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷

কেবল রবি অশ্বিনই নয়, ধরমশালায় শততম টেস্ট খেলছেন ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোও ৷ তাই সিরিজ হাতছাড়া হলেও সতীর্থের শততম টেস্ট স্মরণীয় রাখতে মরিয়া থাকবে বেন স্টোকস বাহিনীও ৷ সবমিলিয়ে এক উপভোগ্য লড়াইয়ের অপেক্ষায় ধরমশালা ৷ পঞ্চম টেস্টে জোড়া পরিবর্তন নিয়ে মাঠে নামল ভারতীয় দল ৷ দলে ফিরলেন জসপ্রীত বুমরা আর ধরমশালায় অভিষেক হল দেবদূত পারিক্কলের ৷

একনজরে ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, দেবদূত পারিক্কল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবি অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ৷

আরও পড়ুন:

  1. 100তম টেস্ট স্মরণীয় করে রাখতে চান অশ্বিন, ধরমশালায় 'ঘরের মাঠে'র আমেজ ইংল্যান্ড শিবিরে
  2. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন

ধরমশালা, 7 মার্চ: শুরুটা দারুণ করলেও ভারতীয় স্পিনের ঘূর্ণিতে বেসামাল ইংল্য়ান্ড ৷ লাঞ্চের আগে মাত্র 2টি উইকেট হারালেও তারপর কূলদীপ যাদব ও ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজ ইনিংস ৷ কূলদীপের 5 ও অশ্বিনের জোড়া উইকেটে স্কোরবোর্ডে দু'শো রান তোলার আগে 8 উইকেট হারিয়ে ধুঁকছে স্টোকস অ্যান্ড কোং ৷ চা-বিরতিতে 8 উইকেটে 194 রান তুলেছে ইংল্যান্ড ৷

সিরিজ জেতা হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ তবু ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা ধরমশালায় সিরিজের শেষ টেস্টকে মোটেই হালকাভাবে নেয়নি রোহিত শ অ্যান্ড কোং ৷ সিরিজ 4-1 করার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷

আগেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন ৷ ধরমশালায় পাহাড় ঘেরা ছবির মতো সুন্দর শহরে শততম টেস্ট খেলতে নামেন তামিল অফ-স্পিনার ৷ যদিও ধরমশালায় টসভাগ্য সঙ্গ দিল না রোহিতকে ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ে সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷

কেবল রবি অশ্বিনই নয়, ধরমশালায় শততম টেস্ট খেলছেন ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোও ৷ তাই সিরিজ হাতছাড়া হলেও সতীর্থের শততম টেস্ট স্মরণীয় রাখতে মরিয়া থাকবে বেন স্টোকস বাহিনীও ৷ সবমিলিয়ে এক উপভোগ্য লড়াইয়ের অপেক্ষায় ধরমশালা ৷ পঞ্চম টেস্টে জোড়া পরিবর্তন নিয়ে মাঠে নামল ভারতীয় দল ৷ দলে ফিরলেন জসপ্রীত বুমরা আর ধরমশালায় অভিষেক হল দেবদূত পারিক্কলের ৷

একনজরে ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, দেবদূত পারিক্কল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবি অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ৷

আরও পড়ুন:

  1. 100তম টেস্ট স্মরণীয় করে রাখতে চান অশ্বিন, ধরমশালায় 'ঘরের মাঠে'র আমেজ ইংল্যান্ড শিবিরে
  2. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন
Last Updated : Mar 7, 2024, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.