ETV Bharat / sports

নিজামের শহরে দুরন্ত জাদেজা, যস্বশী-রাহুলের ব্যাটে বড় রানের লিড ভারতের - ভারত বনাম ইংল্যান্ড

India vs England 1st Test Day 2: হাফ-সেঞ্চুরি করে ভারতের প্রথম ইনিংস টানছে কেএল রাহুল ৷ এটি তাঁর টেস্ট কেরিয়ারের 14 নম্বর হাফ-সেঞ্চুরি ৷ তবে, অতি আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে সেঞ্চুরির মাঠেই ছেড়ে এলেন তরুণ বাঁ-হাতি ওপেনার যস্বশী জয়সওয়াল ৷ দিনের প্রথম ওভারেই জো রুটকে উইকেট দেন ভারতীয় ওপেনার ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 2:07 PM IST

Updated : Jan 26, 2024, 10:19 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি: দ্বিতীয় দিনের শুরুতেই 2 উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে ভারতীয় দল ৷ তখন ফের একবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন কেএল রাহুল ৷ কেরিয়ারের চোদ্দোনম্বর হাফ-সেঞ্চুরি করে ভারতের ইনিংসকে টানছেন ডান হাতি ব্যাটার ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের থেকে লিড নিল ভারত ৷ দ্বিতীয় দিনের প্রথম ওভারে ইংল্যান্ড অধিনায়ক পার্টটাইম অফস্পিনার হিসেবে জো রুটকে নিয়ে আসেন ৷ কিন্তু, প্রথম ওভারেই যস্বশী জয়সওয়ালের (80) উইকেট তুলে নিয়ে ভারতকে দিনের প্রথম ধাক্কাটা দেন তিনি ৷

তবে, হায়দরাবাদের পিচে যে স্পিনের কোনও জুজু নেই, তা বুঝিয়ে দিলেন কেএল রাহুল ৷ শুরুর দিকে ক্লাস ও ধৈর্যের পরীক্ষা দিলেন ৷ আর একবার সেট হতেই অনভিজ্ঞ ব্রিটিশ স্পিনারদের বিরুদ্ধে সহজে রান তুলতে শুরু করেন তিনি ৷ এই মুহূর্তে তিনি ভারতের প্রথম ইনিংসে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছেন ৷ সেই সঙ্গে ঘরের মাঠে টেস্ট ক্রিকেট এক হাজার রান করলেন রাহুল ৷ অন্যদিকে, দিনের প্রথম ওভারে জো রুটকে সামনে দেখে সামলাতে পারেননি যস্বশী ৷

প্রথম ওভারেই রুটকে একটি বাউন্ডারি মারেন ৷ কিন্তু, অফস্টাম্পের বাইরে ফ্লাইটেড বল স্টেপ-আউট করে লং অফের উপর দিয়ে মারার চেষ্টায় নিজের উইকেট হারান বাঁ-হাতি ওপেনার ৷ মিস-টাইম হওয়া শট রুটের হাতেই জমা পড়ে ৷ প্রায় এক কাহিনী শুভমন গিলের ক্ষেত্রেও দেখা গেল আজ ৷ দিনের শুরুর ধাক্কা সামলে একদিকে ভারতের ইনিংসকে মজবুত ভিত দাঁড় করানোর চেষ্টা করছেন কেএল রাহুল ৷ তখন উলটোদিকে সেট হয়েও দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট দিলেন শুভমন (23) ৷

মধ্যাহ্নভোজের পর শ্রেয়স আইয়ারও (35) সেট হয়ে নিজের উইকেট দিয়ে আসেন ৷ তরুণ লেগস্পিনার রেহান আহমেদকে মিড-উইকেট বাউন্ডারিতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন শ্রেয়স ৷ এই মুহূর্তে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ভারতের ইনিংস টানছেন ৷ ভারত 4 উইকেট হারিয়ে আড়াইশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপ কি লালহলুদে সিভেরিওর ভবিষ্যত বদলে দেবে ? বেঙ্গালুরুতে চিঙ্গালসানা সিং
  2. অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ ইংরেজ ইনিংস
  3. আইএসএলের প্রথম ডার্বি 3 ফেব্রুয়ারি, ফিরতি বড়ম্যাচ 10 মার্চ

হায়দরাবাদ, 26 জানুয়ারি: দ্বিতীয় দিনের শুরুতেই 2 উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে ভারতীয় দল ৷ তখন ফের একবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন কেএল রাহুল ৷ কেরিয়ারের চোদ্দোনম্বর হাফ-সেঞ্চুরি করে ভারতের ইনিংসকে টানছেন ডান হাতি ব্যাটার ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের থেকে লিড নিল ভারত ৷ দ্বিতীয় দিনের প্রথম ওভারে ইংল্যান্ড অধিনায়ক পার্টটাইম অফস্পিনার হিসেবে জো রুটকে নিয়ে আসেন ৷ কিন্তু, প্রথম ওভারেই যস্বশী জয়সওয়ালের (80) উইকেট তুলে নিয়ে ভারতকে দিনের প্রথম ধাক্কাটা দেন তিনি ৷

তবে, হায়দরাবাদের পিচে যে স্পিনের কোনও জুজু নেই, তা বুঝিয়ে দিলেন কেএল রাহুল ৷ শুরুর দিকে ক্লাস ও ধৈর্যের পরীক্ষা দিলেন ৷ আর একবার সেট হতেই অনভিজ্ঞ ব্রিটিশ স্পিনারদের বিরুদ্ধে সহজে রান তুলতে শুরু করেন তিনি ৷ এই মুহূর্তে তিনি ভারতের প্রথম ইনিংসে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছেন ৷ সেই সঙ্গে ঘরের মাঠে টেস্ট ক্রিকেট এক হাজার রান করলেন রাহুল ৷ অন্যদিকে, দিনের প্রথম ওভারে জো রুটকে সামনে দেখে সামলাতে পারেননি যস্বশী ৷

প্রথম ওভারেই রুটকে একটি বাউন্ডারি মারেন ৷ কিন্তু, অফস্টাম্পের বাইরে ফ্লাইটেড বল স্টেপ-আউট করে লং অফের উপর দিয়ে মারার চেষ্টায় নিজের উইকেট হারান বাঁ-হাতি ওপেনার ৷ মিস-টাইম হওয়া শট রুটের হাতেই জমা পড়ে ৷ প্রায় এক কাহিনী শুভমন গিলের ক্ষেত্রেও দেখা গেল আজ ৷ দিনের শুরুর ধাক্কা সামলে একদিকে ভারতের ইনিংসকে মজবুত ভিত দাঁড় করানোর চেষ্টা করছেন কেএল রাহুল ৷ তখন উলটোদিকে সেট হয়েও দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট দিলেন শুভমন (23) ৷

মধ্যাহ্নভোজের পর শ্রেয়স আইয়ারও (35) সেট হয়ে নিজের উইকেট দিয়ে আসেন ৷ তরুণ লেগস্পিনার রেহান আহমেদকে মিড-উইকেট বাউন্ডারিতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন শ্রেয়স ৷ এই মুহূর্তে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ভারতের ইনিংস টানছেন ৷ ভারত 4 উইকেট হারিয়ে আড়াইশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপ কি লালহলুদে সিভেরিওর ভবিষ্যত বদলে দেবে ? বেঙ্গালুরুতে চিঙ্গালসানা সিং
  2. অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ ইংরেজ ইনিংস
  3. আইএসএলের প্রথম ডার্বি 3 ফেব্রুয়ারি, ফিরতি বড়ম্যাচ 10 মার্চ
Last Updated : Jan 26, 2024, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.