ETV Bharat / sports

ভারত জেতেনি, পাকিস্তান জঘন্য খেলে হেরেছে: মুস্তাক মহম্মদ - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: টি-20 আন্তর্জাতিকের ইতিহাসে ভারতীয় দল তাদের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জিতেছে রবিবার ৷ মাত্র 119 রান তুলতে গিয়ে 6 রানে হেরেছে পাকিস্তান ৷ পিছিয়ে পড়েও চাপ সামলে, মাথা তুলে দাঁড়িয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ লো-স্কোরিং এই থ্রিলার নিয়ে ইটিভি ভারতের সঞ্জীব গুহকে এক্সক্লুসিভ মতামত জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদ ৷

ETV BHARAT
ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া মুস্তাক মহম্মদের (ছবি- আইসিসি এক্স হ্যান্ডেল ও ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 5:37 PM IST

কলকাতা, 10 জুন: কূটনীতির বাইরে গিয়ে যেখানেই প্রতিপক্ষ দুই দেশের নাম ভারত এবং পাকিস্তান হয়, সেখানে কোনও যুক্তি কাজ করে না ৷ যেটা কাজ করে, তা হল আবেগ ৷ রবিবার রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়োজিত টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরেও ছিল সেরকমই এক আবেগ ৷ যে ম্যাচে দাঁড়িপাল্লার ভার কখনও ভারতের দিকে, তো কোনও সময় পাকিস্তানের পক্ষে ৷ রক্তচাপ বাড়ানো, লো-স্কোরিং থ্রিলারে শেষ হাসি হেসেছে ভারতীয় দল ৷ কিন্তু আবেগ সরিয়ে ম্যাচের বিশ্লেষণে গেলে, দুই দলেই একাধিক খামতি ধরা পড়বে ৷ মূলত, দুই দলের ব্যাটিংয়ে ৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদের ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় সেই খামতির কথাই উঠে এল ৷

পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়কের মতে, ভারতের এই জয়ের অন্যতম কারণ, পাকিস্তান দলের দায়িত্বজ্ঞানহীন জঘন্য ক্রিকেট ৷ তিনি বলেন, "ভারত এই ম্যাচ জেতেনি, পাকিস্তান হেরেছে ৷ আর খুব জঘন্যভাবে হেরেছে ৷ লজ্জাজনক !" তবে, শুধু পাকিস্তান দল নয় ৷ ভারতের পারফরম্যান্সের সমালোচনাও করলেন তিনি ৷ মুস্তাকের কথায়, "দুই দলই খুব বাজে ক্রিকেট খেলেছে ৷ আর সেই বাজে ক্রিকেট খেলায় পাকিস্তান দ্বিতীয় হয়েছে ৷"

রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে একাধিকবার বৃষ্টি বাধ সাধে ৷ যে ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ শুরুতেই বিরাট কোহলি (4) এবং রোহিত শর্মার (13) উইকেট তুলে নেন নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি ৷ ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভই পরিস্থিতির বিপরীতে গিয়ে জঘন্য শট খেলে আউট হয়েছেন ৷ এমনকী 84 রান 3 উইকেট থেকে ভারতীয় দলের 119 রানে অলআউট হয়ে যায় ৷ একমাত্র ঋষভ পন্ত (42) এবং অক্ষর প্যাটেলের (20) আগ্রাসী ক্রিকেটে কিছুটা প্রতিরোধ তৈরি করে ভারত ৷

120 রান তাড়া করতে নেমে পাকিস্তান দলও প্রায় একইভাবে নিজের কাজটা কঠিন করে তোলে ৷ পাওয়ার প্লে-তে একমাত্র বাবর আজমের (13) উইকেট পায় রোহিত শর্মারা ৷ কিন্তু, ভারতীয় বোলারদের চাপে মাত্র 35 রান তোলে পাকিস্তান ৷ এরপরেও ম্যাচ দারুণভাবে নিয়ন্ত্রণে রেখেছিল প্রতিবেশী দেশ ৷ কিন্তু, 10-15 ওভারের মধ্যে 2 উইকেট হারানোর চাপে রান গতি কমে যায় পাকিস্তানের ৷ আর সেখান থেকেই ম্যাচে ফেরে ভারত ৷ জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ৷

জাতীয় দলের হয়ে 57 টেস্টে নেতৃত্ব দেওয়া মুস্তাক মহম্মদ মনে করেন, পাকিস্তান ব্যাটাররা তাদের উইকেট ছুড়ে দিয়ে এসেছে ৷ তাঁর কথায়, "বেপরোয়া সব শট খেলেছেন রিজওয়ান, ফকহর জামান, শাদাব খান এবং বাকিরা ৷ সত্যিই লজ্জাজনক পারফরম্যান্স ছিল পাকিস্তানের ৷" উল্লেখ্য, 14 ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল 3 উইকেট হারিয়ে 80 রান ৷ সেখান থেকে পঞ্চদশ ওভারে বুমরার প্রথম বলেই অফস্টাম্প ছিটকে যায় মহম্মদ রিজওয়ানের ৷ ভিতরে আসা বল ক্রস ব্যাটে মিড-উইকেটে খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন ৷

সেখান থেকেই ভারত ম্যাচে কামব্যাক করে ৷ হাতে 7 উইকেট নিয়ে শেষ 6 ওভারে 40 রান তুলতে না-পারা টি-20 ক্রিকেট তো বটেই, ওয়ান-ডে ক্রিকেটেও লজ্জাজনক ৷ নিউইয়র্কের ডাবল-পেসড উইকেট অবশ্যই বুমরা, হার্দিক, সিরাজদের কাজটা সহজ করেছে ৷ সেইসঙ্গে টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথের ফলাফল 7-1 হল ৷ একইসঙ্গে ওয়ান-ডে বিশ্বকাপ জুড়ে দিলে পরিসংখ্যানটা 15-1 ৷ অর্থাৎ, আরও একটি আইসিসি বিশ্বকাপে ভারত নামের চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তান ৷

কলকাতা, 10 জুন: কূটনীতির বাইরে গিয়ে যেখানেই প্রতিপক্ষ দুই দেশের নাম ভারত এবং পাকিস্তান হয়, সেখানে কোনও যুক্তি কাজ করে না ৷ যেটা কাজ করে, তা হল আবেগ ৷ রবিবার রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়োজিত টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরেও ছিল সেরকমই এক আবেগ ৷ যে ম্যাচে দাঁড়িপাল্লার ভার কখনও ভারতের দিকে, তো কোনও সময় পাকিস্তানের পক্ষে ৷ রক্তচাপ বাড়ানো, লো-স্কোরিং থ্রিলারে শেষ হাসি হেসেছে ভারতীয় দল ৷ কিন্তু আবেগ সরিয়ে ম্যাচের বিশ্লেষণে গেলে, দুই দলেই একাধিক খামতি ধরা পড়বে ৷ মূলত, দুই দলের ব্যাটিংয়ে ৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদের ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় সেই খামতির কথাই উঠে এল ৷

পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়কের মতে, ভারতের এই জয়ের অন্যতম কারণ, পাকিস্তান দলের দায়িত্বজ্ঞানহীন জঘন্য ক্রিকেট ৷ তিনি বলেন, "ভারত এই ম্যাচ জেতেনি, পাকিস্তান হেরেছে ৷ আর খুব জঘন্যভাবে হেরেছে ৷ লজ্জাজনক !" তবে, শুধু পাকিস্তান দল নয় ৷ ভারতের পারফরম্যান্সের সমালোচনাও করলেন তিনি ৷ মুস্তাকের কথায়, "দুই দলই খুব বাজে ক্রিকেট খেলেছে ৷ আর সেই বাজে ক্রিকেট খেলায় পাকিস্তান দ্বিতীয় হয়েছে ৷"

রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে একাধিকবার বৃষ্টি বাধ সাধে ৷ যে ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ শুরুতেই বিরাট কোহলি (4) এবং রোহিত শর্মার (13) উইকেট তুলে নেন নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি ৷ ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভই পরিস্থিতির বিপরীতে গিয়ে জঘন্য শট খেলে আউট হয়েছেন ৷ এমনকী 84 রান 3 উইকেট থেকে ভারতীয় দলের 119 রানে অলআউট হয়ে যায় ৷ একমাত্র ঋষভ পন্ত (42) এবং অক্ষর প্যাটেলের (20) আগ্রাসী ক্রিকেটে কিছুটা প্রতিরোধ তৈরি করে ভারত ৷

120 রান তাড়া করতে নেমে পাকিস্তান দলও প্রায় একইভাবে নিজের কাজটা কঠিন করে তোলে ৷ পাওয়ার প্লে-তে একমাত্র বাবর আজমের (13) উইকেট পায় রোহিত শর্মারা ৷ কিন্তু, ভারতীয় বোলারদের চাপে মাত্র 35 রান তোলে পাকিস্তান ৷ এরপরেও ম্যাচ দারুণভাবে নিয়ন্ত্রণে রেখেছিল প্রতিবেশী দেশ ৷ কিন্তু, 10-15 ওভারের মধ্যে 2 উইকেট হারানোর চাপে রান গতি কমে যায় পাকিস্তানের ৷ আর সেখান থেকেই ম্যাচে ফেরে ভারত ৷ জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ৷

জাতীয় দলের হয়ে 57 টেস্টে নেতৃত্ব দেওয়া মুস্তাক মহম্মদ মনে করেন, পাকিস্তান ব্যাটাররা তাদের উইকেট ছুড়ে দিয়ে এসেছে ৷ তাঁর কথায়, "বেপরোয়া সব শট খেলেছেন রিজওয়ান, ফকহর জামান, শাদাব খান এবং বাকিরা ৷ সত্যিই লজ্জাজনক পারফরম্যান্স ছিল পাকিস্তানের ৷" উল্লেখ্য, 14 ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল 3 উইকেট হারিয়ে 80 রান ৷ সেখান থেকে পঞ্চদশ ওভারে বুমরার প্রথম বলেই অফস্টাম্প ছিটকে যায় মহম্মদ রিজওয়ানের ৷ ভিতরে আসা বল ক্রস ব্যাটে মিড-উইকেটে খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন ৷

সেখান থেকেই ভারত ম্যাচে কামব্যাক করে ৷ হাতে 7 উইকেট নিয়ে শেষ 6 ওভারে 40 রান তুলতে না-পারা টি-20 ক্রিকেট তো বটেই, ওয়ান-ডে ক্রিকেটেও লজ্জাজনক ৷ নিউইয়র্কের ডাবল-পেসড উইকেট অবশ্যই বুমরা, হার্দিক, সিরাজদের কাজটা সহজ করেছে ৷ সেইসঙ্গে টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথের ফলাফল 7-1 হল ৷ একইসঙ্গে ওয়ান-ডে বিশ্বকাপ জুড়ে দিলে পরিসংখ্যানটা 15-1 ৷ অর্থাৎ, আরও একটি আইসিসি বিশ্বকাপে ভারত নামের চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.