পারথ, 23 নভেম্বর: অপটাস স্টেডিয়ামের বাউন্সি পিচে প্রথম দিনে নাজেহাল হয়েছিল ‘টিম ইন্ডিয়া’ ৷ ব্যাটিং ব্যর্থতায় ইনিংস শেষ হয়েছিল 150 রানে ৷ দ্বিতীয় দিনেই ফের স্বমহিমায় ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ দ্বিতীয় দিনের শেষ ভারতের স্কোর বিনা উইকেটে 172 ৷ অজিদের 104 রানে বেঁধে ফেলার পর 218 রানে এগিয়ে ভারত ৷
দ্বিতীয় দিনের শেষে যশস্বী অপারজিত 90 রানে ৷ তরুণ ব্য়াটারের 193 বলের ইনিংস সাজানো 7টি চার ও দু’টি ছয়ে ৷ অন্যদিকে রাহুল অপরাজিত 153 বলে 62 রানের ইনিংসে ৷ কর্ণাটকী ব্যাটার মেরেছেন 4টি চার ৷ পারথের প্রথমদিনের বাউন্সি পিচের চরিত্র ক্রমশ বদলেছে ৷ সবুজ পিচ দ্বিতীয়দিনের শেষে অনেকটাই ব্যাটিং সহায়ক ৷ ফলে তৃতীয় দিনে অজিদের সামনে রানের পাহাড় গড়তে চাইবে ভারত ৷
That's Stumps on Day 2 of the first #AUSvIND Test!
— BCCI (@BCCI) November 23, 2024
A mighty batting performance from #TeamIndia! 💪 💪
9⃣0⃣* for Yashasvi Jaiswal
6⃣2⃣* for KL Rahul
We will be back tomorrow for Day 3 action! ⌛️
Scorecard ▶️ https://t.co/gTqS3UPruo pic.twitter.com/JA2APCmCjx
প্রথম ইনিংসে ‘বিরাট’ ব্যর্থতা ঢেকে দিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ অস্ট্রেলিয়া অল-আউট হয় 104 রানে ৷ ব্যাট করতে নেমে প্রথমদিনে বোলারদের পরিশ্রমের দাম দিলেন যশস্বী-রাহুলরা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে গেলে অজি সফরে দুরন্ত খেলতে হবে ভারতকে ৷ পারথ টেস্টের দ্বিতীয় দিনে সেই লক্ষ্যে আপাত সফল ‘বুমরা অ্যান্ড কোং’ ৷
ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল এদিন শুধু ঘুরেই দাঁড়াননি, 20 বছর আগের নজিরও টপকে গিয়েছেন ৷ 2004 সিডনি টেস্টে প্রথম উইকেটে 100 রানের জুটি গড়েন বীরেন্দ্র সেহওয়াগ এবং আকাশ চোপড়া ৷ প্রথম উইকেটে 123 রান করেছিলেন সেহওয়াগ-চোপড়া । এদিন সেই নজির টপকালেন জয়সওয়াল-রাহুল ৷