ETV Bharat / sports

অতিরিক্ত সময়ের গোলে স্কটল্যান্ড 'বধ', নক-আউটের আশা বাঁচিয়ে রাখল হাঙ্গেরি - EURO 2024 - EURO 2024

HUNGARY BEAT SCOTLAND: দ্বিতীয়ার্ধে বিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হাঙ্গেরি স্ট্রাইকার বার্নাবাস ভারগা ৷ তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মাঝেই স্কটল্যান্ডকে হারাল হাঙ্গেরি ৷ সংযুক্তি সময়ে এল কাঙ্খিত গোল ৷ হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন ভারগা ৷ তবে মুখের হাড়ে ভেঙেছে তাঁর ৷

HUNGARY BEAT SCOTLAND
গোলের পর সবথ (হাঙ্গেরি ফুটবল -এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 8:16 AM IST

স্টুটগার্ট, 24 জুন: ইউরো থেকে ছুটি হয়ে গেল স্কটল্যান্ডের ৷ আর স্কটিশদের হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রইল হাঙ্গেরির ৷ স্টুটগার্টে শনিবার স্কটল্যান্ডকে 1-0 গোলে হারাল তারা ৷ সংযুক্তি সময়ের 10 মিনিটে হাঙ্গেরির হয়ে জয়সূচক গোলটি আসে কেভিন সবথের পা থেকে ৷

তবে দলের জয়ের মধ্যেও এদিন উদ্বেগ হয়ে রইল হাঙ্গেরি স্ট্রাইকার বার্নাবাস ভারগার চোট ৷ যা স্টুটগার্টে এদিন ফিরিয়ে এনেছিল গত ইউরোয় ক্রিশ্চিয়ান এরিকসেনের স্মৃতি ৷ দ্বিতীয়ার্ধে বিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারান তিনি ৷ মাঠেই বেশ কয়েক মিনিট ধরে চিকিৎসার পর স্ট্রেচারে মাঠ ছাড়েন ভারগা ৷ এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল রয়েছেন তিনি এবং তাঁর জ্ঞান-ও ফিরেছে ৷

যদিও সংঘর্ষে ভারগা গালের হাড় ভেঙেছে ৷ ফলত তাঁকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হতে পারে বলে হাঙ্গেরি ফুটবল ফেডারেশন সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছে ৷ সংঘর্ষের পর সারারাত দলের স্ট্রাইকার হাসপাতালেই কাটিয়েছেন বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে ভারগার জন্যই বেশি করে জিততে চেয়েছিলেন বলে ম্যাচ শেষে জানান রোলান্ড সালাই ৷ তিনি বলেন, "ম্যাচের বাকি সময়টা আমরা ওর জন্যই লড়াই করেছি ৷ ভালোলাগছে যে আমরা লক্ষ্যপূরণে সফল হয়েছি ৷ এই জয়টা ওর-ই ৷"

এদিন ম্যাচের প্রথমার্ধে তুলনামূলকভাবে স্কটল্যান্ডের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে হাঙ্গেরি ৷ বিপক্ষ গোলরক্ষক অ্য়াঙ্গাস গুনকে ব্যস্ত রাখে তাঁরা ৷ তবে গোল কিছুতেই আসছিল না ৷ শেষমেশ 100 মিনিটে গিয়ে গোল তুলে নেয় হাঙ্গেরি ৷ প্রতি-আক্রমণ থেকে রোলান্ড সালাইয়ের বাড়ানো বল ধরে গোল করে যান সবথ ৷ এর ফলে গ্রুপ 'এ'তে তৃতীয়স্থানে শেষ করল হাঙ্গেরি ৷ যদিও পরের পর্বে যাওয়ার জন্য অন্যান্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের ৷

স্টুটগার্ট, 24 জুন: ইউরো থেকে ছুটি হয়ে গেল স্কটল্যান্ডের ৷ আর স্কটিশদের হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রইল হাঙ্গেরির ৷ স্টুটগার্টে শনিবার স্কটল্যান্ডকে 1-0 গোলে হারাল তারা ৷ সংযুক্তি সময়ের 10 মিনিটে হাঙ্গেরির হয়ে জয়সূচক গোলটি আসে কেভিন সবথের পা থেকে ৷

তবে দলের জয়ের মধ্যেও এদিন উদ্বেগ হয়ে রইল হাঙ্গেরি স্ট্রাইকার বার্নাবাস ভারগার চোট ৷ যা স্টুটগার্টে এদিন ফিরিয়ে এনেছিল গত ইউরোয় ক্রিশ্চিয়ান এরিকসেনের স্মৃতি ৷ দ্বিতীয়ার্ধে বিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারান তিনি ৷ মাঠেই বেশ কয়েক মিনিট ধরে চিকিৎসার পর স্ট্রেচারে মাঠ ছাড়েন ভারগা ৷ এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল রয়েছেন তিনি এবং তাঁর জ্ঞান-ও ফিরেছে ৷

যদিও সংঘর্ষে ভারগা গালের হাড় ভেঙেছে ৷ ফলত তাঁকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হতে পারে বলে হাঙ্গেরি ফুটবল ফেডারেশন সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছে ৷ সংঘর্ষের পর সারারাত দলের স্ট্রাইকার হাসপাতালেই কাটিয়েছেন বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে ভারগার জন্যই বেশি করে জিততে চেয়েছিলেন বলে ম্যাচ শেষে জানান রোলান্ড সালাই ৷ তিনি বলেন, "ম্যাচের বাকি সময়টা আমরা ওর জন্যই লড়াই করেছি ৷ ভালোলাগছে যে আমরা লক্ষ্যপূরণে সফল হয়েছি ৷ এই জয়টা ওর-ই ৷"

এদিন ম্যাচের প্রথমার্ধে তুলনামূলকভাবে স্কটল্যান্ডের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে হাঙ্গেরি ৷ বিপক্ষ গোলরক্ষক অ্য়াঙ্গাস গুনকে ব্যস্ত রাখে তাঁরা ৷ তবে গোল কিছুতেই আসছিল না ৷ শেষমেশ 100 মিনিটে গিয়ে গোল তুলে নেয় হাঙ্গেরি ৷ প্রতি-আক্রমণ থেকে রোলান্ড সালাইয়ের বাড়ানো বল ধরে গোল করে যান সবথ ৷ এর ফলে গ্রুপ 'এ'তে তৃতীয়স্থানে শেষ করল হাঙ্গেরি ৷ যদিও পরের পর্বে যাওয়ার জন্য অন্যান্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.