ETV Bharat / sports

রঞ্জিতে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর, কল্যাণীতে ব্যাটিং বিপর্যয়ে অভিযান কার্যত শেষ বাংলার - RANJI TROPHY 2024 25

রঞ্জি অভিযান কার্যত শেষ বাংলার ৷ কল্যাণীতে হরিয়ানার বিরুদ্ধে ব্যাটিংয়ে লজ্জার নজির অনুষ্টুপ অ্যান্ড কোম্পানির ৷

HARYANA BEAT BENGAL
বাংলার হয়ে ম্যাচে 11 উইকেট সূরজের (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 25, 2025, 5:59 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: যত কাণ্ড কল্যাণীতে। রঞ্জি ট্রফিতে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হরিয়ানার বিরুদ্ধে জয় জরুরি ছিল। কঠিন পরিস্থিতিতে মরিয়া লড়াইয়ের যে প্রত্যাশা বাংলা দলের থেকে আশা করা হয়েছিল তার ছিটেফোঁটাও পাওয়া গেল না। জয়ের জন্য 369 রান তাড়া করতে নেমে তৃতীয়দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলার দ্বিতীয় ইনিংস। সেইসঙ্গে কার্যত শেষ হল নকআউটে যাওয়ার আশা ৷

গত তিনদিনে বাংলা বনাম হরিয়ানার রঞ্জি ম্যাচে কী হয়নি। প্রথম দিন কুয়াশা বিঘ্নি ঘটানোয় অনেকটা দেরিতে শুরু হয় ম্যাচ। সূরজ সিন্ধু জয়সওয়ালের ছয় উইকেটে প্রতিপক্ষ হরিয়ানাকে প্রথম ইনিংসে 157 রানে অলআউট করে বাংলা ৷ প্রত্যুত্তরে বাংলা গুটিয়ে যায় 125 রানে। 32 রানের লিড নিয়ে ম্য়াচের তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে হরিয়ানা শেষ 336 রানে। অর্থাৎ, জয়ের জন্য বাংলার সামনে ছিল 369 রানের টার্গেট। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে সূরজের ঝুলিতে আরও পাঁচ।

দেড়দিন হাতে নিয়ে 369 রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় অনুষ্টুপ অ্যান্ড কোম্পানির। প্রথম ইনিংসে 29 রানের পরে দ্বিতীয় ইনিংসে 21 রান এল অঙ্কিত চট্টোপাধ্যায়ের ব্য়াটে। বছর পনেরোর কিশোর বাংলার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে আশার আলো। আরেক ওপেনার ঋত্বিক চট্টোপাধ্যায় প্রথম ইনিংসে এক রানের পর দ্বিতীয় ইনিংস ফিরলেন তিন রানে।

শুরু থেকেই নড়বড়ে বাংলা 29 রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদাররা যেন আয়ারাম গয়ারাম। কিছুটা লড়লেন দু'দিন বাদেই অবসরে যেতে চলা ঋদ্ধিমান ৷ 25 রানে অপরাজিত থেকে উল্টোদিকের ব্য়াটারদের অসহায় আত্মসমর্পণ দেখলেন তিনি ৷ ফল যা হওয়ার তাই হল ৷ 369 রান তাড়া করতে নেমে 85 রানে অলআউট বাংলা। যা রঞ্জির ইতিহাসে তাঁদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

হরিয়ানার হয়ে চারটি করে উইকেট নিলেন অংশুল কম্বোজ এবং অনুজ ঠাকরাল ৷ অনুষ্টুপরা হারলেন 283 রানের বিরাট ব্যবধানে। বরোদার বিরুদ্ধে 2016 সালে 76 রানে শেষ হয়েছিল বাংলার ইনিংস। এই পারফরম্যান্সের সঙ্গে বাংলার চলতি রঞ্জি ট্রফিতে নক আউটে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ।

আরও পড়ুন:

কলকাতা, 25 জানুয়ারি: যত কাণ্ড কল্যাণীতে। রঞ্জি ট্রফিতে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হরিয়ানার বিরুদ্ধে জয় জরুরি ছিল। কঠিন পরিস্থিতিতে মরিয়া লড়াইয়ের যে প্রত্যাশা বাংলা দলের থেকে আশা করা হয়েছিল তার ছিটেফোঁটাও পাওয়া গেল না। জয়ের জন্য 369 রান তাড়া করতে নেমে তৃতীয়দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলার দ্বিতীয় ইনিংস। সেইসঙ্গে কার্যত শেষ হল নকআউটে যাওয়ার আশা ৷

গত তিনদিনে বাংলা বনাম হরিয়ানার রঞ্জি ম্যাচে কী হয়নি। প্রথম দিন কুয়াশা বিঘ্নি ঘটানোয় অনেকটা দেরিতে শুরু হয় ম্যাচ। সূরজ সিন্ধু জয়সওয়ালের ছয় উইকেটে প্রতিপক্ষ হরিয়ানাকে প্রথম ইনিংসে 157 রানে অলআউট করে বাংলা ৷ প্রত্যুত্তরে বাংলা গুটিয়ে যায় 125 রানে। 32 রানের লিড নিয়ে ম্য়াচের তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে হরিয়ানা শেষ 336 রানে। অর্থাৎ, জয়ের জন্য বাংলার সামনে ছিল 369 রানের টার্গেট। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে সূরজের ঝুলিতে আরও পাঁচ।

দেড়দিন হাতে নিয়ে 369 রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় অনুষ্টুপ অ্যান্ড কোম্পানির। প্রথম ইনিংসে 29 রানের পরে দ্বিতীয় ইনিংসে 21 রান এল অঙ্কিত চট্টোপাধ্যায়ের ব্য়াটে। বছর পনেরোর কিশোর বাংলার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে আশার আলো। আরেক ওপেনার ঋত্বিক চট্টোপাধ্যায় প্রথম ইনিংসে এক রানের পর দ্বিতীয় ইনিংস ফিরলেন তিন রানে।

শুরু থেকেই নড়বড়ে বাংলা 29 রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদাররা যেন আয়ারাম গয়ারাম। কিছুটা লড়লেন দু'দিন বাদেই অবসরে যেতে চলা ঋদ্ধিমান ৷ 25 রানে অপরাজিত থেকে উল্টোদিকের ব্য়াটারদের অসহায় আত্মসমর্পণ দেখলেন তিনি ৷ ফল যা হওয়ার তাই হল ৷ 369 রান তাড়া করতে নেমে 85 রানে অলআউট বাংলা। যা রঞ্জির ইতিহাসে তাঁদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

হরিয়ানার হয়ে চারটি করে উইকেট নিলেন অংশুল কম্বোজ এবং অনুজ ঠাকরাল ৷ অনুষ্টুপরা হারলেন 283 রানের বিরাট ব্যবধানে। বরোদার বিরুদ্ধে 2016 সালে 76 রানে শেষ হয়েছিল বাংলার ইনিংস। এই পারফরম্যান্সের সঙ্গে বাংলার চলতি রঞ্জি ট্রফিতে নক আউটে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.