ETV Bharat / sports

নবাগতদের কাছে পরাজিত রোনাল্ডোর পর্তুগাল, আবির্ভাবেই নক-আউটে জর্জিয়া - EURO 2024

author img

By PTI

Published : Jun 27, 2024, 9:29 AM IST

Georgia Beat Portugal: জর্জিয়ার কাছে হেরে গেল পর্তুগাল ৷ যদিও হারের পরও গ্রুপ শীর্ষে থেকেই নক-আউটে গেলেন রোনাল্ডোরা ৷ তবে আত্মপ্রকাশেই রাউন্ড অফ 16 নিশ্চিত করে নজির গড়ল জর্জিয়া ৷

Georgia Beat Portugal
গোল উদযাপন জর্জিয়ার (উয়েফা ইউরো -এক্স)

গেলসেনকির্খেন, 27 জুন: ইউরো কাপে ইন্দ্রপতন ৷ 2016 চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে আত্মপ্রকাশেই নক-আউট নিশ্চিত করল জর্জিয়া ৷ বুধবার গেলসেনকির্খেনে রোনাল্ডোদের 2-0 গোলে হারাল নবাগতরা ৷ যদিও ম্যাচ হারলেও তা পর্তুগিজদের নক-আউটে যাওয়ার পথে কোনও বাধা হয়নি ৷ কারণ, প্রি-কোয়ার্টার নিশ্চিত করেই এদিন জর্জিয়ার বিরুদ্ধে নেমেছিল পর্তুগিজরা ৷ পক্ষান্তরে তাগিদটা অনেক বেশি ছিল জর্জিয়ার ৷ সেই তাগিদেই ইতিহাস গড়ে ফেললেন উইলি স্য়াগনলের ছেলেরা ৷

আনকোরা জর্জিয়া যে এদিন পর্তুগালকে খেলতে দেয়নি তেমনটা নয় ৷ 73 শতাংশ বল নিজেদের দখলে রেখে ম্যাচে আধিপত্য ছিল 2016 চ্যাম্পিয়নদেরই ৷ কিন্তু গোল নষ্টের সুযোগই গড়ে দেয় পার্থক্য ৷ যার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হাতছাড়া করেন একাধিক সহজ সুযোগ ৷ যা কাজে লাগালে ফলাফল ভিন্ন হতে পারত ৷ যদিও তাতে জর্জিয়ার কৃতিত্ব কোনওভাবেই খাটো করার নয় ৷

ম্যাচের প্রথম আক্রমণ থেকেই এদিন গোল তুলে নেয় জর্জিয়া ৷ মাঝমাঠ থেকে জর্জেস মিকাউতারজের থ্রু বল ধরে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তাকে পরাস্ত করেন কারাৎসখেলিয়া ৷ এরপর প্রথমার্ধের বাকি সময়ে মুহুর্মুহু আক্রমণ তুলেও জর্জিয়া রক্ষণের জালে আটকে যায় পর্তুগাল ৷ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জর্জিয়া ৷ তাদের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে ৷ 55 মিনিটে লোচশভিলিকে বক্সে ট্রিপ করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি ৷ স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিকাউতারজে ৷

66 মিনিটে রোনাল্ডোকে তুলে গন্সালো রামোসকে মাঠে নামান রবার্তো মার্টিনেজ ৷ কিন্তু গোলের মুখ খোলেনি পর্তুগালের ৷ উলটোদিকে সারা ম্যাচে রক্ষণ আগলে অভিষেকেই ইউরোর নক-আউটে পৌঁছে যায় জর্জিয়া ৷ যদিও হারের পরও 6 পয়েন্ট নিয়ে গ্রুপ 'এফ' শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেল পর্তুগিজরা ৷ 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানাধিকারী হিসেবে পরের রাউন্ডে গেল জর্জিয়া ৷

গেলসেনকির্খেন, 27 জুন: ইউরো কাপে ইন্দ্রপতন ৷ 2016 চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে আত্মপ্রকাশেই নক-আউট নিশ্চিত করল জর্জিয়া ৷ বুধবার গেলসেনকির্খেনে রোনাল্ডোদের 2-0 গোলে হারাল নবাগতরা ৷ যদিও ম্যাচ হারলেও তা পর্তুগিজদের নক-আউটে যাওয়ার পথে কোনও বাধা হয়নি ৷ কারণ, প্রি-কোয়ার্টার নিশ্চিত করেই এদিন জর্জিয়ার বিরুদ্ধে নেমেছিল পর্তুগিজরা ৷ পক্ষান্তরে তাগিদটা অনেক বেশি ছিল জর্জিয়ার ৷ সেই তাগিদেই ইতিহাস গড়ে ফেললেন উইলি স্য়াগনলের ছেলেরা ৷

আনকোরা জর্জিয়া যে এদিন পর্তুগালকে খেলতে দেয়নি তেমনটা নয় ৷ 73 শতাংশ বল নিজেদের দখলে রেখে ম্যাচে আধিপত্য ছিল 2016 চ্যাম্পিয়নদেরই ৷ কিন্তু গোল নষ্টের সুযোগই গড়ে দেয় পার্থক্য ৷ যার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হাতছাড়া করেন একাধিক সহজ সুযোগ ৷ যা কাজে লাগালে ফলাফল ভিন্ন হতে পারত ৷ যদিও তাতে জর্জিয়ার কৃতিত্ব কোনওভাবেই খাটো করার নয় ৷

ম্যাচের প্রথম আক্রমণ থেকেই এদিন গোল তুলে নেয় জর্জিয়া ৷ মাঝমাঠ থেকে জর্জেস মিকাউতারজের থ্রু বল ধরে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তাকে পরাস্ত করেন কারাৎসখেলিয়া ৷ এরপর প্রথমার্ধের বাকি সময়ে মুহুর্মুহু আক্রমণ তুলেও জর্জিয়া রক্ষণের জালে আটকে যায় পর্তুগাল ৷ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জর্জিয়া ৷ তাদের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে ৷ 55 মিনিটে লোচশভিলিকে বক্সে ট্রিপ করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি ৷ স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিকাউতারজে ৷

66 মিনিটে রোনাল্ডোকে তুলে গন্সালো রামোসকে মাঠে নামান রবার্তো মার্টিনেজ ৷ কিন্তু গোলের মুখ খোলেনি পর্তুগালের ৷ উলটোদিকে সারা ম্যাচে রক্ষণ আগলে অভিষেকেই ইউরোর নক-আউটে পৌঁছে যায় জর্জিয়া ৷ যদিও হারের পরও 6 পয়েন্ট নিয়ে গ্রুপ 'এফ' শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেল পর্তুগিজরা ৷ 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানাধিকারী হিসেবে পরের রাউন্ডে গেল জর্জিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.