ETV Bharat / sports

বিশ্বকাপ জিতেও বিপাকে কোহলি! বিরাটের পানশালায় তদন্তে পুলিশ - Virat Kohli - VIRAT KOHLI

Virat Kohli co-owned One8 Commune: টি-20 বিশ্বকাপ জেতার পর বিদেশে রয়েছেন বিরাট কোহলি ৷ খুশির আমেজে গা-ভাসাতে অনুষ্কা ও ছেলে-মেয়েকে নিয়ে কিং কোহলি রয়েছেন বিদেশে ৷ কিন্তু বেঙ্গালুরুতে তাঁর পানশালার ম্যানেজারের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ কিন্তু কেন ?

Virat Kohli's Pub
বিরাটের পানশালায় তদন্তে পুলিশ (এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 2:09 PM IST

বেঙ্গালুরু, 9 জুলাই: নিয়মের বাইরে গিয়ে মাঝরাত পর্যন্ত খোলা বিরাট কোহলির পানশালা ৷ বেঙ্গালুরুর কাবন পার্ক এলাকায় কস্তুরাবা রোডে 'ওয়ানএইট কমিউন' নামে একটি পাব রয়েছে কোহলির ৷ সেই পানশালার ম্যানেজার-সহ তিনজনের বিরুদ্ধে কাবন পার্ক থানার পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ কারণ বলে জানিয়েছে, রাত দেড়টা পর্যন্ত পানশালাটি খোলা ছিল ৷

এই পানশালাটি মালিক অবশ্য একা বিরাট কোহলি নয় ৷ ওয়ানএইট কমিউন রেস্তোরাঁয় তাঁর পার্টনারশিপ রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, শনিবার অর্থাৎ 6 জুলাই রাতে কাবন পার্ক স্টেশন পুলিশ রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে যে যে রেস্তোঁরা, বার এবং পানশালা খুলে রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ৷ বিশেষ এই তল্লাশিতে পুলিশের নজর আসে খুলে রাখার সময়সীমা পেরিয়ে গেলেও 'ওয়ানএইট কমিউন'এর দরজা খোলা ৷ তখনই সেখানে ঢুঁ মারেন আধিকারিকরা ৷

ওইদিন যে শুধু বিরাট কোহলির যৌথ মালিকানাধীন রেস্তোরাঁ এই নিয়ম লঙমঘন করেছে তা নয়, চার্চ স্ট্রিটের এম্পায়ার রেস্তোরাঁ এবং বেঙ্গালুরুর ব্রিগেড রোডের প্যানজিও বার অ্যান্ড রেস্তোরাঁও খোলা ছিল অনেকরাত পর্যন্ত ৷ ওই পাবগুলোর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে ৷ উল্লেখ্য, বেঙ্গালুরুতে পানশালাগুলি রাত 1টা পর্যন্ত খোলা রাখা যায়। বিরাটের মালিকানাধীন-সহ আরও দু'টি রেস্তোরাঁ সেই সময়সীমা লঙ্ঘন করেছে।

বেঙ্গালুরু পুলিশের তরফে আরও জানানো হয়েছে, তিন-চারটে পানশালা শুধু বেশি রাত পর্যন্ত খুলে রাখা নয়, ওই পাবে উচ্চস্বরে গান চলছিল ৷ এমনও অভিযোগও পেয়েছে পুলিশ। দিল্লি, মুম্বই, পুনে, হায়দরবাদ এবং কলকাতার মতো বড় শহরগুলিতে আউটলেট রয়েছে বিরাট কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনের। বেঙ্গালুরুর পানশালাটি খোলা হয়েছিল গত বছর ডিসেম্বরে ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে কস্তুরবা রোডের রত্নম কমপ্লেক্সের ষষ্ঠতলায় রয়েছে এই পাবটি ৷

বেঙ্গালুরু, 9 জুলাই: নিয়মের বাইরে গিয়ে মাঝরাত পর্যন্ত খোলা বিরাট কোহলির পানশালা ৷ বেঙ্গালুরুর কাবন পার্ক এলাকায় কস্তুরাবা রোডে 'ওয়ানএইট কমিউন' নামে একটি পাব রয়েছে কোহলির ৷ সেই পানশালার ম্যানেজার-সহ তিনজনের বিরুদ্ধে কাবন পার্ক থানার পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ কারণ বলে জানিয়েছে, রাত দেড়টা পর্যন্ত পানশালাটি খোলা ছিল ৷

এই পানশালাটি মালিক অবশ্য একা বিরাট কোহলি নয় ৷ ওয়ানএইট কমিউন রেস্তোরাঁয় তাঁর পার্টনারশিপ রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, শনিবার অর্থাৎ 6 জুলাই রাতে কাবন পার্ক স্টেশন পুলিশ রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে যে যে রেস্তোঁরা, বার এবং পানশালা খুলে রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ৷ বিশেষ এই তল্লাশিতে পুলিশের নজর আসে খুলে রাখার সময়সীমা পেরিয়ে গেলেও 'ওয়ানএইট কমিউন'এর দরজা খোলা ৷ তখনই সেখানে ঢুঁ মারেন আধিকারিকরা ৷

ওইদিন যে শুধু বিরাট কোহলির যৌথ মালিকানাধীন রেস্তোরাঁ এই নিয়ম লঙমঘন করেছে তা নয়, চার্চ স্ট্রিটের এম্পায়ার রেস্তোরাঁ এবং বেঙ্গালুরুর ব্রিগেড রোডের প্যানজিও বার অ্যান্ড রেস্তোরাঁও খোলা ছিল অনেকরাত পর্যন্ত ৷ ওই পাবগুলোর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে ৷ উল্লেখ্য, বেঙ্গালুরুতে পানশালাগুলি রাত 1টা পর্যন্ত খোলা রাখা যায়। বিরাটের মালিকানাধীন-সহ আরও দু'টি রেস্তোরাঁ সেই সময়সীমা লঙ্ঘন করেছে।

বেঙ্গালুরু পুলিশের তরফে আরও জানানো হয়েছে, তিন-চারটে পানশালা শুধু বেশি রাত পর্যন্ত খুলে রাখা নয়, ওই পাবে উচ্চস্বরে গান চলছিল ৷ এমনও অভিযোগও পেয়েছে পুলিশ। দিল্লি, মুম্বই, পুনে, হায়দরবাদ এবং কলকাতার মতো বড় শহরগুলিতে আউটলেট রয়েছে বিরাট কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনের। বেঙ্গালুরুর পানশালাটি খোলা হয়েছিল গত বছর ডিসেম্বরে ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে কস্তুরবা রোডের রত্নম কমপ্লেক্সের ষষ্ঠতলায় রয়েছে এই পাবটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.