ডাসেলডর্ফ, 7 জুলাই: টাইব্রেকারে দুরন্ত জর্ডন পিকফোর্ড ৷ গোলকিপারের সৌজন্যে ইউরোর সেমি-ফাইনালে পৌঁছে গেল গতবারের রানার-আপ ইংল্যান্ড ৷ নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত সময়ে ফয়সালা না-হওয়ায় ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে ৷ ম্যানুয়েল আকাঞ্জির নেওয়া সুইশদের প্রথম শটই বাঁচিয়ে দেন এভার্টনের শেষ প্রহরী ৷
ডাসেলডর্ফের মের্কার স্পিয়েল এরিনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড ৷ 75 মিনিটে দুরন্ত গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন ব্রিল এমবোলো ৷ কেইল ওয়াকারকে গায়ে নিয়ে ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন সুইশ ফরোয়ার্ড ৷ পাঁচ মিনিট পরেই দলকে সমতায় ফেরান বুকায়ো সাকা ৷
Three Lions: third semi-finalists ✊#EURO2024 | #ENGSUI pic.twitter.com/C9uMm1p0os
— UEFA EURO 2024 (@EURO2024) July 6, 2024
ডি বক্সের ডানদিকে বল পেয়েছিলেন আর্সেনালের উইঙ্গার ৷ বাঁ-পায়ের জোরালো শট গোলকিপারকে পেরিয়ে নেট খুঁজে নিতে ভুল করেনি ৷ তারপরেই ফের ম্যাচে ফেরে গ্যারি সাউথগেটের ছেলেরা ৷ শেষদিকে ইংল্যান্ড ফরোয়ার্ড লাইন বনাম সুইজারল্যান্ড ডিফেন্স লাইনের খেলা হলেও গোলমুখ খুলতে পারেনি ইংরেজরা ৷ অন্যদিকে, 109 মিনিটে গোলদাতা ব্রিল এমবোলোকে তুলে জর্ডন শাকিরিকে নামান সুইজারল্যান্ড কোচ মুরাত আকিন ৷ যদিও কেরিয়ারের সায়াহ্নে চলে আসা ‘অ্যালপাইন মেসি’ কোনও প্রভাবই ফেলতে পারেননি ৷
ইউরোর ইতিহাসে একবারও খেতাব জেতা হয়নি ‘থ্রি লায়ন্সের’ ৷ গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইতালির কাছে ৷ তিন বছর বাদে এসে তারকাসমৃদ্ধ ফরোয়ার্ড লাইন নিয়ে আবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার ইংল্যান্ড ৷ এই নিয়ে টানা দু’বার ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে সেমি-ফাইনালে উঠল ওয়েন রুনি, মাইকেল আওয়েনের দেশ ৷ শেষ চারে কঠিন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মুখোমুখি ‘হ্যারি কেন অ্যান্ড কোং’ ৷