ETV Bharat / sports

পিয়ারলেসকে হারিয়ে সাতে সাত, ফের লিগ শীর্ষে লাল-হলুদ - CFL 2024

EAST BENGAL WIN: বৃষ্টির জেরে শনিবার পিয়ারলেসের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচ রবিবার জিতে নিল ইস্টবেঙ্গল ৷ এদিন ঘরের মাঠে বিনো জর্জের ছেলেরা জিতল 2-1 গোলে ৷ জোড়া গোলেই অবদান রাখলেন জেসিন টিকে ৷ একইসঙ্গে ভবানীপুরকে সরিয়ে ফের লিগ শীর্ষে উঠে লাল-হলুদ ৷

EAST BENGAL WIN
গোলের পর উচ্ছ্বাস জেসিনের (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 5:17 PM IST

কলকাতা, 25 অগস্ট: সিনিয়র দল ডুরান্ডে অকাল বিদায় নিলেও কলকাতা লিগে ইস্টবেঙ্গল জুনিয়র ব্রিগেডের জয়ের ধারা অব্যাহত ৷ রবিবার নিজেদের মাঠে পিয়ারলেসকে 2-1 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা ৷ সেইসঙ্গে চলতি কলকাতা লিগে সাতটি ম্যাচ টানা জিতল লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করলেন মহম্মদ আশিক এবং জেসিন টিকে। পিয়ারলেসের হয়ে গোল চাইনের।

প্রাথমিকভাবে শনিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টি এবং মন্দ আলোর জেরে গতকাল ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচটি পণ্ড হয়ে যায় ৷ যদিও আইএফএ পুনরায় ম্য়াচটির সূচি ঘোষণা করতে বিশেষ সময় নেয়নি ৷ 24 ঘণ্টার মধ্যেই ম্যাচটি ইস্টবেঙ্গল মাঠে পুনরায় আয়োজনের ঘোষণা করে তারা। রবিবার দুপুর 1 টা থেকে আয়োজিত হয় ম্য়াচ। সময় বদলালেও ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হয়নি। যদিও ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের খেলা এদিন মন ভরাতে ব্যর্থ অনুরাগীদের।

দাপট নিয়ে খেললেও প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোল তুলে নিতে পারেনি এদিন। বিরতির পর যদিও ভুল শুধরে গোলের খোঁজে নেমে সফল লাল-হলুদ। জেসিন টিকে'র অসাধারণ মাইমাস থেকে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল মহম্মদ আশিকের। মিনিটছ'য়েক বাদে জেসিন টিকে নিজেই স্কোরশিটে নাম তোলেন। ব্যক্তিগত মুন্সিয়ানার ফসল এই গোল। 2-0 করার পথে কলকাতা লিগে দশম গোলটি এদিন করে ফেললেন তিনি। গোল করে ও করিয়ে ম্যাচের সেরাও জেসিনই।

দলের খেলা দৃষ্টিনন্দন না-হলেও জয় পাওয়ায় খুশি লাল-হলুদ কোচ বিনো জর্জ। ফের লিগ শীর্ষে পৌঁছলেও এখনই ট্রফির স্বপ্ন দেখতে নারাজ তিনি। ধাপে ধাপে লক্ষ্যপূরণের কথা জানালেন তিনি। দু'গোলে পিছিয়ে পড়ে 87 মিনিটে চাইনের গোলে ব্যবধান কমায় পিয়ারলেস। এই জয়ের পর 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে পয়লা নম্বরে ইস্টবেঙ্গল ৷ সমসংখ্যক ম্যাচে 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভবানীপুর ৷

কলকাতা, 25 অগস্ট: সিনিয়র দল ডুরান্ডে অকাল বিদায় নিলেও কলকাতা লিগে ইস্টবেঙ্গল জুনিয়র ব্রিগেডের জয়ের ধারা অব্যাহত ৷ রবিবার নিজেদের মাঠে পিয়ারলেসকে 2-1 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা ৷ সেইসঙ্গে চলতি কলকাতা লিগে সাতটি ম্যাচ টানা জিতল লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করলেন মহম্মদ আশিক এবং জেসিন টিকে। পিয়ারলেসের হয়ে গোল চাইনের।

প্রাথমিকভাবে শনিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টি এবং মন্দ আলোর জেরে গতকাল ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচটি পণ্ড হয়ে যায় ৷ যদিও আইএফএ পুনরায় ম্য়াচটির সূচি ঘোষণা করতে বিশেষ সময় নেয়নি ৷ 24 ঘণ্টার মধ্যেই ম্যাচটি ইস্টবেঙ্গল মাঠে পুনরায় আয়োজনের ঘোষণা করে তারা। রবিবার দুপুর 1 টা থেকে আয়োজিত হয় ম্য়াচ। সময় বদলালেও ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হয়নি। যদিও ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের খেলা এদিন মন ভরাতে ব্যর্থ অনুরাগীদের।

দাপট নিয়ে খেললেও প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোল তুলে নিতে পারেনি এদিন। বিরতির পর যদিও ভুল শুধরে গোলের খোঁজে নেমে সফল লাল-হলুদ। জেসিন টিকে'র অসাধারণ মাইমাস থেকে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল মহম্মদ আশিকের। মিনিটছ'য়েক বাদে জেসিন টিকে নিজেই স্কোরশিটে নাম তোলেন। ব্যক্তিগত মুন্সিয়ানার ফসল এই গোল। 2-0 করার পথে কলকাতা লিগে দশম গোলটি এদিন করে ফেললেন তিনি। গোল করে ও করিয়ে ম্যাচের সেরাও জেসিনই।

দলের খেলা দৃষ্টিনন্দন না-হলেও জয় পাওয়ায় খুশি লাল-হলুদ কোচ বিনো জর্জ। ফের লিগ শীর্ষে পৌঁছলেও এখনই ট্রফির স্বপ্ন দেখতে নারাজ তিনি। ধাপে ধাপে লক্ষ্যপূরণের কথা জানালেন তিনি। দু'গোলে পিছিয়ে পড়ে 87 মিনিটে চাইনের গোলে ব্যবধান কমায় পিয়ারলেস। এই জয়ের পর 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে পয়লা নম্বরে ইস্টবেঙ্গল ৷ সমসংখ্যক ম্যাচে 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভবানীপুর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.