ETV Bharat / sports

আচমকাই জনসমক্ষে মারাদোনার খোয়া যাওয়া 'গোল্ডেন বল' - Diego Maradona - DIEGO MARADONA

Diego Maradona: আচমকাই উদয় হল দিয়েগো আর্মান্দো মারাদোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল ৷ যেটি 1986 সালের বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে জিতেছিলেন প্রয়াত কিংবদন্তি ৷ সংবাদসংস্থা এপি-র দেওয়া খবর অনুযায়ী, গোল্ডেন বল ট্রফিটি আগামী মাসে প্যারিসে নিলামে ওঠার কথা ৷

ETV BHARAT
হঠাৎই জনসমক্ষে দিয়েগো মারাদোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 4:50 PM IST

প্যারিস, 8 মে: প্রায় একযুগ ধরে নিখোঁজ থাকার পর, হঠাৎই উদয় হল দিয়েগো মারাদোনার হারিয়ে যাওয়া 'গোল্ডেন বল' ৷ 1986 বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হিসেবে এই গোল্ডেন বলটি জিতেছিলেন আর্জেন্তিনার প্রয়াত এই কিংবদন্তি ৷ সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, আগামী মাসে প্যারিসে আগুটেস হাউজে সেই গোল্ডেন বল নিলামে উঠতে চলেছে ৷

এনিয়ে অকশন হাউসের তরফে বলা হয়েছে, এই গোল্ডেন বলটি বিশেষ হওয়ায়, এর দাম কোটিতে উঠবে ৷ 1986 সালে চ্যাম্পস-এলিসিসে লিডো ক্যাবারেতে আয়োজিত অনুষ্ঠানে মারাদোনার হাতে এই গোল্ডেন বলটি তুলে দিয়েছিল ফিফা ৷ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তাঁকে সেটি দেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রায় একযুগ আগে হঠাৎই শোনা যায়, মারাদোনার 86 সালের টুর্নামেন্ট সেরার সোনার বল গায়েব হয়ে গিয়েছে ৷

সেই খবর ছড়িয়ে পড়ার পর, নানান মুনির নানা মত শোনা গিয়েছিল ৷ তবে, আগুটেস হাউসের তরফে দাবি করা হয়েছে, তাদের কাছে দু’রকমের তথ্য রয়েছে ৷ প্রথমটি হল, জঙ্গলে পোকার গেম খেলার সময় গোল্ডেন বলটি হারিয়ে ফেলেছিলেন দিয়েগো মারাদোনা ৷ আর দ্বিতীয় তথ্য হল, নিজের দেনা শোধ করতে মারাদোনা নাকি, 1986 সালের বিশ্বকাপ সেরা হওয়ার পুরস্কারটাই বিক্রি করে দিয়েছিলেন ৷ তবে, এর কোনও সত্যতার প্রমাণ ওই অকশন হাউজের তরফে দেওয়া হয়নি ৷

তবে, কারও কারও কথায় মারাদোনা তাঁর এই বহুমূল্য ট্রফিটি নাপেলস ব্যাংকের লকারে সুরক্ষিত রেখেছিলেন ৷ পরবর্তী সময়ে স্থানীয় গ্যাংস্টাররা ব্যাংকে লুঠ চালানোর সময় দিয়েগো মারাদোনার সোনা বা গোল্ডেন বল চুরি করে নিয়ে যায় ৷ এমনকি সেই সময় ওই মাফিয়া গ্যাংয়ের তরফে বলা হয়েছিল, তারা সোনার ওই বলটিকে গলিয়ে সোনার তালে পরিণত করেছিলেন চুরি করার পর ৷

এতকিছুর মধ্যেও হঠাৎই মারাদোনার বিশ্বকাপে জেতা সোনার বল প্রকাশ্য়ে এসেছে ৷ আর এবার সেটি প্যারিসের একটি অকশন হাউজে নিলামে উঠবে ৷ তবে, এও প্রশ্ন তোলা হয়েছিল, যে গোল্ডেন বলটি নিলামে তোলা হচ্ছে, সেটি আদতে আসল না নকল ? যা নিয়ে অকশন হাউজে তরফে দাবি করা হয়েছে, তারা এনিয়ে বিস্তারিত তদন্ত করেছে ৷ তাদের কাছে থাকা গোল্ডেন বলটি 1986 সালে দিয়েগো মারাদোনাকে দেওয়া টুর্নামেন্ট সেরার পুরস্কার ৷ তাহলে বলটি অকশন হাউজ কর্তৃপক্ষের কাছে কীভাবে এল? এর জবাব মেলেনি ৷ এপির খবর অনুযায়ী, যারা গোল্ডেন বলটি কেনার জন্য দর হাঁকবে, তাদের দেড় লক্ষ ইউরো জমা রাখতে হবে ৷ আগামী 6 জুন এই নিলাম হবে ৷

আরও পড়ুন:

  1. মারাদোনার দেহ করব থেকে তুলে সমাধিস্থলে রাখতে চান সন্তানরা
  2. 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড

প্যারিস, 8 মে: প্রায় একযুগ ধরে নিখোঁজ থাকার পর, হঠাৎই উদয় হল দিয়েগো মারাদোনার হারিয়ে যাওয়া 'গোল্ডেন বল' ৷ 1986 বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হিসেবে এই গোল্ডেন বলটি জিতেছিলেন আর্জেন্তিনার প্রয়াত এই কিংবদন্তি ৷ সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, আগামী মাসে প্যারিসে আগুটেস হাউজে সেই গোল্ডেন বল নিলামে উঠতে চলেছে ৷

এনিয়ে অকশন হাউসের তরফে বলা হয়েছে, এই গোল্ডেন বলটি বিশেষ হওয়ায়, এর দাম কোটিতে উঠবে ৷ 1986 সালে চ্যাম্পস-এলিসিসে লিডো ক্যাবারেতে আয়োজিত অনুষ্ঠানে মারাদোনার হাতে এই গোল্ডেন বলটি তুলে দিয়েছিল ফিফা ৷ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তাঁকে সেটি দেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রায় একযুগ আগে হঠাৎই শোনা যায়, মারাদোনার 86 সালের টুর্নামেন্ট সেরার সোনার বল গায়েব হয়ে গিয়েছে ৷

সেই খবর ছড়িয়ে পড়ার পর, নানান মুনির নানা মত শোনা গিয়েছিল ৷ তবে, আগুটেস হাউসের তরফে দাবি করা হয়েছে, তাদের কাছে দু’রকমের তথ্য রয়েছে ৷ প্রথমটি হল, জঙ্গলে পোকার গেম খেলার সময় গোল্ডেন বলটি হারিয়ে ফেলেছিলেন দিয়েগো মারাদোনা ৷ আর দ্বিতীয় তথ্য হল, নিজের দেনা শোধ করতে মারাদোনা নাকি, 1986 সালের বিশ্বকাপ সেরা হওয়ার পুরস্কারটাই বিক্রি করে দিয়েছিলেন ৷ তবে, এর কোনও সত্যতার প্রমাণ ওই অকশন হাউজের তরফে দেওয়া হয়নি ৷

তবে, কারও কারও কথায় মারাদোনা তাঁর এই বহুমূল্য ট্রফিটি নাপেলস ব্যাংকের লকারে সুরক্ষিত রেখেছিলেন ৷ পরবর্তী সময়ে স্থানীয় গ্যাংস্টাররা ব্যাংকে লুঠ চালানোর সময় দিয়েগো মারাদোনার সোনা বা গোল্ডেন বল চুরি করে নিয়ে যায় ৷ এমনকি সেই সময় ওই মাফিয়া গ্যাংয়ের তরফে বলা হয়েছিল, তারা সোনার ওই বলটিকে গলিয়ে সোনার তালে পরিণত করেছিলেন চুরি করার পর ৷

এতকিছুর মধ্যেও হঠাৎই মারাদোনার বিশ্বকাপে জেতা সোনার বল প্রকাশ্য়ে এসেছে ৷ আর এবার সেটি প্যারিসের একটি অকশন হাউজে নিলামে উঠবে ৷ তবে, এও প্রশ্ন তোলা হয়েছিল, যে গোল্ডেন বলটি নিলামে তোলা হচ্ছে, সেটি আদতে আসল না নকল ? যা নিয়ে অকশন হাউজে তরফে দাবি করা হয়েছে, তারা এনিয়ে বিস্তারিত তদন্ত করেছে ৷ তাদের কাছে থাকা গোল্ডেন বলটি 1986 সালে দিয়েগো মারাদোনাকে দেওয়া টুর্নামেন্ট সেরার পুরস্কার ৷ তাহলে বলটি অকশন হাউজ কর্তৃপক্ষের কাছে কীভাবে এল? এর জবাব মেলেনি ৷ এপির খবর অনুযায়ী, যারা গোল্ডেন বলটি কেনার জন্য দর হাঁকবে, তাদের দেড় লক্ষ ইউরো জমা রাখতে হবে ৷ আগামী 6 জুন এই নিলাম হবে ৷

আরও পড়ুন:

  1. মারাদোনার দেহ করব থেকে তুলে সমাধিস্থলে রাখতে চান সন্তানরা
  2. 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.