ETV Bharat / sports

যুব বিশ্বকাপ খেলা ভারতীয় গোলরক্ষককে দলে ফেরাল মোহনবাগান - Mohun Bagan - MOHUN BAGAN

Dheeraj Singh returns to Mohun Bagan: মোহনবাগানে ফিরলেন ধীরাজ সিং ৷ 29 জুলাই মোহনবাগান দিবসে দলের জার্সিতে প্রস্তুতিতে নামবেন অনূর্ধ্ব-17 বিশ্বকাপ খেলা গোলকিপার ৷ তাঁকে দলে ফিরিয়ে নিতে পারা মোহনবাগান রিক্রুটারদের সাফল্য ।

Dheeraj Singh joins Mohun Bagan
মোহনবাগানে ফিরলেন ধীরাজ সিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 10:00 PM IST

Updated : Jul 24, 2024, 10:57 PM IST

কলকাতা, 24 জুলাই: ‘লাস্ট লাইন অব ডিফেন্স’ আরও শক্তিশালী করল মোহনবাগান ৷ শুধু বিশাল কাইথ নয়, এফসি গোয়া থেকে 24 বছর বয়সি গোলকিপার ধীরাজ সিংকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট । এক কথায় ধীরাজের এই দলবদল ‘ঘরে ফেরা’ । ধীরাজ ভারতের জার্সিতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলেছেন । যুব বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল । একাধিক ক্লাব তাঁকে পেতে আগ্রহী থাকে প্রতিবছর । ফলে তরুণ এই গোলকিপারকে দলে ফিরিয়ে নিতে পারা মোহনবাগান রিক্রুটারদের সাফল্য ।

মণিপুরের ছেলে ধীরাজ । অসাধারণ রিফ্লেক্স এবং সময়জ্ঞানে ভর দিয়ে দলকে ভরসা দিতে সিদ্ধহস্ত । 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হয়েছিল ভারতে ৷ একবারই ভারত যুব বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল । সেখানেই নজরে পড়েছিলেন সাহসী গোলরক্ষায় ভরসা করে । গত তিন বছর এফসি গোয়াতে গোলরক্ষা করেছেন । গোয়ার জার্সিতে 53টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি । 2019-2021 পর্যন্ত তিনি ছিলেন মোহনবাগানে । একটি ম্যাচও খেলেছিলেন বাগানের জার্সিতে । 2017 সালে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ক্লাব ফুটবলে আত্মপ্রকাশ ধীরাজের । এরপর 2018-19 মরশুমে তিনি খেলেন কেরল ব্লাস্টার্সের হয়ে । 13টি ম্যাচ খেলেন ইয়েলো আর্মির হয়ে । মোহনবাগানের জার্সিতে সই করলেও সেভাবে সুযোগ পাননি । এবার ছবিটা ভিন্ন । ধীরাজ 29 জুলাই মোহনবাগান দিবসে দলের জার্সিতে প্রস্তুতিতে নামবেন ৷ প্রসঙ্গত, ওইদিনই হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্টের গোটা সিনিয়র দল মাঠে নামবে ।

দুয়ারে কড়া নাড়ছে ডুরান্ড কাপ । 17 তারিখ মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচ খেলবে । 29 জুলাই সিনিয়র দল প্র্যাকটিস শুরু করবে । ফলে ডুরান্ড কাপে কলকাতা লিগে হতশ্রী পারফরম্যান্স করে চলা ডেভেলপমেন্ট দলই মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা । মোহনবাগান অবশ্য দল গঠনে ব্যস্ত । সদ্য তারা সই করিয়েছে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে । এই তারকা অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচবার সোনার বুট জিতেছেন । 29 জুলাই তাঁর জন্মদিন । ওইদিনই নিজের ক্লাবের অনুশীলন শুরু হওয়ায় অজি স্ট্রাইকার খুশি । ইতিমধ্যে সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি ।

জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের পর জেমি ম্যাকলারেন তৃতীয় অস্ট্রেলিয় যিনি ভারতের ক্লাবে জুটি বাঁধছেন । তিন বিশ্বকাপার একই দলে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলে নেই । ম্যাকলারেন ইতিমধ্যে জানিয়েছেন, কামিন্স-পেত্রাতোস পূর্বপরিচিত । তাঁদের এই পুরনো সম্পর্কটা কাজে লাগাতে চাইছে মোহনবাগান । আক্রমণভাগ শক্তিশালী করার পর ‘লাস্ট লাইন অব ডিফেন্স’ গুছিয়ে নিতে চাইছে তারা । যদিও দলের এক নম্বর কিপার হিসেবে বিশাল কাইথ থাকছেন ।

কলকাতা, 24 জুলাই: ‘লাস্ট লাইন অব ডিফেন্স’ আরও শক্তিশালী করল মোহনবাগান ৷ শুধু বিশাল কাইথ নয়, এফসি গোয়া থেকে 24 বছর বয়সি গোলকিপার ধীরাজ সিংকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট । এক কথায় ধীরাজের এই দলবদল ‘ঘরে ফেরা’ । ধীরাজ ভারতের জার্সিতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলেছেন । যুব বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল । একাধিক ক্লাব তাঁকে পেতে আগ্রহী থাকে প্রতিবছর । ফলে তরুণ এই গোলকিপারকে দলে ফিরিয়ে নিতে পারা মোহনবাগান রিক্রুটারদের সাফল্য ।

মণিপুরের ছেলে ধীরাজ । অসাধারণ রিফ্লেক্স এবং সময়জ্ঞানে ভর দিয়ে দলকে ভরসা দিতে সিদ্ধহস্ত । 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হয়েছিল ভারতে ৷ একবারই ভারত যুব বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল । সেখানেই নজরে পড়েছিলেন সাহসী গোলরক্ষায় ভরসা করে । গত তিন বছর এফসি গোয়াতে গোলরক্ষা করেছেন । গোয়ার জার্সিতে 53টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি । 2019-2021 পর্যন্ত তিনি ছিলেন মোহনবাগানে । একটি ম্যাচও খেলেছিলেন বাগানের জার্সিতে । 2017 সালে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ক্লাব ফুটবলে আত্মপ্রকাশ ধীরাজের । এরপর 2018-19 মরশুমে তিনি খেলেন কেরল ব্লাস্টার্সের হয়ে । 13টি ম্যাচ খেলেন ইয়েলো আর্মির হয়ে । মোহনবাগানের জার্সিতে সই করলেও সেভাবে সুযোগ পাননি । এবার ছবিটা ভিন্ন । ধীরাজ 29 জুলাই মোহনবাগান দিবসে দলের জার্সিতে প্রস্তুতিতে নামবেন ৷ প্রসঙ্গত, ওইদিনই হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্টের গোটা সিনিয়র দল মাঠে নামবে ।

দুয়ারে কড়া নাড়ছে ডুরান্ড কাপ । 17 তারিখ মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচ খেলবে । 29 জুলাই সিনিয়র দল প্র্যাকটিস শুরু করবে । ফলে ডুরান্ড কাপে কলকাতা লিগে হতশ্রী পারফরম্যান্স করে চলা ডেভেলপমেন্ট দলই মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা । মোহনবাগান অবশ্য দল গঠনে ব্যস্ত । সদ্য তারা সই করিয়েছে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে । এই তারকা অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচবার সোনার বুট জিতেছেন । 29 জুলাই তাঁর জন্মদিন । ওইদিনই নিজের ক্লাবের অনুশীলন শুরু হওয়ায় অজি স্ট্রাইকার খুশি । ইতিমধ্যে সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি ।

জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের পর জেমি ম্যাকলারেন তৃতীয় অস্ট্রেলিয় যিনি ভারতের ক্লাবে জুটি বাঁধছেন । তিন বিশ্বকাপার একই দলে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলে নেই । ম্যাকলারেন ইতিমধ্যে জানিয়েছেন, কামিন্স-পেত্রাতোস পূর্বপরিচিত । তাঁদের এই পুরনো সম্পর্কটা কাজে লাগাতে চাইছে মোহনবাগান । আক্রমণভাগ শক্তিশালী করার পর ‘লাস্ট লাইন অব ডিফেন্স’ গুছিয়ে নিতে চাইছে তারা । যদিও দলের এক নম্বর কিপার হিসেবে বিশাল কাইথ থাকছেন ।

Last Updated : Jul 24, 2024, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.