বিশাখাপত্তনম, 3 এপ্রিল: বিধ্বংসী দুই ক্যারিবিয়ান ব্য়াটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল ৷ দুরন্ত ব্যাটিং তরুণ অঙ্গকৃশ রঘুবংশীর ৷ সবমিলিয়ে ব্য়াটিং তাণ্ডবে বিশাখাপত্তনমে সর্বাধিক রানের নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স ৷ সার্বিক রেকর্ড টপকাতে না-পারলেও প্রতিযোগিতার ইতিহাসে নিজেদের সর্বাধিক রানের নজির গড়ল শাহরুখ খানের দল ৷ প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 272 রান করল পার্পল ব্রিগেড ৷
টস জিতে ভাইজ্যাগে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ রান করা ভুলতে বসা সুনীল নারিন চলতি মরশুমে রানের মধ্যে ফিরেছেন ৷ এদিন তো দিল্লি বোলারদের বেদম প্রহার করে প্রায় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিলেন ৷ যদিও শেষ পর্যন্ত লক্ষ্যে অভীষ্ট থাকতে পারেননি ক্য়ারিবিয়ান ক্রিকেটার ৷ 7টি চার 7টি ছয়ে 39 বলে 85 রান করে আউট হন তিনি ৷
27 বলে 54 রান আসে তরুণ রঘুবংশীর ব্যাটে ৷ শেষদিকে রাসেল ও রিঙ্কু ঝড়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রানের নজির (277 রান) পেরিয়ে যাচ্ছিল পার্পল ব্রিগেড ৷ শেষ পর্যন্ত সেটা না-হলেও নিজেদের সর্বাধিক রানের নজির হাসিল করে ফেলে নাইটরা ৷ রাসেল করেন 19 বলে 41 ৷ মারেন 4টি চার, 3টি ছয় ৷ অন্যদিকে 8 বলে 26 রানের ঝোড়ো ক্যামিয়ো খেলেন রিঙ্কু ৷ রিঙ্কু-রাসেল শেষ পর্যন্ত টিকে গেলে হয়তো সর্বাধিক রানের নজির গড়ে ফেলত কেকেআর ৷
প্রথম ম্যাচ নীতীশ রানাকে বসিয়ে অনুকূল রয়কে খেলিয়েছিল কেকেআর ৷ বুধবার সেই অনুকূল রয়কে বসিয়ে তরুণ অঙ্গকৃষ রঘুবংশীকে দলে ফেরায় ম্যানেজমেন্ট ৷ 5টি চার 3টি ছয়ে প্রথম ব্যাট হাতে নামা রঘুবংশীর ইনিংসে ছিল একরাশ প্রতিশ্রুতির ছাপ ৷
এই মুহূর্তে দলের ফর্ম ও ম্যাচ অ্যাডভান্টেজের দিক থেকে এগিয়ে থেকে শুরু করেছে কেকেআর ৷ প্রথম দু’টি ম্যাচই জিতেছেন শ্রেয়সরা ৷ অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তিনটির মধ্যে একটিতে জয় পেলেও অধিনায়ক ঋষভ পন্ত রানে ফেরা দারুণ খবর ফ্র্যাঞ্চাইজির জন্য ৷
আরও পড়ুন: