ETV Bharat / sports

আম্পায়ারিং বিতর্কে 'রয়্যলস বধ' করে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 12:38 PM IST

ETV Bharat
রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কুলদীপ যাদবরা (আইপিএল এক্স হ্যান্ডেল)

IPL 2024: পরিসংখ্যানের থেকে এখনও আইপিএল প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস ৷ মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে আম্পায়ারিং নিয়ে বিতর্কের মাঝেই 20 রানে রাজস্থান রয়্যালসকে হারান ঋষভ পন্তরা ৷

নয়াদিল্লি, 8 মে: সপ্তদশ আইপিএলে 56 নম্বর ম্যাচ আপাতদৃষ্টিতে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস হলেও আদতে যা হয়ে উঠেছিল আম্পায়ার বনাম রয়্যালসের লড়াই ৷ যদিও 221 রান ডিফেন্ড করার ক্ষেত্রে কুলদীপ যাদব এবং মুকেশ কুমারদের কৃতিত্ব কোনও অংশে কমছিল না ৷ তবে বিতর্কিত আম্পায়ারিং ছাপিয়ে যায় ব্যাট-বলের লড়াইকে ৷ রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের বিতর্কিত আউটের মাঝে 20 রানে ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে ক্যাপিটালস ৷

এদিন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন তরুণ অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক (20 বলে 50 রান) ৷ এরপর অভিষেক পোড়েল (36 বলে 65 রান) এবং স্লগ-ওভারে ট্রিস্টান স্টাবস 20 বলে 41 রানের ইনিংসে দিল্লিকে 221 রানে পৌঁছে দেন ৷ রাজস্থানের বোলারদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিন ছাড়া কেউ ছাপ ফেলতে পারেননি ৷

অশ্বিন 4 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ এবারের আইপিএলে এটি ভারতীয় অফস্পিনারের সেরা বোলিং পারফর্ম্যান্স ৷ 222 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই খলিল আহমেদের শিকার হন যশস্বী জয়সওয়াল ৷ এরপর জস বাটলার (19) সঞ্জুর সঙ্গে 63 রানের পার্টনারশিপ করলেও, তেমন অবদান রাখতে পারেননি ৷ চার নম্বরে নেবে রিয়ান পরাগকেও (22 বলে 25 রান) এদিন ম্যাড়ম্যাড়ে দেখিয়েছে ৷ তবে, তরুণ শুভম দুবে (12 বলে 25 রান) প্রভাবিত করেন ৷

অধিনায়ক সঞ্জুর (46 বলে 86 রান) আউট নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে ৷ মুকেশের শর্ট বল ব্যাকফুটে খেলতে গিয়ে লং-অফ বাউন্ডারিতে ক্যাচ দেন সঞ্জু ৷ শে হোপ বাউন্ডারি লাইন ধরে অনেকটা দৌড়ে ক্যাচটি নেন ৷ বল ধরার পর তাঁকে বাউন্ডারি লাইনে দেহের ভারসাম্য বজায় রাখতে হয় ৷ সেই সময় তাঁর পা বাউন্ডারিতে লেগেছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ ফিল্ড আম্পায়ার থার্ড-আম্পায়ারের কাছে বিষয়টি রেফার করেন ৷ সেখানে দেখা যায়, শে হোপে দু’টি পা বাউন্ডারি লাইনে প্রায় লেগে রয়েছে ৷ কিন্তু, থার্ড আম্পায়ার সেটি একবার দেখেই সিদ্ধান্ত জানিয়ে দেন এবং সঞ্জুকে আউট ঘোষণা করেন ৷

এর পরেই স্যামসনকে মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় ৷ উল্লেখ্য, দিল্লি বনাম রাজস্থানের এই ম্যাচে সঞ্জুর উইকেটই দু’দলের ব্যবধান গড়ে দিয়েছে ৷ সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞ প্যানেলের অধিকাংশই আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন ৷ এমনকি একটি ওয়াইড বল না-দেওয়া নিয়ে রাজস্থানের ডিআরএসে টিভি-আম্পায়ার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয় ৷

উল্লেখ্য, এটা প্রথমবার নয় ৷ এর আগে সানরাইজার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ট্রাভিস হেডের রান-আউট নিয়েও থার্ড আম্পায়ারকে ভুল সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল ৷ সেখানে সঞ্জু স্যামসন উইকেট ভাঙার সময় ট্রাভিস হেডের ব্যাট স্পষ্ট হাওয়ায় ছিল ৷ কিন্তু, আম্পায়ার উইকেটে লাইট জ্বলে ওঠার মুহূর্তে ভিডিয়ো ফ্রেম থামিয়ে দেন এবং জানান হেড নটআউট ৷ কিন্তু, পরবর্তী সময়ে দেখা যায় উইকেটের লাইট জ্বলে ওঠার পরেও ট্রাভিস হেড তাঁর ব্যাট মাটিতে নামাচ্ছেন ৷ যা ক্যামেরায় ধরা পড়তেই হইচই পড়ে যায় ৷ এবার তাতে নয়া সংস্করণ সঞ্জু স্যামসনের আউট ৷

আরও পড়ুন:

  1. নারিন-গম্ভীর রসায়নেই লুকিয়ে অপ্রতিরোধ্য কেকেআরের সাফল্য
  2. বেনারসে দিনভর পুণ্যার্জন নাইটদের, বৃষ্টি বিড়ম্বনা কাটিয়ে শহরে ফিরল কেকেআর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.