ETV Bharat / sports

ব্য়াটে-বলে নায়ক জাদেজা, পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আরও কাছে চেন্নাই - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 8:04 PM IST

Etv Bharat
জাদেজা ও রুতুরাজ (টুইটার)

IPL 2024: পঞ্জাবকে 28 রানে হারিয়ে প্লে-অফের স্থান কার্যত নিশ্চিত করে ফেলল চেন্নাই ৷ ইয়েলো ব্রিগেডের জয়ের এদিনের নায়ক রবীন্দ্র জাদেজা ৷ 43 রানের পাশাপাশি বল হাতে নিলেন 3 উইকেট ৷

ধরমশালা, 5 মে: ম্যাচের ফলাফল যাইহোক না কেন, ধোনি মাঠে থাকা মানেই লাইমলাইট গিয়ে পড়বে তার উপর ৷ রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্য়াচে ধরমশালায় অন্যথা হল না ৷ ম্যাচের ফলাফল ছাপিয়ে এদিন শিরোনামে ধোনির কীর্তি ৷ তবে বড় কোনও ইনিংস নয় বা উইকেটের পিছনে অনবদ্য কিছু নয়, ন'য়ে ব্যাট করতে নেমে এদিন নেটিজেনদের চর্চায় মাহি ৷ ধরমশালায় এদিন প্রাক্তন সিএসকে অধিনায়ক ব্যাট করতে নামলেন শার্দূল ঠাকুরেরও পরে ৷ সে যাইহোক, পঞ্জাবকে এদিন তাদের ঘরের মাঠে 28 রানে হারিয়ে প্লে-অফে এক পা বাড়িয়ে রাখল সিএসকে ৷

নৈসর্গিক ধরমশালা স্টেডিয়ামে এদিন টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন ৷ অজিঙ্কা রাহানে বড় রান না-পেলেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং ডারিল মিচেলের 57 রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় চেন্নাইয়ের ৷ তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে রানের গতি হারিয়ে ফেলে ইয়েলো ব্রিগেড ৷ রুতুরাজ করেন 21 বলে 32, মিচেলের ব্যাট থেকে আসে 19 বলে 30 রান ৷

শেষদিকে রবীন্দ্র জাদেজার 26 বলে ঝোড়ো 43 রানের ইনিংস দেড়শো পেরোতে সাহায্য করে ৷ জাড্ডুর ইনিংসে ছিল 3টি চার, 2টি ছয় ৷ 20 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 167 রান তোলে সিএসকে ৷ ধোনি ফেরেন 'গোল্ডেন ডাক' হয়ে ৷ জবাবে শুরুতেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে যায় প্রীতির পঞ্জাব ৷ তৃতীয় উইকেটে ওপেনার প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিং খানিক প্রতিরোধ গড়ে তুললেও বোলারদের দাপটে ম্যাচে নিজেদের অর্ধে নিয়ে নেয় চেন্নাই ৷ বল হাতে দলের জয়ে মুখ্য ভূমিকা নেন জাদেজা এবং ইমপ্য়াক্ট প্লেয়ার সিমরজিৎ সিং ৷

4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেন জাদেজা ৷ ম্য়াচের সেরাও তিনি ৷ 3 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট পান সিমরজিৎ ৷ দু'টি উইকেট নেন তুষার দেশপাণ্ডে-ও ৷ পঞ্জাবের হয়ে সর্বোচ্চ 23 বলে 30 রান প্রভসিমরনের ৷ কিন্তু 9 উইকেট হারিয়ে 20 ওভারে পঞ্জাব 139 রানের বেশি তুলতে পারেনি ৷ 28 রানে ম্যাচ জিতে লিগ টেবিলে লখনউকে টপকে তিনে চলে গেল চেন্নাই ৷ 11 ম্যাচে তাদের পয়েন্ট 12 ৷ হেরে প্লে-অফের আশা শেষ পঞ্জাবের ৷

আরও পড়ুন:

  1. ব্যাটে বিরাট-ডু'প্লেসি, বলে দুরন্ত সিরাজ; জয়ের হ্যাটট্রিকে দশ থেকে সাতে উঠল বেঙ্গালুরু
  2. পাখির চোখ প্লে-অফ, ময়াঙ্কের ছিটকে যাওয়া কি কাজে আসবে কেকেআরের?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.