ETV Bharat / sports

রোহিতের সেঞ্চুরি ফিকে করে ওয়াংখেড়েতে 'আইপিএল ক্লাসিকো' জয় চেন্নাইয়ের - IPL 2024 - IPL 2024

IPL 2024: পাথিরানার আগুনে বোলিংয়ে ফিকে রোহিতের শতরান ৷ ওয়াংখেড়েতে রবিবার 20 রানে মুম্বইকে হারাল চেন্নাই ৷ চার উইকেট নিয়ে ম্যাচ সেরা সিংহলি পেসার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 7:37 AM IST

মুম্বই, 15 এপ্রিল: কাজে এল না প্রাক্তন অধিনায়কের মারকাটারি শতরান ৷ রবিবার মুম্বইকে তাদের ঘরের মাঠে 20 রানে হারিয়ে আইপিএল ক্লাসিকো জিতে নিল চেন্নাই সুপার কিংস ৷ ব্যাট হাতে ইয়েলো আর্মির এই জয়ের নায়ক যদি হন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে ৷ তবে বল হাতে নায়ক অবশ্যই ইমপ্যাক্ট প্লেয়ার মাথিশা পাথিরানা ৷ চার উইকেট নিলেন এই সিংহলি পেসার ৷

ঘরের মাঠে টস জিতে রবিবার সুপার কিংসকে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হার্দিক পান্ডিয়া ৷ দুই ওপেনার অজিঙ্কা রাহানে এবং রাচিন রবীন্দ্রর ইনিংস লম্বা না-হলেও অধিনায়ক রুতুরাজ এবং শিবম দুবের ব্যাটে রানের পাহাড়ে চড়ে ইয়েলো আর্মি ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের জুটিতে ওঠে 90 রান ৷ 5টি চার, 5টি ছয়ে 40 বলে 69 রান করে আউট হন সুপার কিংস অধিনায়ক ৷ 10টি চার, 2টি ছক্কা হাঁকিয়ে 38 বলে 66 রানে অপরাজিত থেকে যান দুবে ৷

শেষবেলায় ওয়াংখেড়েতে মাহিঝড় চেন্নাইকে পৌঁছে দেয় 206 রানে ৷ অন্তিম ওভারে টানা তিনটি ছয় হাঁকিয়ে 4 বলে 20 রানে অপরাজিত থেকে যান ধোনি ৷ জবাবে 'হিটম্যান' ছাড়া বড় রান তাড়া করতে গিয়ে চওড়া হয়নি অন্য কোনও মুম্বই ব্যাটারের ব্যাট ৷ শতরান হাঁকিয়ে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে গেলেও দলকে এদিন জেতাতে ব্যর্থ মুম্বইকর ৷ 61 বলে শতরান পূর্ণ করে 105 রানে অপরাজিত থেকে যান প্রাক্তন মুম্বই অধিনায়ক ৷ 31 রান করেন তিলক বর্মা ৷

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বল হাতে 28 রানে 4 উইকেট নেওয়া পাথিরানা-ই এদিন ম্যাচের সেরা ৷ একটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে এবং মুস্তাফিজুর রহমান ৷ শেষপর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 186 রানেই আটকে যায় মুম্বই ৷

আরও পড়ুন:

  1. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
  2. এক বল বাকি থাকতে পঞ্জাবকে হারিয়ে শীর্ষে অবস্থান পোক্ত করল রয়্যালস

মুম্বই, 15 এপ্রিল: কাজে এল না প্রাক্তন অধিনায়কের মারকাটারি শতরান ৷ রবিবার মুম্বইকে তাদের ঘরের মাঠে 20 রানে হারিয়ে আইপিএল ক্লাসিকো জিতে নিল চেন্নাই সুপার কিংস ৷ ব্যাট হাতে ইয়েলো আর্মির এই জয়ের নায়ক যদি হন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে ৷ তবে বল হাতে নায়ক অবশ্যই ইমপ্যাক্ট প্লেয়ার মাথিশা পাথিরানা ৷ চার উইকেট নিলেন এই সিংহলি পেসার ৷

ঘরের মাঠে টস জিতে রবিবার সুপার কিংসকে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হার্দিক পান্ডিয়া ৷ দুই ওপেনার অজিঙ্কা রাহানে এবং রাচিন রবীন্দ্রর ইনিংস লম্বা না-হলেও অধিনায়ক রুতুরাজ এবং শিবম দুবের ব্যাটে রানের পাহাড়ে চড়ে ইয়েলো আর্মি ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের জুটিতে ওঠে 90 রান ৷ 5টি চার, 5টি ছয়ে 40 বলে 69 রান করে আউট হন সুপার কিংস অধিনায়ক ৷ 10টি চার, 2টি ছক্কা হাঁকিয়ে 38 বলে 66 রানে অপরাজিত থেকে যান দুবে ৷

শেষবেলায় ওয়াংখেড়েতে মাহিঝড় চেন্নাইকে পৌঁছে দেয় 206 রানে ৷ অন্তিম ওভারে টানা তিনটি ছয় হাঁকিয়ে 4 বলে 20 রানে অপরাজিত থেকে যান ধোনি ৷ জবাবে 'হিটম্যান' ছাড়া বড় রান তাড়া করতে গিয়ে চওড়া হয়নি অন্য কোনও মুম্বই ব্যাটারের ব্যাট ৷ শতরান হাঁকিয়ে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে গেলেও দলকে এদিন জেতাতে ব্যর্থ মুম্বইকর ৷ 61 বলে শতরান পূর্ণ করে 105 রানে অপরাজিত থেকে যান প্রাক্তন মুম্বই অধিনায়ক ৷ 31 রান করেন তিলক বর্মা ৷

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বল হাতে 28 রানে 4 উইকেট নেওয়া পাথিরানা-ই এদিন ম্যাচের সেরা ৷ একটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে এবং মুস্তাফিজুর রহমান ৷ শেষপর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 186 রানেই আটকে যায় মুম্বই ৷

আরও পড়ুন:

  1. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
  2. এক বল বাকি থাকতে পঞ্জাবকে হারিয়ে শীর্ষে অবস্থান পোক্ত করল রয়্যালস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.