আগ্রা, 15 ফেব্রুয়ারি: মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বৃহস্পতিবার বিকেলে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকারকে নিয়ে তাজমহল ঘুরে দেখলেন। ভিভিআইপি পূর্ব গেট দিয়ে তিনি তাজমহল কমপ্লেক্সে প্রবেশ করেন। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিআইএসএফ ও পুলিশের বিশাল বাহিনী তাজমহলের বিশাল এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছিল। ফোর্ট কোর্টে সচিন তেন্ডুলকার এবং অঞ্জলিকে দেখা গেল রীতিমতো সেলফি মুডে ৷ ছবি তুলতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।
যদিও নিরাপত্তাকর্মীরা রীতিমতো ঘিরে সস্ত্রিক সচিনকে এগিয়ে নিয়ে যান ৷ এদিন সচিন তেন্ডুলকার এবং তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার রয়্যাল গেট থেকে তাজমহল দেখে এর সৌন্দর্যে অভিভূত হয়ে যান ৷ তাজমহলে প্রায় এক ঘণ্টা এদিন কাটিয়েছেন সচিন ৷ এই সময়ের মধ্যে তিনি প্রচুর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও করেছেন। ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছাও জানান তিনি।
গাইডের থেকে রয়্যাল গেটের ইতিহাস সম্পর্কে তথ্যও নেন মাস্টার-ব্লাস্টার। সস্ত্রীক রয়্যাল গেটে প্রচুর ছবি এবং ভিডিয়ো তোলেন সচিন। সচিন এবং অঞ্জলি ডায়ানার সিটে বসে এদিন ছবিও তুলেছেন। এর পর তাজমহলের মূল গম্বুজে পৌঁছে যান সচিন ৷ সেখানে তিনি ট্যুরিস্ট গাইডের কাছ থেকে তাজমহলের মোজাইক, তাজমহলে ব্যবহৃত মার্বেল, তাজমহলের ইতিহাস, সম্র্রাট শাহজাহান ও মমতাজের প্রেমকাহিনী সম্পর্কেও তথ্য নেন।
তাজমহল পরিদর্শনের সময় সচিন তেন্ডুলকর তাজমহলের গায়ে চকচকে পাথর সম্পর্কে গাইডকে এ বিষয়ে প্রশ্ন করেন। এ বিষয়ে পর্যটক গাইড জানান, তাজমহলে এমন অনেক মূল্যবান মার্বেল পাথর রয়েছে। যখন সূর্য বা চাঁদের রশ্মি তাদের উপর পড়ে তখন তারা জ্বলজ্বল করে। সন্ধ্যা এবং সকালে সূর্যের রশ্মি একটি তির্যক কোণে তাজমহলে পড়ে।
আরও পড়ুন: