নয়াদিল্লি, 13 অগস্ট: ভিনেশ পদক পাবেন কি না, তা জানা গেল না ৷ মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক সংগঠন (আইওএ) জানিয়েছে, ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগতের আবেদনের উত্তর দিতে আরও সময় চেয়েছে ৷ 16 তারিখ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তারা চূড়ান্ত রায় জানাবে ৷ ভিনেশ 50 কেজির ফ্রিস্টাইল ক্যাটাগরির মহিলা কুস্তিতে অংশ নিয়েছিলেন ৷ তিনি যুগ্ম সিলভারের দাবিতে আবেদন জানিয়েছিলেন ৷ এর আগেও মামলার রায়দান পিছিয়ে গিয়েছিল ৷ আবারও সেই ঘটনা ঘটল ৷
পদকের সামনে গিয়েও বাতিল হতে হল ভিনেশকে ৷ তাঁর ওজন মাত্র 100 গ্রাম বেশি হওয়ায় তাঁকে বাতিল করে দিয়েছে অলিম্পিক্স কমিটি । মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়া নিয়ে চমকে গিয়েছেন সকলেই ৷ শুধু পদকের স্বপ্ন ভেঙে যাওয়াই নয়, নিয়ম নিয়েও শুরু হয়েছে জোর চর্চা ৷ কারণ, ভিনেশের প্যারিস অলিম্পিক্স পর্যন্ত আসার সফরটা সবার জানা ৷ সাসপেনশন, অফ ফর্ম, পুলিশের লাঠি পেরিয়ে তিনি অলিম্পিক্সে এসেছেন ৷ এই পরিস্থিতিতে পদক পাকা করেও ছিটকে যাওয়াটা প্রত্যাশিত নয় ৷
The Court of Arbitration for Sport (CAS) extends till August 16 ( 6 pm-Paris time) the decision on Indian wrestler Vinesh Phogat's appeal to be awarded the joint silver medal in the women's 50kg freestyle category: IOA#ParisOlympics2024
— ANI (@ANI) August 13, 2024
অলিম্পিক্সের নিয়মের জাঁতাকলে পড়ে বাদ পড়তে হয়েছে ভারতের এই কুস্তিগিরকে। কী নিয়ম রয়েছে অলিম্পিক্সের?
অলিম্পিক কুস্তির ওজনের ভাগ
মোট 18টি ওজনের ক্লাস আছে কুস্তিতে ৷ গ্রিসো-রোমান, ছেলেদের ফ্রিস্টাইল ও মেয়েদের ফ্রিস্টাইলে 6টি করে ভাগ আছে ৷ প্রতিটা ভাগই ওজনের হিসেবে আলাদা ৷ যেমন 57 কেজির একটি বিভাগ, আবার 50 কেজির অন্য বিভাগ ৷
ছেলেদের ফ্রিস্টাইল- 57, 65, 74, 86, 97, ও 125 (প্রতিটিই কেজিতে)
মেয়েদের ফ্রিস্টাইল- 50, 53, 57, 62, 68, 76 (প্রতিটিই কেজিতে)
গ্রিসো-রোমান- 60, 67, 77, 87, 97, 130 (প্রতিটিই কেজিতে)
কুস্তির নিয়ম
কুস্তিগিরদের ওজন মাপা হয় ম্যাচের আগে। যেমন 7 তারিখ রয়েছে ভিনেশের ম্যাচ ৷ তাই 7 তারিখে ম্যাচের আগে ভিনেশের ওজন মাপা হয়েছে ৷ 6 তারিখও তাঁর ওজন মাপা হয়েছিল ৷ কুস্তিগিরদের তাঁদের ওজন ক্যাটাগরির মধ্যে থাকতে হয় ৷
কেন ভিনেশ ছিটকে গেলেন ?
ভিনেশ যখন মঙ্গলবার খেলতে নামেন তখন তাঁর ওজন 50 কেজির মধ্যে ছিল ৷ তাই তিনি শেষ 16, কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল খেলতে পারেন ৷ ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ, 6 অগস্ট রাতে বিনেশের ওজন 2 কেজি বেড়ে যায় ৷ 52 কেজি হয়ে যায় তাঁর ওজন। এরপর তিনি রাতে স্কিপিং, সাইক্লিং, জগিং করেন ওজন কমানোর জন্য। রাতে এই পরিশ্রমের পর তিনি 1.9 কেজি ওজন কমাতে পেরেছেন। ফাইনালের দিন সকালে তাঁর ওপন মাপলে দেখা যায়, তাঁর ওজেন 50 কেজি 100 গ্রাম ৷
অলিম্পিক্স কমিটির কাছে ভারতের পক্ষে থেকে আবেদন করা হয় ওজনের পরীক্ষা করতে বিনেশকে আরও সময় দেওয়া হোক ৷ কিন্তু সেই অনুরোধ খারিজ করা হয়। বিনেশ সাধারণত 53 কেজি বিভাগে লড়েন ৷ অলিম্পিক্সের কোয়ালিফায়ারেও একই সমস্যার মুখে পড়েছিলেন তিনি ৷