লন্ডন, 13 জুলাই: গত কয়েক বছরে গ্র্যান্ড স্ল্যামের ডাবলস ইভেন্টে তাঁর আধিপত্য ছিলই ৷ 2018 থেকে 2023, ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে ঝুলিতে এসেছে 8টি গ্র্যান্ড স্ল্যাম ৷ তারই মাঝে 2021 ফরাসি ওপেনে প্রথম সিঙ্গলস খেতাব ৷ আর শনিবার 17 দিনের ছোট জেসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি বারবোরা ক্রেজিকোভা ৷ তাঁর পক্ষে ম্যাচের ফল 6-2, 2-6, 6-4 ৷
প্রতিযোগিতার 31তম বাছাই ক্রেজিকোভার লড়াই যে সহজ হবে না সে কথা জানাই ছিল ৷ কারণ, প্রতিযোগিতার সপ্তম বাছাই হওয়ার পাশাপাশি গত মাসে ফরাসি ওপেনে রানার্সের তকমা এখনও টাটকা ইতালির পাওলিনির নামের সঙ্গে ৷ লড়াই সহজ হয়ওনি ৷ প্রথম সেট 6-2 ব্যবধানে জিতে এদিন শুরুটা দারুণ করেছিলেন চেক তরুণী ৷ কিন্তু দ্বিতীয় সেট একই ব্যবধানে জিতে সমান প্রত্যাঘাত হানেন পাওলিনি ৷
Breathtaking. Brilliant. Barbora.
— Wimbledon (@Wimbledon) July 13, 2024
Barbora Krejcikova is the 2024 Ladies’ Singles Champion 🏆#Wimbledon pic.twitter.com/Xz0jjezO89
ইতালির প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে পৌঁছনোর নজির তো ছিলই ৷ পাশাপাশি 2016 সেরেনা উইলিয়ামসের পর একই মরশুমে ফরাসি ওপেন এবং উইম্বলডনের ফাইনালে পৌঁছনোর রেকর্ডও এদিন ফাইনালে নামার আগে জুড়ে যায় পাওলিনির নামের সঙ্গে ৷ পরিসংখ্যান তাঁর নামের সঙ্গে থাকলেও ক্রেজিকোভার নাছোড় পারফরম্যান্সের সঙ্গে এঁটে উঠতে পারলেন না ইতালির 28 বছরের তরুণী ৷
প্রথম দু'টি সেট দু'জনে ভাগ করে নেওয়ার পর নির্ণায়ক সেটে লড়াই চলে তুল্যমূল্য ৷ দু'বার ক্রেজিকোভার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ভেঙে খেলা ঘোরানোরও চেষ্টা করেছিলেন পাওলিনি ৷ কিন্তু তৃতীয়বার আর সম্ভব হয়নি তাঁর পক্ষে ৷ মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব ছিনিয়ে নেন ক্রেজিকোভা ৷ সেইসঙ্গে গত সাত বছরের ধারা বজায় রেখে অষ্টমবারেও মহিলা সিঙ্গলসে নয়া চ্যাম্পিয়ন পেয়ে গেল অল ইংল্যান্ড ক্লাব ৷