ETV Bharat / sports

ভারতের মাটিতে টি-20 ক্রিকেটকে 'আলবিদা' বাংলাদেশের তারকা ক্রিকেটারের - IND VS BAN T20I

MAHMUDULLAH RIYAD RETIRES: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজই শেষ ৷ দ্বিতীয় ম্য়াচের আগে টি-20 ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক ৷

MAHMUDULLAH RIYAD
মাহমুদুল্লাহ রিয়াদ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 8, 2024, 6:05 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: তিন বছর আগে বিদায় জানিয়েছিলেন ক্রিকেটের কুলীন ফরম্য়াটকে ৷ আর মঙ্গলবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকেও আলবিদা জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ ৷ ভারতের মাটিতে বাংলদেশের চলতি সিরিজই টি-20 ক্রিকেটে হবে তাঁর অন্তিম আন্তর্জাতিক সিরিজ ৷ বুধবার নয়াদিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানালেন প্রাক্তন অধিনায়ক ৷

সাংবাদিক সম্মেলনে এদিন বাংলাদেশের হয়ে সর্বাধিক টি-20 খেলা ক্রিকেটার জানান, পরিবার-পরিজনদের সঙ্গে আলোচন করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ অলরাউন্ডার মাহমুদুল্লাহ বলেন, "ভারতে আসার আগেই আমি বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলাম ৷ হায়দরাবাদে ভারত-বাংলাদেশ তৃতীয় টি-20 ম্যাচ সংক্ষিপ্ত ফর্ম্য়াটে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ৷"

বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাই সবচেয়ে বেশি ম্যাচ খেলা টি-20 ক্রিকেটার ৷ 139টি টি-20 ম্য়াচে অলরাউন্ডারের নামের পাশে রয়েছে 2,394 রান এবং 40টি উইকেট ৷ সর্বাধিক ম্যাচ খেলাই শুধু নয়, দেশকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কও তিনি ৷ 2007 সালে কেনিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-20'তে অভিষেক হওয়া মাহমুদুল্লাহ 43টি ম্য়াচে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন ৷ এর মধ্যে 16টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ ৷ এর মধ্যে 2021 টি-20 বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন তিনি ৷ সবমিলিয়ে আগামী 12 অক্টোবর 17 বছরের টি-20 কেরিয়ারে দাড়ি টানতে চলেছেন মাহমুদুল্লাহ ৷

এদিকে চলতি সিরিজের দিকে যদি তাকানো যায় তবে গোয়ালিয়রে প্রথম ম্য়াচ জিতে এগিয়ে রয়েছে ভারতীয় দল ৷ প্রথম ম্য়াচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে তাঁরা ৷ গোয়ালিয়রে প্রথমে ব্য়াট করে 19.5 ওভারে 127 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ৷ জবাবে 49 বল বাকি থাকতে রান তুলে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর: তিন বছর আগে বিদায় জানিয়েছিলেন ক্রিকেটের কুলীন ফরম্য়াটকে ৷ আর মঙ্গলবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকেও আলবিদা জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ ৷ ভারতের মাটিতে বাংলদেশের চলতি সিরিজই টি-20 ক্রিকেটে হবে তাঁর অন্তিম আন্তর্জাতিক সিরিজ ৷ বুধবার নয়াদিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানালেন প্রাক্তন অধিনায়ক ৷

সাংবাদিক সম্মেলনে এদিন বাংলাদেশের হয়ে সর্বাধিক টি-20 খেলা ক্রিকেটার জানান, পরিবার-পরিজনদের সঙ্গে আলোচন করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ অলরাউন্ডার মাহমুদুল্লাহ বলেন, "ভারতে আসার আগেই আমি বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলাম ৷ হায়দরাবাদে ভারত-বাংলাদেশ তৃতীয় টি-20 ম্যাচ সংক্ষিপ্ত ফর্ম্য়াটে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ৷"

বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাই সবচেয়ে বেশি ম্যাচ খেলা টি-20 ক্রিকেটার ৷ 139টি টি-20 ম্য়াচে অলরাউন্ডারের নামের পাশে রয়েছে 2,394 রান এবং 40টি উইকেট ৷ সর্বাধিক ম্যাচ খেলাই শুধু নয়, দেশকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কও তিনি ৷ 2007 সালে কেনিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-20'তে অভিষেক হওয়া মাহমুদুল্লাহ 43টি ম্য়াচে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন ৷ এর মধ্যে 16টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ ৷ এর মধ্যে 2021 টি-20 বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন তিনি ৷ সবমিলিয়ে আগামী 12 অক্টোবর 17 বছরের টি-20 কেরিয়ারে দাড়ি টানতে চলেছেন মাহমুদুল্লাহ ৷

এদিকে চলতি সিরিজের দিকে যদি তাকানো যায় তবে গোয়ালিয়রে প্রথম ম্য়াচ জিতে এগিয়ে রয়েছে ভারতীয় দল ৷ প্রথম ম্য়াচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে তাঁরা ৷ গোয়ালিয়রে প্রথমে ব্য়াট করে 19.5 ওভারে 127 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ৷ জবাবে 49 বল বাকি থাকতে রান তুলে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.