ETV Bharat / sports

আচমকা অবসরে গ্রিজম্য়ান, বিশ্বজয়ী ফুটবলারের ঘোষণায় হতবাক অনুরাগীরা - Antoine Griezmann Retires

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

GRIEZMANN ANNOUNCES RETIREMENT: অনুরাগীদের অবাক করে তেত্রিশেই অবসর ঘোষণা ফরাসি ফুটবলার আতোয়াঁ গ্রিজম্যানের ৷ 2018 সালে রাশিয়ায় ফ্রান্সের বিশ্বজয়ের অন্যতম নায়ক তিনি ৷

GRIEZMANN ANNOUNCES RETIREMENT
গ্রিজম্যানের অবসর (ANI)

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন আতোয়াঁ গ্রিজম্য়ান ৷ সোমবার 2018 বিশ্বজয়ী ফরাসি ফুটবলারের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তে হতবাক অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিয়ো বার্তায় এদিন অবসর ঘোষণা করেন তেত্রিশের গ্রিজম্য়ান ৷ যদিও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি ৷

137টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার ফ্রান্সের চতুর্থ সর্বাধিক গোলস্কোরার ৷ গ্রিজম্য়ানের নামের পাশে রয়েছে 44টি আন্তর্জাতিক গোল ৷ 2014 সালে আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশ করা স্ট্রাইকারের কেরিয়ারের সেরা প্রাপ্তি অবশ্যই 2018 বিশ্বকাপ জয় ৷ রাশিয়ার মাটিতে 'দ্য ব্লুজ'-এর বিশ্বকাপে জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন এই উইঙ্গার ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালেও একটি গোল ছিল ঝাঁকরা সোনালি চুলের ফুটবলারের ৷

সোশাল মিডিয়া পোস্টে এদিন ফরাসি ফুটবলার লেখেন, "হৃদয়ে স্মৃতির ডালি নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি ৷ ফ্রান্সের জার্সিতে যে সকল রোমাঞ্চ আমি উপভোগ করেছি তার জন্য ধন্যবাদ ৷ খুব শীঘ্রই দেখা হচ্ছে ৷" 2014 আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশের পর থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন গ্রিজম্য়ান ৷ কোচ দিদিয়ের দেশঁ'র অন্যতম ভরসার পাত্র এদিন অবসর বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁর সকল সতীর্থ এবং অনুরাগীদের ৷

2018 বিশ্বকাপে চারটি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্টও ছিলেন গ্রিজম্য়ানের নামে ৷ ক্রোটদের বিরুদ্ধে ফাইনালে 38 মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোল এগিয়ে দিয়েছিল ফরাসি দলকে ৷ শেষমেশ 4-2 গোলে জিতে বিশ বছর পর ফের বিশ্বসেরা হয় জিনেদিন জিদানের দেশ ৷ যদি পারফরম্যান্সের নিরিখে 2022 বিশ্বকাপ কিংবা চলতি বছর ইউরো কাপটা ভালো যায়নি গ্রিজম্য়ানের ৷ সোমবার খানিকটা অবাক করেই আন্তর্জাতিক ফুটবলকে 'আলবিদা' জানালেন তিনি ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন আতোয়াঁ গ্রিজম্য়ান ৷ সোমবার 2018 বিশ্বজয়ী ফরাসি ফুটবলারের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তে হতবাক অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিয়ো বার্তায় এদিন অবসর ঘোষণা করেন তেত্রিশের গ্রিজম্য়ান ৷ যদিও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি ৷

137টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার ফ্রান্সের চতুর্থ সর্বাধিক গোলস্কোরার ৷ গ্রিজম্য়ানের নামের পাশে রয়েছে 44টি আন্তর্জাতিক গোল ৷ 2014 সালে আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশ করা স্ট্রাইকারের কেরিয়ারের সেরা প্রাপ্তি অবশ্যই 2018 বিশ্বকাপ জয় ৷ রাশিয়ার মাটিতে 'দ্য ব্লুজ'-এর বিশ্বকাপে জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন এই উইঙ্গার ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালেও একটি গোল ছিল ঝাঁকরা সোনালি চুলের ফুটবলারের ৷

সোশাল মিডিয়া পোস্টে এদিন ফরাসি ফুটবলার লেখেন, "হৃদয়ে স্মৃতির ডালি নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি ৷ ফ্রান্সের জার্সিতে যে সকল রোমাঞ্চ আমি উপভোগ করেছি তার জন্য ধন্যবাদ ৷ খুব শীঘ্রই দেখা হচ্ছে ৷" 2014 আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশের পর থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন গ্রিজম্য়ান ৷ কোচ দিদিয়ের দেশঁ'র অন্যতম ভরসার পাত্র এদিন অবসর বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁর সকল সতীর্থ এবং অনুরাগীদের ৷

2018 বিশ্বকাপে চারটি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্টও ছিলেন গ্রিজম্য়ানের নামে ৷ ক্রোটদের বিরুদ্ধে ফাইনালে 38 মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোল এগিয়ে দিয়েছিল ফরাসি দলকে ৷ শেষমেশ 4-2 গোলে জিতে বিশ বছর পর ফের বিশ্বসেরা হয় জিনেদিন জিদানের দেশ ৷ যদি পারফরম্যান্সের নিরিখে 2022 বিশ্বকাপ কিংবা চলতি বছর ইউরো কাপটা ভালো যায়নি গ্রিজম্য়ানের ৷ সোমবার খানিকটা অবাক করেই আন্তর্জাতিক ফুটবলকে 'আলবিদা' জানালেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.