প্য়ারিস, 25 জুলাই: ডাবলসে মনোসংযোগ করতে চান, তাই আসন্ন অলিম্পিক্সের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন দু'বারের সোনাজয়ী ৷ এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ব্রিটিশ কিংবদন্তি আগেই ঘোষণা করেছিলেন যে, প্যারিস অলিম্পিক্সই তাঁর পেশাদার টেনিস কেরিয়ারের শেষ অ্যাসাইনমেন্ট, বৃহস্পতিবার অলিম্পিক্সেরও একটি ইভেন্ট থেকে নাম প্রত্য়াহার করে নিলেন লন্ডন এবং রিও অলিম্পিক্সের সোনাজয়ী ৷
প্যারিসে ড্যান ইভান্সকে সঙ্গী করে ডাবলসে নামবেন মারে ৷ তার আগে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে বিবৃতি দিয়ে মারে বলেন, "ড্যানের সঙ্গে ডাবলস ইভেন্টে আমি আরও বেশি করে মনোনিবেশ করতে চাই, সে কারণে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি ৷" মারে আরও জানান, প্রস্তুতি দারুণ হয়েছে, আরও একবছর অলিম্পিক্সে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি ৷
তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক মারের অলিম্পিক যাত্রা এককথায় বর্ণময় ৷ 2012 লন্ডন এবং পরবর্তী 2016 রিও অলিম্পিক্স, টানা দু'টি অলিম্পিক্সে সিঙ্গলসে স্বর্ণপদক ঝুলিতে রয়েছে মারের ৷ এর মধ্যে 2012 ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে পোডিয়াম শীর্ষে শেষ করেছিলেন তিনি ৷ পরেরবার সোনাজয়ের ম্যাচে মারে হারান জুয়ান মার্টিন পোত্রোকে ৷ লন্ডনে লরা রবসনকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসেও ব্রিটেনকে রুপো এনে দিয়েছিলেন মারে ৷
Arrived in Paris for my last ever tennis tournament @Olympics
— Andy Murray (@andy_murray) July 23, 2024
Competing for 🇬🇧 have been by far the most memorable weeks of my career and I’m extremely proud to get do it one final time! pic.twitter.com/keqnpvSEE1
হিপ সার্জারি তার পরবর্তীতে সম্প্রতি শিরদাঁড়ার অস্ত্রোপচারের পর সাঁইত্রিশের মারের পক্ষে টেনিস সার্কিটে আগের মেজাজে ফেরা সম্ভব নয় ৷ তাই অলিম্পিক্সের পর কেরিয়ারে ইতি টানা প্রসঙ্গে বলতে গিয়ে মারে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, এটাই খেলা ছাড়ার সঠিক সময় ৷