ETV Bharat / sports

সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার, বিদায়ী অলিম্পিক্সে শুধু ডাবলস খেলবেন মারে - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Andy Murray Withdraws His Name: দু'বারের সোনাজয়ী মারের পেশাদার কেরিয়ারের শেষ প্রতিযোগিতা প্য়ারিস অলিম্পিক্স ৷ ফ্রান্সের রাজধানীতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ সিঙ্গলসের পাশাপাশি ডাবলসে প্রতিনিধিত্ব করার কথা ছিল ব্রিটিশ টেনিস কিংবদন্তি ৷ কিন্তু প্রতিযোগিতা শুরুর কয়েকঘণ্টা আগে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন মারে ৷

Andy Murray
অ্যান্ডি মারে (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 6:45 PM IST

প্য়ারিস, 25 জুলাই: ডাবলসে মনোসংযোগ করতে চান, তাই আসন্ন অলিম্পিক্সের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন দু'বারের সোনাজয়ী ৷ এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ব্রিটিশ কিংবদন্তি আগেই ঘোষণা করেছিলেন যে, প্যারিস অলিম্পিক্সই তাঁর পেশাদার টেনিস কেরিয়ারের শেষ অ্যাসাইনমেন্ট, বৃহস্পতিবার অলিম্পিক্সেরও একটি ইভেন্ট থেকে নাম প্রত্য়াহার করে নিলেন লন্ডন এবং রিও অলিম্পিক্সের সোনাজয়ী ৷

প্যারিসে ড্যান ইভান্সকে সঙ্গী করে ডাবলসে নামবেন মারে ৷ তার আগে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে বিবৃতি দিয়ে মারে বলেন, "ড্যানের সঙ্গে ডাবলস ইভেন্টে আমি আরও বেশি করে মনোনিবেশ করতে চাই, সে কারণে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি ৷" মারে আরও জানান, প্রস্তুতি দারুণ হয়েছে, আরও একবছর অলিম্পিক্সে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি ৷

তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক মারের অলিম্পিক যাত্রা এককথায় বর্ণময় ৷ 2012 লন্ডন এবং পরবর্তী 2016 রিও অলিম্পিক্স, টানা দু'টি অলিম্পিক্সে সিঙ্গলসে স্বর্ণপদক ঝুলিতে রয়েছে মারের ৷ এর মধ্যে 2012 ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে পোডিয়াম শীর্ষে শেষ করেছিলেন তিনি ৷ পরেরবার সোনাজয়ের ম্যাচে মারে হারান জুয়ান মার্টিন পোত্রোকে ৷ লন্ডনে লরা রবসনকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসেও ব্রিটেনকে রুপো এনে দিয়েছিলেন মারে ৷

হিপ সার্জারি তার পরবর্তীতে সম্প্রতি শিরদাঁড়ার অস্ত্রোপচারের পর সাঁইত্রিশের মারের পক্ষে টেনিস সার্কিটে আগের মেজাজে ফেরা সম্ভব নয় ৷ তাই অলিম্পিক্সের পর কেরিয়ারে ইতি টানা প্রসঙ্গে বলতে গিয়ে মারে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, এটাই খেলা ছাড়ার সঠিক সময় ৷

প্য়ারিস, 25 জুলাই: ডাবলসে মনোসংযোগ করতে চান, তাই আসন্ন অলিম্পিক্সের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন দু'বারের সোনাজয়ী ৷ এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ব্রিটিশ কিংবদন্তি আগেই ঘোষণা করেছিলেন যে, প্যারিস অলিম্পিক্সই তাঁর পেশাদার টেনিস কেরিয়ারের শেষ অ্যাসাইনমেন্ট, বৃহস্পতিবার অলিম্পিক্সেরও একটি ইভেন্ট থেকে নাম প্রত্য়াহার করে নিলেন লন্ডন এবং রিও অলিম্পিক্সের সোনাজয়ী ৷

প্যারিসে ড্যান ইভান্সকে সঙ্গী করে ডাবলসে নামবেন মারে ৷ তার আগে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে বিবৃতি দিয়ে মারে বলেন, "ড্যানের সঙ্গে ডাবলস ইভেন্টে আমি আরও বেশি করে মনোনিবেশ করতে চাই, সে কারণে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি ৷" মারে আরও জানান, প্রস্তুতি দারুণ হয়েছে, আরও একবছর অলিম্পিক্সে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি ৷

তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক মারের অলিম্পিক যাত্রা এককথায় বর্ণময় ৷ 2012 লন্ডন এবং পরবর্তী 2016 রিও অলিম্পিক্স, টানা দু'টি অলিম্পিক্সে সিঙ্গলসে স্বর্ণপদক ঝুলিতে রয়েছে মারের ৷ এর মধ্যে 2012 ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে পোডিয়াম শীর্ষে শেষ করেছিলেন তিনি ৷ পরেরবার সোনাজয়ের ম্যাচে মারে হারান জুয়ান মার্টিন পোত্রোকে ৷ লন্ডনে লরা রবসনকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসেও ব্রিটেনকে রুপো এনে দিয়েছিলেন মারে ৷

হিপ সার্জারি তার পরবর্তীতে সম্প্রতি শিরদাঁড়ার অস্ত্রোপচারের পর সাঁইত্রিশের মারের পক্ষে টেনিস সার্কিটে আগের মেজাজে ফেরা সম্ভব নয় ৷ তাই অলিম্পিক্সের পর কেরিয়ারে ইতি টানা প্রসঙ্গে বলতে গিয়ে মারে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, এটাই খেলা ছাড়ার সঠিক সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.