কলকাতা, 29 মার্চ: 2021 বিধানসভা নির্বাচনে মহিলা ভোটকে মূলধন করেই অভাবনীয় জয়ের ফসল ঘরে তুলেছে তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা নির্বাচনেও সেই মহিলা ভোটেই শান দিচ্ছে বাংলার শাসকদল। নির্বাচন ঘোষণার আগেই বাংলায় এসে সভা-সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে বাংলার মহিলাদেরই তাদের পক্ষে আনার চেষ্টা করছেন ৷ এই অবস্থায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যে চুপ করে বসে থাকবে না, তাও তারা স্পষ্ট করে দিয়েছে ৷ আর সেকারণেই রাজ্যের মহিলা ভোটব্যাংককে নিজের পক্ষে অটুট রাখতে তিনটি বড় কর্মসূচি নিয়েছে তৃণমূল। মূলত এই তিন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মহিলা ভোটারদের নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সুত্রে খবর, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মূলত তিনটি কর্মসূচি নিচ্ছে মহিলা তৃণমূল। এক্ষেত্রে প্রথম কর্মসূচির নাম 'আমার বুথে আমি সাথে'। এই কর্মসূচিতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে মহিলা কর্মীরা সরাসরি বাড়িবাড়ি যাবেন এবং ওই বাড়ির গৃহকর্ত্রী ও অন্যান্য মহিলা ভোটারদের তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটদানের জন্য জনমত তৈরি করবেন। এই পর্বে দ্বিতীয় কর্মসূচির নাম 'বন্ধন আচলে জয় তৃণমূলের' ৷ মূলত এই কর্মসূচির মাধ্যমে ছোট ছোট সভা-সমাবেশের মাধ্যমে এই সরকার যে মহিলাদের পক্ষে, তা বোঝানোর চেষ্টা করবে রাজ্যের শাসকদল। মূলত এগুলি হল পাড়া বৈঠক ৷ তৃতীয় কর্মসূচির নাম দেয়া হয়েছে 'সবাই বলো লক্ষ্মী এল' ৷ যেখানে সভা-সমাবেশ এবং মিছিলের মাধ্যমে মহিলাদের জনমত তৈরির চেষ্টা করা হবে।
এদিন এই কর্মসূচি প্রসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে একের পর এক প্রকল্পে মূলত এই সরকার যে মহিলাদের পক্ষে সেটাই তিনি কাজে করে দেখানোর চেষ্টা করেছেন। এবার এই কথাগুলি আমরা সরাসরি মানুষের কাছে নিয়ে যাব। তারপর মানুষ সিদ্ধান্ত নেবেন তাদের মতন করে তারা কাকে ভোট দেবেন।"
তৃণমূল সুত্রে খবর, মূলত এই মেগা কর্মসূচি যেটি এপ্রিল থেকেই রাজ্যে চালু হবে, তাতে মহিলারা সরাসরি বাড়ির দরজায় গিয়ে তুলে ধরার চেষ্টা করবে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের পক্ষে কাজ করছে। রাজ্যের 42 আসনের মধ্যে 12টি আসনে মহিলা প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল ৷ এই জায়গা থেকেই স্পষ্ট তৃণমূল মহিলাদের মতামত থেকে শুরু করে সব ক্ষেত্রে কতটা গুরুত্ব দিচ্ছে বাংলার মা-বোনেদের।
আরও পড়ুন
লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
মমতার দেওয়া সুবিধা নিয়ে প্রশ্ন তৃণমূলের, দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে রেখা